এন্টারপ্রেনারদের কথা- উদ্যোক্তাদের ভ্রমণ বিত্তান্ত-১০ টি দেখার মত ছবি

এন্টারপ্রেনার শব্দ টা শুনতে বেশ। এক ধরনের অন্যরকমতা আছে। তবে বিজনেস , এন্টারপ্রেনারশীপ এগুলো নামের মতই মধুর কিছু না। প্রচুর পরিশ্রম , আইডিয়া, একাগ্রতা ইত্যাদির মিশ্রন। এখানে সফল হওয়া সহজ কথা না। কঠিন কথা।

আমার বন্ধু জেফ ব্লক। বয়স ষাটের দিকে। প্লাস্টিকের ফুলের ব্যবসা করে। বেশ বড় ব্যবসা। আমি তারে জিজ্ঞেশ করলাম, ব্যবসায় সফল হওয়া যায় কীভাবে?

সে উত্তরে বলল, persistence। শুধু মাত্র লেগে থাকা। প্রতিকূল অবস্থার মধ্যেও। তার উত্তর আমার পছন্দ হয়েছিল।

সফল এন্টারপ্রেনারের জীবন নিয়ে সবাই জানতে আগ্রহী হয়। ভাবে এরা কী বস্তু! আমরা মানুষেরা সফলতার কাহিনী শুনে অবাক হই, আপ্লুত হই, অনুপ্রেরনা পাই। যদি ভারতের সাবেক প্রেসিডেন্ট বিজ্ঞানি আবুল কালাম আজাদের কথা হলো - সফল মানুষের জীবনী পড়ার চাইতে ব্যর্থ মানুষের জীবনী পড়।সফল মানুষের জীবনী পড়লে একটি মাত্র কাহিনী ই জানতে পারবে। আর ব্যর্থ মানুষের কাহিনী তে অনেকগুলো সফল হওয়ার আইডিয়া।

আচ্ছা... একজন এন্টারপ্রেনারের জার্নি কেমন সে সম্পর্কে সরাসরি যদি কিছু দেখা যায় তাহলে খারাপ হয় না। নিচে ১০ টি ছবির উল্লেখ করা হলো। ভিন্ন ভিন্ন গল্পে, ভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে কীরকম হতে পারে জার্নি অফ এ এন্টারপ্রেনার!

উদ্যোক্তা দের নিয়ে দশটি দেখার মত ছবি

প্রথম ছবি- সোশ্যাল নেটওয়ার্ক

ফেসবুকের প্রতিষ্ঠাতা মারর জুকারবার্গের ফেসবুক তৈরীর কাহিনী নিয়ে নির্মিত ছবি। কতটা সত্য ভাবে চিত্রিত হয়েছে বাস্তব কাহিনী সে আলোচনায় যাচ্ছি না। তবে আইডিয়ার বাস্তব রুপদান বিষয়ক চমৎকার ছবি এটি।

২। পাইরেটস অব সিলিকন ভ্যালী

১৯৯৯ সালে টেলিভিশনের জন্য নির্মিত ছবি। মাইক্রোসফট আর এপলের প্রতিষ্ঠাতাদের মাঝের দ্বৈরথ প্রধান উপজীব্য। ক্লাসিক বিজনেস স্টোরি বলতে বুঝায় যা।

৩। স্টার্ট আপ ডট কম

ফোর্বস এটি সম্পর্কে লিখেছে "Startup.com is one of the best documentaries that chronicles the rise and fall of the early 2000’s dot-com phenomenon"!

৪। রিস্কি বিজনেস

এই ছবিতে দেখা যাবে ছোট টম ক্রুজ বাড়ীতে মা বাবা না থাকলে মজা করতে পছন্দ করে। কিন্তু হঠাত ই মারাত্বক অবস্থায় পড়ে যায়। বাবা মা কে ফেরত পেতে তাকে শুরু করতে হয় নতুন যুদ্ধ। মজার বিজনেস বিষয়ক ছবি।

৫।  দি গডফাদার

সব সময়ের অন্যতম সেরা ফিল্ম। কীভাবে একটি ছোট পরিবার  বেড়ে উঠে বিশাল হয়ে যায় ।

৬। দ্য এভিয়েটর

সত্য ঘটনার উপর নির্মিত। এভিয়েশন পাইওনিয়ার হাওয়ার্ড হাজেসের জীবন নিয়ে। কিভাবে সে বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে বড় হয়ে উঠল এসবই।

৭। ব্লো

জর্জ জাঙ এর ড্রাগ কেরিরার নিয়ে নির্মিত। কীভাবে সে একজন পাওয়ার ফুল এবং বিত্তশালী ড্রাগ ডিলারে পরিনত হল সামান্য অবস্থা থেকে।

৮।  ক্যাচ মি ইফ ইউ ক্যান

ফ্রাংক এবাগ্নালে জুনিয়রের মিলিয়ন ডলার চুরির কাহিনী। স্পিলবার্গের ফিল্ম।

৯। Jerry Maguire

সত্য ঘটনার উপর নির্মিত আরেকটি ভালো ছবি।

১০।  সব শেষে ওয়াল স্ট্রিট

আর আমাদের এন্টারপ্রেনারদের টিন্টারভিউ তো আছেই।

Level 0

আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস