যারা তৈরি করতে চান তারা এদিকে আসুন। ইলাস্ট্রেটরে ফুটবল তৈরি।

আমি নতুন তাই ভুল হলে মাফ করে দিবেন।এটি আমার প্রথম টিউন।

এই ফুটবল টিই আমরা বানাব। তাহলে শুরু করা যাক ।প্রথমে আমাদের একটি ডকুমেন্ট নিতে হবে ।যার সাইজ হবে ৬১২ ওয়াইড আর হাইট হবে ৭১২।তাহলে নিচের মত পেজ আসবে।এর পর টুল মেনু থেকে  পলিগন টুল সিলেক্ট করতে হবে ।

এর পর এই পলিগন টুল দিয়ে একটি বিত্ত আকতে হবে

এর পর এটার অনেক গুলো কপি করে নিন।

তার পর সেই কপি গুলো বিরিন্ন কালার দিয়ে ফিল করুন

।এর পর টুল মেনু থেকে ইলিপস টুল সিলেক্ট করুন

।তারপর কি বোড থেকে সিপ্ট চেপে ধরে এক্কটি বিত্ত আকুন ঠিক নিচের মত করে।

এর পর উইন্টডো মেনু থেকে পাথ ফাইনডার অপশান টী নিয়ে আসুন।

এই অপশান এর নিচে ডিভাইড নামে একটি মেনু আছে।সেখানে ক্লিক করুন ।তার আগে সবগুলো সেপ সিলেক্ট করে নিন। তার পর ডিভাইড করুন।এর ফলে সব ডিভাইড হয়ে যাবে।

এর পর বাহিরের অংশগূলো ডিলেট করে দিন

।তাহলেই আমরা পেয়ে যাব আমাদের  সেই ছবি।

Level 0

আমি kousar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে, টিউনটি পড়ে ভাল লাগল।

Level 0

রিয়াদ হাসান@ কষ্ট করে টিউনটি পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।

সামনে বিশ্বকাপ! রেডি থাকেন, ফিফা আপনারে ফুটবল এর জন্য অর্ডার দিতে পারে। 😀

Level 0

রাহাতুল ইসলাম@ ভাই আমি রেডি আছি।কষ্ট করে টিউনটি পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।