আপনার হারিয়ে যাওয়া ফাইল এবং হার্ড-ডিস্কের পার্টিশনকে খুব সহজে ফিরিয়ে আনুন

আমরা কম বেশী অনেকে ভুলবশত আমাদের প্রয়োজনিয় ফাইল এমনকি হার্ড-ডিস্কের পার্টিশন ডিলিট করে ফেলি যা পরবর্তীতে আমদেরকে অনেক কষ্ট করে ঐ ফাইল এবং হার্ড-ডিস্কের পার্টিশনগুলো আনতে হয়। আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার জন্য নিচে উল্লেখ করা কাজ করতে সক্ষম।

১- ফাইল পুনঃউদ্ধার করতে সক্ষম

২- মুছে যাওয়া হার্ড-ডিস্ক পার্টিশন ফিরিয়ে আনতে সক্ষম

৩- ISO ইমেজকে সিডিতে রাইট করতে সক্ষম।

এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি আপনার মুছে যাওয়া হার্ড-ডিস্কের পার্টিশন উদ্ধার করবেন।

প্রথমে আমি আমার কম্পিউটারের E,F,G হার্ড-ডিস্ক পার্টিশনগুলো ডিলিট করব। নিচের ছবিটি দেখুন

আমার ঐ হার্ড-ডিস্ক পার্টিশন ডিলিট করার পর আমার কম্পিউটারের হার্ড-ডিস্কের বর্তমান অবস্থা নিচের ছবিতে

এখন ডিলিট হয়ে যাওয়া হার্ড-ডিস্ক পার্টিশন ফিরিয়ে আনার জন্য Active Recovery Software টি ইন্সটল করে Start menu থেকে Active Partition Recovery প্রোগ্রামটি অপেন করতে হবে। অপেন করার পরে নিচের মত একটি ছবি আসবে।

এইখান থেকে এখন আমি আমার পুরো হার্ড-ডিস্কটি সিলেক্ট করে Super Scan করব।

এখন এইখান থেকে  ডিলিট করা হার্ড-ডিস্ক পার্টিশন ফিরিয়ে আনতে Start -এ ক্লিক করতে হবে। এরপর পার্টিশন রিকভার করার কাজ শুরু হবে। পার্টিশন রিকভার হয়ে গেলে, এখন কাঙ্খিত ড্রাইভটি সিলেক্ত করে Recover-এ ক্লিক করতে হবে।

হার্ড-ডিস্ক পার্টিশন রিকভার হয়ে গেলে কম্পিউটার একটি মেসেজ দিবে নিচের ছবির মত

এখন দেখুন আমার কম্পিউটারে আমার ডিলিট করা E Hard Disk Partition-টি রিকভার হয়ে গেছে। নিচের ছবিতে দেখুন

ডাউনলোড Active recovery full version

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

partision format করলে কি file ফিরিয়ে আনা জাবে ?

    Level 0

    এই সফট দিয়ে আপনি ডাটা ফেরত আনতে পারবেন। তবে আপনি পার্টিশন ফরম্যাট করার পর যদি কোনো পার্টিশন আবার ফরম্যাট করেন সেক্ষত্রে সমস্যা হবে।

      Level 0

      vaia amar image drive fomate diye vul kore windows 7 set up deoa hoye geche .now oi drive c hishebe run korche, ami ki kono vabe amar file fire pabo ??
      please help me

daru bai 🙂 try koro dhakbo 🙂

    Level 0

    ট্রাই করে আপনার অভিজ্ঞতা জানাবেন আশা রাখি।

ভাল টিউন কাজে লাগবে,ধন্যবাদ

চমৎকার । আপনার টিউনগুলো দারুন লাগে। স্বাগতম।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ ভাইজান

    Level 0

    আপনাকেও ধন্যবাদ ভাইজান।

Level 0

ধন্যবাদ আপনার টিউন গুলো ভালো লাগে , আপনাকে এখন কমদেখা যায় কারন কি?

    Level 0

    ভাইজান, আপনাকেও ধন্যবাদ আর বেশ কিছু কাজের ব্যস্ততার জন্য এখন সময় করতে পারি না।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ,অনেক দিন পর সুন্দর এই টিউনটি নিয়ে হাজির হওয়ার জন্য।
আশা করি আরো নিয়মিত হবেন।

    Level 0

    জি ভাইজান চেষ্টা করব নিয়মিত হওয়ার জন্য

Level 0

Any body Help me !!!!!!!!! for recover software !!! 1 drive formatted is my mistake.
. pls help me.how i get my file??????

    Level 0

    এই সফট দিয়ে চেষ্টা করে দেখেন ভাইজান। এটি দিয়ে পার্টিশন এবং ডাটা রিকভার করা যায়।

Level 0

vai ami EASEUS Partition Master softwer ta use kore amr C: drive ar partition ta resize koreci.. 15 GB teke 20 GB korci…sob tik ace..but partition compleat howar por deki amr C: drive 19.9 GB…amr question hoilo tahole 100MB geo kotay??
ata te ki amr HD ar kono prb hobe??
please amk janan..

Level 0

Nice tune, vai apnar dewa link kaz korce na vai download link ta tik kore den na plz plz !!!!

Active Recovery Software – trail max 65K file size limit for recovery. ভাই এইটা তো বললেন না? ধুর…