ফটোসপে তৈরি করুন একটি সুন্দর ডাউনলোড বাটন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিলাম আজকের পোস্ট। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা খুব সিমপ্ল জিনিস। যদি কোন অপরাদ থাকে ক্ষমা করবেন। তাহলে শুরু করি আজকে যা আপনাদের উপহার দিব।

ফটোসপে তৈরি করুন সুন্দর একটি ডাউনলোড বাটন।

আজকের পোস্ট এর শিরনাম শুনে অনেকেই বিরক্ত হচ্ছেন। দয়া করে বিরক্ত হবেন না। আমি শিখতেছি। যেটুক পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্তত আপনারা কিছু বইলেন তাহলে আমি আর উৎসাহ পাব।

চলুন শুরু করি আজকের লেখা।

১। প্রথমে আপনি আপনার ফটোসপ ওপেন করুন। আমি এখানে Adobe photoshop 7 ব্যবহার করেছি।

২। এবার Ctrl চেপে N চাপুন। এবং নিছের মত মান গুল বসান পর কিবোর্ড এর Enter কী চাপুন।

৩। এখন বাম পাশের টুল থেকে Rounded Rectengle Tool সিলেক্ট করে এবং উপরের Radius 10 px করে নিচের মত শেপ আকুন। এখানে কালার দিন  #4ed51f    ।

৪। তারপর উপরের বার হতে Layer>>Layer Style>>Blending Option এ ক্লিক করুন।

৫। ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।

৬। এবার বাম দকের Drop shadow অপসান এ ক্লিক করুন , তবে মনে রাখবেন শুধু বক্স এ ক্লিক করলে হবে না। আপনাকে লেখার উপর ক্লিক করতে হবে।

৭। এখন নিচের ছবির মত মান গুল বসান।

৮। এবার আবার বাম দিকের অপসান Gradient Overlay তে ক্লিক করুন। ক্লিক করে নিচের চিত্রের মত মান গুল বসান।

৯। এবার Stroke এ ক্লিক করুন। করে নিচের মত মান গুল বসান। এখানে কালার হিসাবে দেন D162FA এই কালার।

১০। এবার ওকে চাপুন। অকে দিলে নিছের মত দেখাবে।

১১। এবার বাম পাশের টুল বার থেকে T অর্থাৎ টাইপ টুল সিলেক্ট করে সাইজ অনুজাই DownLoad লিখুন ।আমি ফন্ত হিসাবে ব্যবহার করেছি। Myriad

১২। এবার টাইপ টুল এর নিচে যে টুল টি আছে সেটাতে ক্লিক দিলে আর অনেক টুল পাবেন। তার মধ্যে Custom Shape সিলেক্ট করুন।

১৩। উপরের দেখতে পাবেন shape সেখানে ক্লিক করলে আর অনেক শেপ পাবেন। সেখান থেকে লাভ সগেপ টি সিলেক্ট করে ডাউনলোড এর ডান পাশে আকুন। একে তার মধ্যে Now লেখাতা লিখে দিলে হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত বাটন।

নোট।-- যদি শেপ গুলো না পান তাহলে শেপ এ ক্লিক করলে ডান পাশে দেখতে পাবেন একটা চিনহ আছে তাতে ক্লিক করলে দেখতে পাবেন। All লেখা আছে। এখন All এ ক্লিক করুন। এবার Append এ ক্লিক করুন।

নিচে দেখুন।

সবশেসে নিছের মত দেখাবে।

পোস্ট টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

Download The Post

Level 0

আমি Salah Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জলন্ত আগুন । ধরতে যাইয়েন না । পুইডা মরবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কেউ কি দয়া করে AutoHello.apk এর লিংক দিবেন। Google Play Store ছাড়া ।
MediaFire হলে ভালো হয়।

দেখুন তো কেমন বানালাম !!! এই যে লিঙ্কঃ https://www.techtunes.io/android-apps/tune-id/234213