রিয়েলমি সি ১৫

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

রিয়েলমি কিছুদিন আগে লঞ্চ করেছে Realme C15 মডেলের মোবাইলটি সেই ফোনটি নিয়েই আজকের আলোচনা হবে। রিয়েলমি সি ১৫ মোবাইলটি একটি Low Price Range এর মোবাইল, মোবাইলটি অফিসিয়াল এবং আনঅফিসিল ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে, রিয়েলমি সাধারাণত আমাদের অল্প বাজেটেরে মধ্যে অনেক ভালো ভালো ফোন অফার করে থাকে। বরাবরের মতো রিয়েলমি ১০-১৩হাজার টাকার মধ্যে নিয়ে এলো রিয়েলমি সি ১৫। ফোনটির Operating System হিসেবে ব্যবহার করা হয়েছে Android 10 সাথে realme UI 1.0 Chipset ব্যবহার করা হয়েছে MediaTek Helio G35 (12 nm) এবং CPU হিসেবে ব্যবহার করা হয়েছে Octa-core 4x2.3 GHz Cortex-A53 আর GPU হিসেবে ব্যবহার করা হয়েছে PowerVR GE8320 ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চি এর IPS ডিসপ্লে ফোনটির ক্যামারা হিসেবে ব্যাহার করা হয়েছে (Back Camera) 13 MP, f/2.2, (wide), PDAF 8 MP, f/2.2, (ultrawide) 2 MP, f/2.4, (macro) 2 MP, f/2.4, (depth) এবং সেলফি ক্যামারা হিসাবে ব্যবহার করা হয়েছে 8 MP, f/2.0, (wide) ফোনটির আরো বিভিন্ন তথ্য জানতে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন ধন্যবাদ

Level 0

আমি তামিম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস