সিটিসেলের নতুন ইন্টারনেট প্যাকেজ (5GB=4500 TK)

কিছু লিখতে ইচ্ছা করতেছেনা  ছবি হতে সব বুঝে নিন:

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

512 kbps খারাপ না তবে এইটা আমার মত গরিব ব্যবহার করতে পারত না…..4500 টাকা কোনো দিনও দেখি নাই এক সাথে। বাপরে 2gb ই ভালো আমার

Level 0

I think citycell have forgotten that they r doing business in Bangladesh.

আমাদের দেশের বিভিন্ন কোম্পানী তাদের নিজেদের কে খুবই বুদ্ধিমান মনে করে কিন্তু বাস্তবতা হল সিটিসেল, ওয়ারিদ বা একটেল এর এ সব স্পেশালিস্ট দের চেয়ে আমাদের দেশের পুচকে ছেলেপেলেরাও অনেক ভাল বোঝে কিন্তু ছাগল গুলির এই নলেজ নাই যে এই দেশের নেক্সট জেনারেশন কত ব্রিলিয়ান্ট

Level 0

4500 টাকায় 5জিবি!!!! মগের মুল্লুক পাইছে। টাকা মনে হয় গাছে ধরে।

Zoomভাল করেই জানে যে 4500 টাকা দিয়ে 5 জিবি নেট নেয়ার পাবলিক বাংলাদেশে এখণও জন্মে নাই। তাই তারা জেনে শুনে এই অফার দিয়েছে। আমরা যাতে দেখে দেখে আপসোস করে বলতে পারি “আঙুর ফল টক”। মাঝখান দিয়ে দেখালো তারা ইচ্ছা করলেই নেটের অনেক স্পিড দিতে পারে!!!

Level 0

Amader Sobar gorbo hoa Uchit!!!!!!Karon Worlde ek-matro amrai Eto poysa diya Net use kori!! Ami 256 kbps line use kori @ 800/-.R amar Bhaiya (in USA)4mbps line use kore @ 20$(1450/-)..
Sei hishabe Amar line(256kbps) rent hoya uchit 50/-… ha ha ha

Level 0

ব্যান্ডউইথ এর লিমিটেশন আমার কাছে খুবই বিরক্তিকর লাগে । সিটিসেলের এসব অফার সিটিসেলের কর্মকর্তারাও
ব্যবহার করে না । এট লিস্ট তারা তো কাজ করে ইনকাম করে । টাকা তো গাছে ধরেনা ।

zoom -এর ফাঁসি চাই। আরও ফাঁসি চাই gpnet ,aktelnet, waridnet-এরও। আমি মনে করি ওরা আমাদের মানুষ ভেবে অফার গুলো দেয় না। আমাদের ছাগল না হয় পাগল মনে করে। অথবা ওদের লোকেরা marketing ভালো বুঝনা (গাঁধা)।

এর চাইতে আর ভাল একটেল

Level 0

সিট্টিসেলের মায়েরে বাপ্

Level 0

শালারা মনে হয় ওর বাপের টাকা নেয়।

মোবাইল কোম্পানিগুলো আমাদের কে বৃটিশ/পাকিস্তান এর মত শোষন করছে।

কিছু দিন পর ওরা পস্তাবে….
টেলিটক প্রথমে লটারী করে সিম বেঁচেছে…..চাহিদা থাকতে নিজেদের হটকারিতায় ধরা খাইছে। এখন চহিদা নাই….
এখন জুমের মোটামুটি চাহিদা আছে। এখন উচিত একটা মানসম্পন্ন অফার দেয়া, যে একবার CDMA মডেম কিনবে সে চাইবে না GSM মডেম কিনতে, এ সুযোগটা সিটিসেলও হাতছাড়া করলো।
আমার মনে হয়-৮০০ টাকার অফারটা হওয়া উচিত ৩০০ টাকা,১৫০০ টাকারটা ৭০০ টাকা আর ৪৫০০ টাকারটা ৬০০ টাকা। আপনারা কি বলেন?
৩ গিগা ৮০০ টাকা হলে ৫ গিগা ৪৫০০ টাকা হয় কি করে? ফাজলামির একটা সিমা থাকা উচিত।
Kick out Citycell

আমার নেটের ক্ষেত্রে কোন লিমিটেশন ভাল লাগে না। মোবাইল কোম্পানি নেটের স্পিড বাড়িয়ে গুলো আমাদেরকে টোপ দিচ্ছে। কিন্তু তারা মনে হয় ভুলে যাচ্ছে মানষ অত বোকা নয় যে তাদের পাতানো টোপ গিলবে। নেট এখনো যদি এত দামি হয় তাহলে কি ভাবে ডিজিটাল বাংলাদেশ হবে?

সরকােরর উিচত সস্তা দােম েনট েদয়া

তাহলে ভাল হয়।

এরা আসলে কি? এদের মাথায় বোধহয় শুধু টাকা টাকা আর টাকা। একটারও বোধহয় রাতে ঘুম হয়না। বদের শেষ সীমানা।

একটা পুরোনো ছেচড়া ডায়ালগ মনে পড়ছে, বড় কাকার দোকানের কর্মচারীর মুখে শুনেছিলাম – মানি ডাজ নট কাম ফর দ্যা সেক্সুয়াল পার্ট অব বলাকা
এটার সঠিক মানে আমিও জানিনা তবে নিচের দুটোর যে কোন একটা হবে
(১) টেকা বগের — দিয়া আসে না
(২) —–ফালাইন্না কাম নাই টেকা দিয়া

এদের জন্য উপরের ডায়ালগটা চরমভাবে প্রযোজ্য।

এই অফার কোন পাগলও গ্রহণ করবে না…..ট4,500/- 5জিবি…?

Gov. ki ashob dekhe na ata ki moger mullok.. nai.. ar kun gadha bangladeshe jonmo nise je 4500 taka dia 5GB nibey.. ata too chorob batpari……

উনারা গাঞ্জা খাইয়া এই এড দিছে।

এই সব আগাছা কোম্পানি গুলা ক্লোজ করে দিলে কিছু ভাল কোম্পানি চান্স পাবে। এরা কেবল টাকা নিবে তা না 150kb তে দেয় 1.5-5.0 kb। So Funny!

সিটিসেল এখন যেখানে এই অফার দিচ্ছে সেখানে অনেক বড়লোক গাধারা থাকে। তারা মনে হয় সেখানকার অনেক গ্রাহক পাবে।

lol.. its funny, I AM A GREAT VICTIM OF CITYCELL. I USE 2 GB PACKAGE AND I GET 3 KBPS FROM 12 AM TO 1 AM AFTER THAT FROM 2 AM
I GET 16 KBPS BUT NOT CONSTANT. WHEN I FEEL ANY PROBLEM AND I CALL THEM THEN TAKE MY CONTACT NUMBER TELLING ME
THAT THEY WILL CALL ME LATER WITH MY SOLUTION.. BUT THEY CALL ME AFTER 10 DAYS.. LOL .

IN BANGLADESH ALL THE INTERNET PROVIDOR IS SUCKING US.. THEY THINK ASIA IS THEIR FATER’S PROPERTY. WE SHOULD FUCK THEN
UNTILL WE GET 1 MBPS. WITH 500 TK.

😀

যদি এটা ৫১২KBps হত তাহলে ৪৫০০/= টাকা খরচ করার একটা মানে বুঝতাম। সিটিসেল এ মার্কেটিং এ কোন অথর্ব রা কাজ করে? এখন পর্যন্ত কয়জন গ্রাহক পেয়েছে এই প্যাকেজ এ?

আজব দেশ এ বাস করি আমরা! ইচ্ছে মত একটা প্যাকেজ চাপিয়ে দিলেই হল?? কাউকে কৈফিয়ত দিতে হবে না?

Level New

ভাল একটা ব্যাবসার ফন্দি আর কি,যেখানে আমি আমার ব্রডব্যান্ড ব্যাবহার করে মান্থলি এভারেজ এ ৮/৯ GB-DU হয়,সেখানে কেন আমি মাত্র “৫ GB ৪৫০০/= “টাকায় নিতে যাব?আর যদি ২০০০/= টাকা দেই তাইলে আমি মান্থলি upto “17/18 GB-DU” হবে।আসলে সিটিসেল পাগল হইছে আর না হয় যারা এই সংযোগ ব্যবহার করে তারা পাগল।হি হি হি।
প্রমান চাইলে দিতে পারি যে মাসে ৮/৯ গিগা ……।

Level 0

sorrry to hear that guys..
fucking bangladesh
eai jonnei deshe ashte chai na
5 bosor dhore asi, monthly internet with unlimited download 33 euro only 4mb per second
r chorer bachchara ganja kheye eaishb lekhe,
hasina r khaleda..r taarek ea koita re open e jhulaiya fashi dile bangla bash joggo hobe….