খুব সহজেই ছবির চারপাশে গোলাকার বর্ডার তৈরি করুন

শুভ সকাল,

অনেকদিন পর লিখতে বসলাম। সত্যি বলতে কি টেকটিউনস এ কোন কিছু লিখার আগে ১০ বার ভাবতে হয়। কেননা এখানে দেশের  সব এক্সপার্টরা বিচরণ করেন। তবুও সাহস করে একটা টিউন করতে যাচ্ছি। ভুল হলে ক্ষমা পাবো এই ভরসায়।

ওয়বপেজ ডিজাইন এর এক পর্যায়ে ছবিকে গোলাকার কোনায় কাটার প্রয়োজন দেখা দেয় প্রথমে আমি কাজটা ইলাস্ট্রেটর এবং ফটোশপের সমন্বয়ে করলেও পরে আবিষ্কার করলাম ফটোশপেই এর একটি সুন্দর সমাধান আছে। ব্যপারটা স্পষ্ট করার জন্য নিচের ছবিটা লক্ষ্য করুন, দেখুন ছবিটার চারপাশে যে বর্ডার আছে তার কর্ণারও গোলাকার।

smriti

তো চলুন শুরু করা যাক। প্রথমে ছবিটা ফটোশপে নিন। লেয়ার প্লেট থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ার এর উপরে মাউসের ডান বাটনে ক্লিক করুন এবং Duplicate Layer এ ক্লিক করে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন।

1

এবার Rectangular Rounded Tool সিলেক্ট করুন। টুলটি সিলেক্ট করতে নিচের চিত্রটি খেয়াল করুন।

2

এই টুলটি ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় শেপ আঁকুন।  Radius বক্স থেকে ইচ্ছামত রেডিয়াক্স সিলেক্ট করে ছবিকে সেই অনুপাতে গোলাকার তৈরি করুন। এ সময় অবশ্যই নতুন লেয়ার সিলেক্ট থাকতে হবে।

3

এবার Add layer mask টুলে ক্লিক করুন। এটি লেয়ার প্লেটের নিচের দিকে পাবেন। যারা নতুন তাদের বোঝার জন্য আমি এখানে আরো একটি ছবি সন্নিবেশ করলাম। এটাতে ক্লিক করার ফলে ছবির বর্তমান লেয়ারটি রেক্টিংগুলার রাউন্ড শেপটির আকারে কর্তিত হবে।

4

এর ফলে আমরা যে গোলাকার কোনা সদৃশ্য শেপ নিয়েছিলাম সেই আকার অনুসারে ছবিটি কেটে গেছে। এখন নিচের লেয়ারটী মুছে ফেলুন এবং দেখুন আমরা যা চেয়েছিলাম তা হয়ে গেছে অর্থাৎ ছবিটি কোনাগুলো গোলাকারে কেটে গেছে।

5

এখন বর্ডার দেওয়ার পালা। লেয়ারের উপরে ক্লিক করে ব্লেন্ডিং অপসনে যান এবং Stroke এ ক্লিক করে Size ১০ বা আপনার সুবিধামত নিয়ে OK করে দিন।

smriti

দেখুন আপনি এটাই চেয়েছিলেন কিনা। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আর যদি টিউনটি ভাল লাগে তাহলে আমার ব্লগ থেকে একটু ঘুরে আসার নিমন্ত্রণ। রইল

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

আগে থেকে জানতাম @ নতুনদের কাজে দিবে

Level 2

ধন্যবাদ সৌমিত্র বিশ্বাস, আপনার ব্লগটা ঘুরে আসলাম ভাল লাগলো বিশেষ করে আপনার সম্পর্কে যে কথা গুলো লিখেছেন। আমি আপনার প্রতিবেশি। ভাল থাকবেন।