কালির ড্রাম (CISS) নিয়ে কিছু কথা। – ক্যানন প্রিন্টার

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। জীবনে চলার পথে কতো প্রয়োজনে আমরা অনেকেই প্রিন্টার কিনে থাকি। খরছ তা বাঁচানোর জন্য আবার কালির ড্রাম করে নেই।
আমরা যারা কালির ড্রাম সহ প্রিন্টার ইউস করি তারা জানি এই প্রিন্টার গুলো মেইন্টেইন করা কতোটা কষ্টের। মাজে মাজে অনেকটা সময় চলে যার এই প্রিন্টার গুলর মাইন্টেইন করতে। কিন্তু কিছু জিনিস মেনে চললে আপনাকে আর কষ্ট করতে হবে না। সময় নস্ত করতে হবে না। কালির ড্রাম ইউস করার জন্য বেস্ট প্রিন্টার হলো এপসন প্রিন্টার। কিন্তু এপসন প্রিন্টার এর দাম বেশি হওয়ায় অনেকেরেই এর থেকে দূরে থাকেন। বাজারে ক্যানন এর কিছু প্রিন্টার খুব অল্প দামেই কালির ড্রাম করে নেয়া যায়। এই সকল ক্যানন প্রিন্টার এর সমস্যা ও তার সমাধান আজকে দেয়ার চেষ্টা করবো।

CISS করা প্রিন্টার এর সমসসাঃ

  1. সঠিক ভাবে কালি না পাওয়া।
  2. প্রিন্টার এর হেড কালির অভাবে নস্ট হয়ে যাওয়া।
  3. কালির পাইপ এ বাতাস ঢুকে যাওয়া।
  4. প্রিন্ট এ সঠিক কালার না পাওয়া।
  5. প্রিন্ট এ সাদা দাগ দাগ পরা।
  6. কার্টিজ কালি না টানা।
  7. কাগজে কালি লেগে যাওয়া। অতিরিক্ত কালি কার্টিজে ঢুকে পরা।

এত সমস্যা দেখে ভয় পাবেন না। কারন এগুলর সবি ই হয় ভাল ভাবে মেইন্টেইন না করার কারনে। আপনি যদি জানেন কি করে প্রিন্টার মাইন্টেইন করা লাগবে তাহলে আর প্রবলেম হবে না।  উপরের প্রায় সব সমস্যাই হয় একটি কারনে। আর তা হলোঃ কালি ড্রাম থেকে কার্টিজ এ ঠিকভাবে না যাওয়া। ক্যানন প্রিন্টার এ এই সমস্যা টি বেসি দেখা যায়। আমাদের অনেকের ই ক্যানন আইপি ২৭৭২ প্রিন্টার টি রয়েছে। আর এই প্রিন্টারটিতেই এই সমস্যা গুলো বেশি দেখা যায়। আপনি চাইলে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন।

সমসসার সমাধানঃ 

আপনি কালির দ্রামের সাথে ডাম্পার অথবা One Way valve লাগাতে পারেন। আশা করি সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ডাম্পার ইউস করলে প্রিন্টার কার্টিজ ভালো মত কালি টানতে পারবে আর ভালোভাবে কালি পাবে। এর ফলে আপনার প্রিন্টার এর কার্টিজ তারাতারি নস্ট হবে না। প্রিন্টার এর প্রিন্ট কুয়ালিটি হবে অরিজিনাল এর মতো।

Damper or One Way Valve

আপনি চাইলে আপনার এপসন প্রিন্টার এও এটি বেবহার করতে পারেন।

এপসন প্রিন্টার এ ডাম্পার

কিন্তু সবচেয়ে ভালো কাজ করবে দুই কার্টিজ এর ক্যানন প্রিন্টার গুলোতে। বেস্ট পারফমেঞ্চে পাবেন।

ক্যানন দুই কার্টিজ এ ডাম্পার

বাংলাদেশের মার্কেট এ পাবেন কিনা সঠিক বলতে পারছি না। তবে আমি বাইরে থেকে আনিয়ে ইউস করছি। এক কথায় বেস্ট পারফমেঞ্চ পাইতেসি। আপনি লোকাল মার্কেট এ খুজ নিয়ে দেখতে পারেন।

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

আমার পেজটা ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

Level New

আমি জাদুকর (রাজু)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই প্রযুক্তি প্রেমী... আমি প্রযুক্তির সাথে থাকতে এবং প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখতে খুব ভালবাসি... ভাল লাগে নিজে জানতে এবং অন্যকে জানাতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের জন্য ধন্যবাদ। কেনন প্রিন্টাররের সফট অয়্যার পড়ে গেলে কি করতে হবে বিশেষ করে ২৭৭২ বিস্তারিত একটি টিউন করবেন আশা করছি। ধন্যবাদ।

One Way valve কোথায় পাউয়া যাবে,দাম কত?

apni local market e khuj niye dekhte paren. ami baire theke 2 packe aniye use kortesi. bd er market e pawa jay kina jana nei.

ভাই আপনার লোক আছে বইলা বিদেশ থেকে আনায়া ব্যাবহার করতেছেন আমরা কি করুম। দুবাই তে পাওয়া যাবে ।

dekher market e pawa jete pare. ami khuj kore dekhi nai. apni multiplan , palton othoba idb te khuj niye dekhte paren.

Ami amar Canon Pixma MP287 e CISS korte chai. kothai korbo? kemon khoroch hobe ektu idea diben pls???

apnar printer ti Ciss korte 1000tk er moto khoroch porbe,

ভাই,,আমি Epson Expression Home XP-330 এই প্রিন্টারটি কিনতে চাচ্ছি,,, এটা কেতমন হবে? এটাতে কি ciss করা যাবে?

আমার প্রিন্টার কালি টানে না ড্রাম থেকে সামাধন চাই।