কিভাবে আপনার ব্লগ/ওয়ার্ডপ্রেস সাইটের কনটেন্ট ব্লক করবেন

একটি পরিপূর্ণ আর্টিকেল লেখা কতটা সময় সাপেক্ষ এবং কতটা কষ্টের, এটা তারায় জানে, যারা আর্টিকেল নিজে লেখে। কিন্ত আমরা প্রায় দেখতে পায় আমাদের আর্টিকেল অন্যরা কপি করে তাদের ব্লগে বা সাইটে টিউন দিচ্ছে। এটা যখন আমারা দেখতে পায় তখন খারাপ লাগে। বিষয়টা টা আরও বেশি খারাপ লাগে যখন দেখতে পায় ওই টিউনে আমার ব্লগের তুলনায় বেশি ভিজিটর আসছে এবং লাইক টিউমেন্ট করছে। একটা টিউন করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম হয়।

আজ আমরা দেখবো কিভাবে ব্লগের কনটেন্ট Block করে রাখবেন? কনটেন্ট ব্লক করে রাখলে আপনার কনটেন্ট কেউ কপি করতে পারবে না। ফলে কেউ আপনার কষ্টের লেখা কপি করে তার ব্লগে দিয়ে ক্রেডিট নিতে পারবে না। আর এই ফিচারটি আপনার গুগল আডসেন্স পেতে সাহায্য করবে। আপনি প্রয়োজনীয় যত অপশন যুক্ত করবেন, গুগল আডসেন্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। 

নিচের কোডটি কপি করে আপনার ব্লগে পেষ্ট করুন।

<!- START disable copy paste ->
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'/><script type='text/javascript'> if(typeof document.onselectstart!=&quot;undefined&quot;) {document.onselectstart=new Function (&quot;return false&quot;);} else{document.onmousedown=new Function (&quot;return false&quot;);document.onmouseup=new Function (&quot;return false&quot;);} </script>
  <!- End disable copy paste ->

কিভাবে এবং কোথায় কোড গুলো Save করতে হয় না জানলে নিচের লিঙ্কে ক্লিক করে জেনে নিন। 

Level 1

আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস