Rajshahi University Admission Test 2019 Group 1: Shift 1 MCQ Answer

বাংলা অংশ সমাধানঃ

১। কুম্ভকর্ণ কে?
উত্তরঃ  গ) রাবণের ছােট ভাই।

২। গজদন্ত মিনার’ অর্থ কী?
উত্তরঃ ঘ) আভিজাত্যের মিনার।

৩। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে। এখানে সে কে?
সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে নাবাব সিরাজ-উদ-দৌলা (ঘসেটি বেগম আমিনাকে উক্ত কথাটি বলেছে।  মূল বক্তব্য ছিল এ রকমঃ অদৃষ্টের পরিহাস-তাই ভুল করেছিলাম। যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে, যদি জানতাম অহরহ সে আমার দুশ্চিন্তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে, জীবনের সমস্ত সুখ-শান্তি সে গ্রাস করবে রাহুর মতো, তাহলে দুধের শিশু সিরাজকে প্রাসাদ-চত্বরে আছড়ে মেরে ফেলতে কিছুমাত্র দ্বিধা করতাম না।

৪। শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি?
উত্তরঃ উপন্যাস।

৫। কবি শামসুর রাহমানের মতে, তরুণ শ্যামল পূর্ববাংলা হচ্ছে?
ঠিক উত্তর নাই। সঠিক উত্তর হবে সালামের মুখ (কবিতার কিছু অংশঃ বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ববাংলা। )।

৬। রুদ্রমঙ্গল’ কী জাতীয় গ্রন্থ?
উত্তরঃ প্রবন্ধগ্রন্থ | (লেখক কাজী নজরুল ইসলাম)।

৭। জীবন-বন্দনা’ নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা?
উত্তরঃ সন্ধ্যা।

৮। কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ সমীচীন।

৯। লালসালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরােনাম হচ্ছে?
উত্তরঃ Tree Without Roots.

১০। কুটিরশিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি?
উত্তরঃ খ) চাষাবাদে অনাগ্রহ।

১১। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
উত্তরঃ গ) কবিরাজ।

১২। ছাই ফেলতে ভাঙা কুলাে’ – প্রবাদে ‘ভাঙা কুলাে’ বলতে বােঝায়?
উত্তরঃ উপেক্ষিত ব্যক্তি।

১৩। ঐকতান’ কবিতাটি কোন্ ছন্দে রচিত?
উত্তর খ) অক্ষরবৃত্ত।

১৪। সৃষ্টি’-র বিপরীত শব্দ কি?
উত্তরঃ ক) প্রলয়।

১৫। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে “অতসীমামী” গল্প লিখেছেন?
উত্তরঃ ক) একুশ।

ইংরেজী অংশ সমাধানঃ

১৬। Which expression is correct?
উত্তরঃ গ) ten head of cattle (‘Ten head of cattle‘ means a heard of ten animals).

১৭। They elected him chairman. Its passive form is:
উত্তরঃ ক) He was elected chairman (by them).

১৮। Choose the correct sentence:
উত্তরঃ গ) The boy was too clever to miss the point.

১৯। A decade _ since the discovery of leprosy vaccine. The right option for the gap is:
উত্তরঃ খ) has passed.

২০। From your point of view, which sentence is incorrect?
উত্তরঃ গ) I am sitting the admission test.

২১। Salam is late for office on most days. In other Words, he is _ late for office.
উত্তরঃ খ) frequently.

২২। Who is a netizen?
উত্তরঃ ক) one who uses the internet.

২৩। We are looking forward to _ soon. The right expression for the gap is:
উত্তরঃ খ) meeting you.

২৪। He is an innovative teacher. Here ‘innovative’ means:
উত্তরঃ ঘ) creative.

২৫। He went mad. This verb is:
উত্তরঃ গ) linking.

২৬। He said, “where are my glasses?” Its indirect form is:
উত্তরঃ গ) He asked where his glasses were.

২৭। Which one is the correct spelling?
উত্তরঃ ঘ) accommodation.

২৮। The beggar in front of the gate looked very hungry. Functionally, the underlined phrase is a/an:
উত্তরঃ ক) adverbial phrase.

২৯। The boy is good _ mathematics. The appropriate preposition is:
উত্তরঃ গ) at.

৩০। The adjective form of confidence’ is:
উত্তরঃ গ) confident.

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

৩১। দ্যা লাস্ট সাপার’ কার আঁকা?
উত্তরঃ গ) লিওনার্দো দ্য ভিঞ্চি।

৩২। ডেঙ্গু জ্বরের কারণে শরীরে—-?
উত্তরঃ ঘ) Platelet কমে যায়।

৩৩। আমাজন বনের মােট আয়তনের ৬০ শতাংশ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ খ) ব্রাজিল।

৩৪। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
উত্তরঃ গ) পিপীলিকা।

৩৫। উড়ােজাহজের গতি নির্ণায়ক যন্ত্র?
উত্তরঃ গ) ওডােমিটার।

৩৬। ২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক?
উত্তরঃ ঘ) ইথিওপিয়া।

৩৭। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী?
উত্তরঃ গ) হাইগ্রোমিটার।

৩৮। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
উত্তরঃ খ) গামা রশ্মি।

৩৯। এভিকালচার কী?
উত্তরঃ খ) পাখি পালন।

৪০। সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে?
উত্তরঃ ঘ) ইউসিএলএ (University of California, Los Angeles).

৪১। OIC -এর বর্তমান প্রেসিডেন্ট
উত্তরঃ খ) সালমান বিন আব্দুল আজিজ।

৪২। সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন?
উত্তরঃ ক) চারুকলা।

৪৩। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়ে?
উত্তরঃ ঘ) ১৯৭২ সালের ডিসেম্বরে।

৪৪। মনপুরা ৭০’ কী?
উত্তরঃ গ) একটি চিত্রশিল্প।

৪৫। কিউনিফর্ম কী?
উত্তরঃ ক) লেখনী (কিউনিফর্ম হল সুমেরীয়দের আবিস্কৃত প্রথম লিপি এবং ব্যবিলনীয়দের লিখন পদ্ধতির নাম)।

৪৬। সামাজিক যােগাযােগ মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গ) জ্যাক ডসি।

৪৭। তারেক মাসুদ নির্মিত “আদম সুরত” চলচ্চিত্রটি কোন শিল্পীর জীবন নিয়ে নির্মিত?
উত্তরঃ গ) এস.এম. সুলতান।

৪৮। নিচের কোনটি গ্রীণ হাউজ গ্যাস নয়?
উত্তরঃ ঘ) নাইট্রোজেন।

৪৯। আল মাহমুদের ‘সােনালী কাবিন’ কোন ধরনের রচনা?
উত্তরঃ গ) কাব্যগ্রন্থ।

৫০। কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক?
উত্তরঃ খ) শুক্র  (বুধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে পারে এই প্রশ্নের উত্তর বুধ। . কিন্তু না। সবচেয়ে বেশি গড় তাপমাত্রা সূর্যের দ্বিতীয় নিকটতম শুক্র গ্রহের)।

৫১। সুনামি’ বলতে কী বােঝায়?
উত্তরঃ খ) সামুদ্রিক ঢেউ।

৫২। চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ প্রাচীন বাংলার কোন জনপদ ভ্রমণ করেন?
উত্তরঃ গ) সমতট।

৫৩। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কি.মি.?
উত্তরঃ ঘ) ২৭১ কি.মি. (মূলত বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য ২৮৩ কি.মি। এখানে ২৭১ কাছাকাছি বলে উত্তর হবে এটি)।

৫৪। ব্রেক্সিট’ কোনটির সাথে সম্পর্কিত?
উত্তরঃ ঘ) ইউরােপিয়ান ইউনিয়ন।

৫৫। বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি আবিষ্কারক কে?
উত্তরঃ গ) ডা. শুভ রায় (বাংলাদেশ)।

৫৬। ভানুসিংহ কে?
উত্তরঃ খ) রবীন্দ্রনাথ ঠাকুর।

৫৭। নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত?
উত্তরঃ ঘ) ৬.১৫ কি.মি.

৫৮। কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়?
উত্তরঃ গ) আমাজন।

৫৯। বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?
উত্তরঃ খ) জাপান।

৬০। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তরঃ গ) কামরুল হাসান।

Level 0

আমি ডাঃ শাফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস