হাজার হাজার ছবিকে নির্দিষ্ট মাপে রিসাইজ করুন কয়েকটি ক্লিকে

এর আগে দেখিয়েছিলাম কিভাবে শত শত ছবিকে একসাথে রিসাইজ করতে হয় । আগের পদ্ধতিতে একটা বিষয় ছিল সেটা হল আপনি যে সাইজ ইনপুট দিবেন ঠিক সেই সাইজ টি হবে না । যেমন ধরেন কিছু ইমেজের হাইট বেশি , সে ক্ষেত্রে আপনি রিসাইজ করে photoshop আপনার ইনপুট করা হাইট ঠিক রাখবে কিন্তু width ঠিক থাকবে না, আবার যে ইমেজের width বেশি সেটার রিসাইজ করার সময় height ঠিক থাকবে না । তবে আপনার ছবির রেজুলেশন ঠিক থাকবে , ছবি ফেটে যাওয়া বা মুটিয়ে যাবে না ।

এখন আপনি যদি চান ছবি মোটা হয়ে যাক আর চিকন হয়ে যাক, তাতে কোন সমস্যা নাই , আপনি যে height এবং width দিয়েছেন ঠিক সেটিই রাখবেন তাহলে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন । আপনি যে হাইট এবং width দিবেন ঠিক সেটিই আউপুট হিসেবে নিতে পারেন খুব সহজে ।

আগের রিসাইজ করার পদ্ধতি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন -- এখান থেকে

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন। খুব ভালো লাগলো। তবে একটা ছোট সাহায্য করুন। আপনি যে ফটোশপ ভার্সনটি ব্যবহার করছেন তা আমাকে দিন। মেইল অথবা মিডিয়াফায়ার লিংক। কৃতজ্ঞ থাকবো।

গুগল ড্রাইভ এ আপলোড করা আছে , এখান থেকে নিতে পারেন- https://drive.google.com/file/d/0B2BxyEA2rr7sOXEyQXJNcWFLRWc/view

মিডিয়াফায়ার লিঙ্ক নাই আমার কাছে ।

ডাইরেক্ট tut দিলে ভাল হত। ভিডিও দেখার মত স্পীড নাই।

Level 0

ভিডিও দেখার মত নেট নাই