ফ্রি ডিরেক্টর লিংকে ডাউনলোড করেনিন অ্যাডবি ড্রিমওয়েভার CC 2015 এর নতুন ভার্শন।

অ্যাডোব ড্রিমউইভার (ইংরেজি: Adobe Dreamweaver) হচ্ছে অ্যাডোব সিস্টেমস কর্তৃক তৈরি জনপ্রিয় ওয়েবপেজ ডিজাইনের সফটওয়্যার। প্রথমে ম্যাক্রমিডিয়া ইহা প্রস্তুত করলেও পরবর্তীতে ২০০৫ সালে অ্যাডোবি এর স্বত্ত্ব কিনে নেয়।

ড্রিমউইভার ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম-উভয়ে ব্যবহারের জন্যই প্রযোজ্য। সাম্প্রতিক সংস্করণগুলোতে ওয়েবভিত্তিক প্রযুক্তি যেমন: সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এবং অন্যান্য সার্ভার-সাইড স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ভাষা, এবং ফ্রেমওয়ার্ক, যেমন: এএসপি, কোল্ডফিউশন এবং পিএইচপি অন্তর্ভুক্ত হয়েছে।

ওয়েব ডিজাইন বা ডেভেলপ এর কাজ যারা করেন তাদের জন্য অতি জরুরী ও প্রয়োজনীয় একটি সফটওয়্যার হচ্ছে Adobe Dreamweaver। এটির সাহায্যে খুব সহজেই ওয়েব টেমপ্লেট তৈরী করা যায়। ওয়েব ডিজাইন ও ডেভেলপিং এ যারা অভিজ্ঞ তাদের জন্যই শুধুমাত্র Adobe Dreamweaver CC 2015। Adobe Dreamweaver CC 2015 এর সর্বশেষ সংস্করণের ডাউনলোড লিংক আপনাদের জন্য দেওয়া হলো।
☞দেখে নিন কিভাবে ইনষ্টল করবেন:

☞ কিভাবে ফুল ভার্সন করবেন নীচে থেকে বিস্তারিত দেখে নিন:

১//  প্রথমে আপনার প্রোডাক্ট ডাউনলোড করুন সঙ্গে প্যাচ ফাইলটিও ডাউনলোড করুন।

২// এবার আপনার ইন্টারনেট বন্ধ করে দিন।

৩// এবার প্যাচ ফাইল টিকে ওপেন করে ড্রপ মেনু তে ক্লিক করে আপনি কোন প্রোডাক্টকে ফুল ভার্সন করতে চান সেটা সিলেক্ট করুন।

৪// এবার প্যাচ বাটনে ক্লিক করুন এবং কিছু ক্ষণ অপেক্ষা করুন। যতক্ষণ না কাজ সম্পূর্ণ হয়।

৫// ব্যাস হয়েগেল ফুল ভার্সন এবার আপনি ইন্টারনেট পুনরাই চালু করে নিতে পারেন। নীচের চিত্রে দেখুন।

অ্যাডবি ড্রিমওয়েভার CC 2015

* এবার অ্যাডবি ড্রিমওয়েভার CC 2015 এর ফুল ভার্শন ব্যবহার করুন।

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস