একটুখানি ফটোশপ – দুই মিনিট রেসিপি [পর্ব-০১] :: আগুনে ছোয়া সিংহ!

একটুখানি ফটোশপ

  • একটুখানি ফটোশপ – দুই মিনিট রেসিপি [পর্ব-০১] :: আগুনে ছোয়া সিংহ!

আজকে যেটা করব সেটা কোন কাজের কাজ না , পিওর ফাইজলামি । ফটোশপ নিয়ে খুব ছোট ছোট , কিন্তু মজার বিষয়গুলা থাকবে এই " দুই মিনিট রেসিপি " সিরিজে । যেগুলো একটু হলেও ইন্টারমিডিয়েট , সেই লেভেলের কাজগুলো থাকবে ম্যানিপুলেশন সিরিজে ।  আর ফটোশপে আমি নিজেই যেহেতু এখনো শিশু , তাই এডভান্সড কোন কিছু এখনই শেয়ার করতে পারতেসি না বলিয়া দুঃখিত ।

আমাদের আজকের কাজটার প্রধান ধাপ একটাই , সেটা হলো একটা প্লাগ ইন ব্যবহার করা  :v 3:)

এটা একটা ফিল্টার । ডাউনলোড করে নিন এখান থেকে …

এছাড়া সোর্স ইমেজটা পাবেন এখানে . .

( আর এই ফাঁকে বলে নেই , এই পোস্টটা কিন্তু  প্রযুক্তিরখেলায়  আগে প্রকাশিত । আমার অন্যান্য পোস্টগুলো পাবেন প্রযুক্তিরখেলার এই ঠিকানায় । টেকটিউনসে এটা আমার দ্বিতীয় পোস্ট । 🙂 )

এরপরের কাজ কিছুই না । ফিল্টারটা ফটোশপে এড করুন ।

তারপর ইমেজটা ফটোশপে ওপেন করুন । ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডুপ্লিকেট করুন । ( Layer > Duplicate layer) উপরের লেয়ারটা সিলেক্ট করুন ।

তারপর চলে যান এই ঠিকানায় . . . Filter > Redfield > fractalius

তারপর নিচের ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন  Glow100

প্রিভিউ দেখার পর বোধহয় বুঝতেই পারছেন . . . কাজ প্রায় শেষ । এরপর আপনি ফিল্টারের ডিফল্ট সেটিংস চেঞ্জ করে দেখতে পারেন । শার্পনেস , লাইন ওয়াইডথ , রেডিয়াস , ডিফিউশন … ব্লা ব্লা ব্লা …. এগুলা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন । ডিফিউশন , ডেপথ , নয়েজ আর শার্পনেস আমি চেঞ্জ করিনি । লাইন ওয়াইডথ বাড়িয়ে নিতে পারেন । রেডিয়াস সামান্য কমাতে পারেন ।

তারপর ওকে করে দিন । ফিল্টারটা কাজ করতে কিছুটা সময় নেবে ।

এরপর আমাদের কাজ অবশ্য আরো একটা আছে । আমাদের চোখটা হাওয়া হয়ে গেছে । চোখটা ঠিক করার জন্য নিচের ব্যাকগ্রাউন্ডটা , যেটার কোন চেঞ্জ আমরা করিনি , সেটা আবার ডুপ্লিকেট করুন । এই নতুন লেয়ারটা ড্র্যাগ করে সবার উপরে দিয়ে দিন । যাদের বুঝতে কষ্ট হচ্ছে , তারা নিচের ইমেজের মত করে সাজিয়ে নিন ।

এরপর এই লেয়ারে শুধু চোখটা বাদে , আর সবকিছু ইরেজার দিয়ে মুছে দিন । তারপর চোখটার কালার চেঞ্জ করে দিন ।

কাজ শেষ  😀 ।

যদি আপনি প্লাগ ইন টার ফ্রি ভার্সন ডাউনলোড করে থাকেন , তাহলে ইমেজে ছোট ছোট অনেকগুলো Demo টেক্সট থাকবে । ফুল ভার্সন ডাউনলোড করলে সমস্যাটা আর থাকবে না ।

হ্যাপি ডিজাইনিং  😀

Level 0

আমি ইমতিয়াজ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

sakib bhai ai tricks ta lion er ai pic chara onno kono pic e hoy na ??

ভাই ডেমো ভার্সন কিভাবে ফুল ভার্সন করবো।

সুন্দর লিখছো ইমতিয়াজ। ধন্যবাদ তোমাকে 🙂

করে দেখলাম। খুব সুন্দর হয়েছে।আর ফুলভারশন টা পাইলে শেয়ার কইরেন। আর হ্য, আপনার কাছে এরকম আর মজার+কাজের কি কি প্লাগিনস আছে? প্লিজ শেয়ার করেন

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!