ফটোশপে মজা [পর্ব-৬] :: Photomerge এর কাজ দেখুন, বানিয়ে ফেলুন Panorama স্টাইলের ছবি।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন শত ব্যস্ততার মাঝে হয়তো ফটোশপ নিয়ে প্রেকটিস করে যাচ্ছেন এটাই ভালো একগুয়োমি থেকে নিজেকে দুরে রাখার জন্য সর্বদা ফটোশপ নিয়ে ঘাটাঘাটি করুন আর কারো কাছ থেকে কোন টিপস পেলে তা নিজে নিজে প্রয়োগ করুন দেখবেন হয়ে যাবে। আজকে যে টিপস টি নিয়ে কথা বলব তা হলো Panorama স্টাইলে ছবি তৈরী। আমাদের অনেকের ডিজিটাল ক্যামেরা আছে কিন্তু Panorama অপশনটি সবার ক্যামেরাতে নাই এজন্য বিশাল একটি এলাকার ছবি তুলতে গেলে ক্যামেরায় পুরু অংশটা আসে না। চিন্তার কোন কারন নেই আপনি ফটোশপে এই কাজটি করতে পারবেন।

প্রথমে আপনি যে এলাকাটি কে ক্যাপচার করতে চান ক্যামেরা দিয়ে  বামে একটি শর্ট নিন তারপর মধ্য স্থানের শট নিন তারপর ডান দিকের শর্ট নিন এভাবে পর্যায়ক্রমে শর্ট নিতে থাকেন আশা করি বুঝতে পেরেছেন ভালো ফটোগ্রাফার হলে অবশ্যই পারবেন। প্রত্যেকটি শর্ট এর মানে ছবির সাইজ একই হতে হবে। ছবিগুলো রিনেম করে 1, 2 , 3 পর্যায়ক্রমে সাজিয়ে রাখবেন যেন সমস্যা না হয়। যেমন আগে যে শটটি নিয়েছে তার নাম 1 দিন পরেটি ..............3

এবার আসুন ফটোশপে জোড়ালাগানোর পালা। ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আপনার কম্পিউটারে একটি ফোল্ডারে সেভ রাখুন, ফটোশপ চালু করুন।

আমি তিনটি চিত্র দিয়ে দিলাম বুঝার জন্যে

শর্ট -1

শর্ট-2

শর্ট-3

ধাপ-১ এ দেখুন লাল চিহ্নিত কমান্ডগুলো প্রয়োগ করুন

ধাপ-২ এ একটি উইনডো পাবেন লাল চিহ্নিত ব্রাউজারে ক্লিক করুন কোন ড্রাইভে ছবিগুলো রাখছেন সবগুলো সিলেক্ট করে ওকে দিন দেখুন আপনার ছবিগুলো ব্রাউজার বক্সে চলে আসছে। এবার ওকে চাপুন দেখবেন প্রক্রিয়া চালু হয়ে গেছে তারপর ৩নং চিত্র পাবেন।

ধাপ-৩ যে সেটিংটা আছে তা রেখে ওকে ক্লিক করুন। প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

ধাপ-৪ এ যে চিত্রটি পেলেন তা Panorama স্টাইলে রূপান্তর হইছে কিন্তু ছবির চারদিকটা ফিনিশিং হয় নাই তাই চারদিকের অংশটা কেটে নিন চিত্রে লাল চিহ্নিত প্রক্রিয়াগুলি অনুসরন করুন তারপর ও আমি লিখে দিচ্ছি রেক্টেএ্যাংগেল সিলেকশন টুলটি নিন এবার ছবির চারপাশের সিলেক্ট করুন চিত্রের মত এবার Shift+Ctrl+i চাপুন ইনবার্স  সিলেকশন হবে কী বোর্ড হতে ডিলিট চাপুন ব্যাস হয়ে যাবে বাকিটা আপনি করেন কি করতে হবে।

ধাপ-৫ ওকে হয়ে গেল।         আর কি বলব ভাই শ্ক্রিনশট দিতে দিতে বারটা বেজে গেছে।

................................ ধন্যবাদ ..............................

...........................(o).........................

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে অন্য সফটওয়্যার ব্যবহার করে করতাম এখন তা ফটোশপে দিয়ে করতে পারব । অসংখ্য ধন্যবাদ কস্ট করে টিউনটি করার জন্য ।

অনেক ধন্যবাদ। আগে জানা ছিল না।
http://freesoftwar24.blogspot.com/

Level 0

দারুন এক খানা টিপস দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দারুন !

    Level 0

    @Jamil Hossain Sujon: তাই নাকি? তাহলে বানিয়ে ফেলুন। ধন্যবাদ

Level 0

অনেক ভাল টিউন। ধন্যবাদ ।

    Level 0

    @Udoy: আপনাকেও অনেক ধন্যবাদ

আগে জানা ছিল……. নতুনদের কাজে লাগবে

ha vai apnar screen shot dite onek jamela hoise but you done a great job apnar koster jonno thanksssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

Level 0

darun fata fati