Earth Zoom-ছোট্ট কিন্তু ক্রিয়েটিভ একটা ইফেক্ট তৈরী করলাম

আপনারা হয়তো অনেক মুভিতেই এমন ইফেক্ট দেখে থাকবেন যে, কোন সিটি বা কোন হাউসের ফ্রন্ট ডোর হতে ক্যামেরা জুম-আউট হয়ে একেবারে সোঁ করে মহাকাশ পর্যন্ত চলে যায়।

দেখতে অনেক চমৎকার লাগে। হয়তো মাঝে মাঝে চিন্তা করে থাকবেন যে, এটা কি আদৌ সম্ভব?

এখন ভিজ্যুয়াল ইফেক্ট প্রযুক্তির দ্বারা এধরনের দৃশ্য তৈরী করা সম্ভব হচ্ছে।

হ্যাঁ, এমনই একটি ইফেক্ট তৈরী করলাম আজ। খুব সহজ কিন্তু ক্রিয়েটিভ।

ভিডিওটির কাজ এখনও প্রক্রিয়াধীন রয়েছে। এখনও কিছু ইফেক্ট অ্যাড করা বাকি রয়েছে। এটি মূলত আমার আপকামিং শর্ট ফিল্মের জন্য তৈরী করছি।

ভিডিওটি দেখুনঃ

তাই যারা এই ইফেক্টের টিউটোরিয়াল পেতে চান তারা কমেন্টে অবশ্যই ফিডব্যাক দিবেন।

আর হ্যাঁ একটি ভালো প্রফেশনাল মানের ভিডিও টিউটোরিয়াল বানানোর সফটওয়্যারের ডাউনলোড লিংক দিলে অনেক উপকৃত হবো।

ইনশাল্লাহ মহান আল্লাহ্ তা’আলা চাইলে টিউটোরিয়ালটি তৈরী করব।

Level 0

আমি কাইনেটিক মাল্টিমিডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good job.

ধন্যবাদ আপনাদের।

AMI chaaaaaaaaaaaaaaaaaaaaaai……………
kon software diye korlen setao bolte parten!
tale seta jogar kore rakhtam.
parle reply ta ekhane deben, techtunes amake kono notification janay na!
http://facebook.com/profile.php?id=100002647161682

এই লাইনে নতুন নাকি? …pilot এর project ফাইল ব্যবহার করে ভালই তো পাঠ নিলেন।

    জেসিলন জুলি আপনি ঠিক ধরেছেন, আমি মোটামুটি এই লাইনে নতুন আমি মি. এন্ড্রু ক্র্যামারের টিউটোরিয়াল দেখে কাজটি শিখেছি ঠিকই কিন্তু তাদের কোন প্রজেক্ট ফাইল ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরী করা। বুঝলেন?

শর্ট ফিল্মটা কি ?

জেসিলন জুলি আপনি ঠিক ধরেছেন, আমি মোটামুটি এই লাইনে নতুন আমি মি. এন্ড্রু ক্র্যামারের টিউটোরিয়াল দেখে কাজটি শিখেছি ঠিকই কিন্তু তাদের কোন প্রজেক্ট ফাইল ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরী করা। বুঝলেন?