এবার আপনি নিজে নিজেই ফটোশপে Action তৈরি করুন (সময় বাঁচান) অনুরোধের টিউন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমাদের টিউনার বন্ধু খালেদ ভাই আমাকে বলেছিল কিভাবে কি-বোর্ড থেকে একটি Key চাপ দিলে অটোমেটক ৪/৬ ছবি তৈরি হয়ে যায় তা নিয়ে একটি টিউন করতে আরো অনেকে ফেইসবুকে মেসেজ দিয়ে জানিয়েছে এটা নিয়ে একটি টিউন করতে।

তাদের অনুরোধে আজকের টিউন, তো আজ আমরা শিখব কিভাবে Keybord থেকে একটি Key চাপ দিলে অটোমেটক ৪/৬ ছবি তৈরি হয়ে যাবে তার নিয়ম, তাহলে চলুন ফটোশপের মজার টিপস টি সবাই শিখে নিই।

নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।
প্রথমে ফটোশপ চালু করুন...

এবার Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি ওপেন করুন নিচে আমি আমার ছবি নিলাম। আপনারা যে কোন ছবি নিতে পারেন।

এবার Menubar থেকে Window>Action কমান্ড (অথবা কিবোর্ড থেকে Alt+F9 চাপ দিন) তাহলে Action প্যালেট শো করবে।

এবার Actionপ্যালেট থেকে Create New Set আইকনে ক্লিক করলে একটি New Set বক্স আসবে এবার Name বক্স এ যে কোন একটি নাম দিয়ে OK করুন। না পারলে নিচে দেখুন।।

এবার Actionপ্যালেট থেকে আমাদের তৈরি করা Auto Image ফোল্ডার টি সিলেক্ট করে New Action বাটনে এ ক্লিক করুন।

তাহলে একটি New action বক্স আসবে এখন Name বক্স এ যেকোন নাম লিখুন, Set বক্স এ আপনার তৈরি করা ফোল্ডার টা সিলেক্ট করুন, Function Key আপনার পছেন্দের একটা বাটন দিয়ে Record বাটনে ক্লিক করুন।

উপরের নিয়ম অনুসারে কাজ করার ফলে এখন যে কাজগুলো করব সব Record হবে, তাই অন্য কোন কাজ না করাই ভাল।
এবার মেনুবার Select>All (অথবা কিবোর্ড থেকে Ctrl+A চাপ দিন) তাহলে ছবি
সিলেক্ট হবে নিচের মত করে।

এখন সিলেক্ট করা ছবিটা একটি পেজ নিতে হবে মেনুবার File>New (অথবা কিবোর্ড থেকে Ctrl+N চাপ দিন ) তাহলে নিচের মত একটি বক্স আসবে।
এখানে নিচের মত মান দিয়ে Ok করুন।

এবার ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় কী-বোর্ড কিবোর্ড থেকে Ctrl+C চাপ দিন)
তাহলে আমাদের সিলেক্ট করা ছবিটা কপি হবে এরপর আমাদের তৈরি করা 3R New পেইজের উপর Paste করুন কী-বোর্ড থেকে Ctrl+ V চাপ দিয়ে । নিচে
দেখুন...

এবার সুন্দর করে টুলবার থেকে Move Tool সিলেক্ট করে নিচের মত বসান আমার মত করে।

তারপর Menu বার থেকে File> Save As ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন ।

সর্বশেষে Action প্যালেট থেকে Stop বাটনে ক্লিক করে রেকর্ড Stop করে দিন ।

ব্যাস হয়ে গেল 3R পেইজের মধ্যে Passport 4 কপি ছবি।
এতক্ষণ আমরা উপরে যে কাজগুলো করেছি তা কতটুকু করতে পেরেছি তা দেখার জন্য ফটোশপে একটি Passport সাইজের ছবি ওপেন করুন এবং নির্বাচিত বাটন (Function Key) চাপ দিন আর দেখুন মজা।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার অনুরোধ রাখায় অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ হোছাইন ভাই। আগেই মন্তব্য করে নিলাম । কারণ লেট করলেই দেরী হয়ে যেতে পারে। এখন ধীরে সুস্থ্যে টিউনটি কাজে লাগানোর চেষ্টা করবো। 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛 😀 😛

Thank You My dear, Very nice leeon for mr. Allah Hafiz