অ্যাডোব ফটোশপ এর মাধ্যমে ম্যাট্রিক্স ইফেক্ট তৈরি করা

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আপনাদের দেখাব ফটোশপে খুব সহজে কিভাবে ম্যাট্রিক্স ইফেক্ট তৈরি করা যায়। ম্যাট্রিক্স ইফেক্ট দেয়ার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
 
১. প্রথমে ফটোশপে যে কোন সাইজের একটি নতুন ডকুমেন্ট ওপেন করুন এবং কালো রং সিলেক্ট করে রাখুন।

২. এবার মেনু থেকে Filter > Texture > Grain এ ক্লিক করুন। তারপর নিচের মত মান নির্ধারন করে OK দিন।

৩. এবার আবার মেনু থেকে Filter > Artistic > Neon Glow এ ক্লিক করে নিচের মত মান নির্ধারন করুন।

৪. এবার মেনু থেকে Filter > Stylize > Glowing Edges এ ক্লিক করুন। তারপর নিচের মত মান নির্ধারন করে OK দিন।

সব কাজ ঠিক মত করলে তৈরি করা ছবিটি নিচের মত হবে।

 
 
 
 

কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

Level New

আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shaheen Parvez, Manikganj, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস