ফটোশপ এর যাদু [পর্ব-৬৫] :: আপনার ছবিতে দিন Shineline/নিয়ন Effect (একটু অন্যভাবে) ব্রেইন খাটিয়ে!

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

প্রথমে ফটোশপ শিখার বন্ধুদের জন রয়েছে সুঃখবর, তৈরি করা হচ্ছে আপনাদের জন্য ফটোশপ শিখার দারুন গাইডলাইন এবং টিউটোরিয়াল নিয়ে। ইনশাআল্লাহ কাজ চলছে কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাধে শেয়ার করব।

আজকে শিখব কিভাবে ছবিতে Shineline/নিয়ন effect দেওয়া যায়। আপনারা হয়ত অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন ছবিতে এই ধরনের প্যাচানো ইফেক্ট দেখেছেন। আপনি চাইলে খুব সহজে ফটোশপ এর মাধ্যমে যে কোন ছবিতে এই ধরনের Shineline/ নিয়ন ইফেক্ট তৈরী করতে পারেন। তাহলে আসুন শিখে নিয় আজকের ইফেক্টটি তৈরির নিয়ম।

প্রথমে ফটোশপ চালু করুন।
তারপর যে ছবিকে Shineline / নিয়ন effect অথবা লিয়ন ইফেক্ট দিতে চান সে ছবিটি ওপেন করুন। এবং একটি নতুন খালি লেয়ার নিয়ে নিন। নিচের মত করে।

তারপর Tool bar থেকে Brush Tool সিলেক্ট করুন নিচের মত করে।

এবার Toolbar থেকে Pen Tool সিলেক্ট করে নিচের মত পাথ করুন।

তারপর পাথ হয়ে গেলে মাউসের রাইট বাটন ক্লিক করে Stroke Path এ ক্লিক করুন তাহলে একটি ডায়ালগ বক্স আসবে সেখানে Brush Tool সিলেক্ট করুন।

তাহলে নিচের মত শো করবে আর আমরা যে পাথ করলাম তার কিন্তু এংকর পয়েক্ট গুলো শো করতেছে তা বাদ দিতে হলে মাউসের রাইট বাটন ক্লিক করে Delete Path এ ক্লিক করুন।

এবার ইফেক্ট দেওয়ার লেয়ার উপর রাইট বাটন ক্লিক করে নিচের মত/ আপনার পছন্দের মত ইফেক্ট গুলো দিয়ে দিন।

এবার আমরা অপ্রয়োজনীয় লিয়ন ইফেক্ট গুলো মুছে ফেলব সেজন্য টুলবার থেকে Eraser Tool সিলেক্ট করে মুছে ফেলব। নিখুঁতভাবে মুছে ফেলুন।

ব্যাস হয়ে গেল খুব সহজে লিয়ন ইফেক্ট।

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।

ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub valo laglo

All of the tunes of you are generally great and this one is not far from. Thanks

এটা কেমনে করে অনেক দিন ধরে জানার ইচ্ছা ছিল। অবশেষে আজ পেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ @ সাথে থাকুন।

bro. korte parlam but ekta problem… starting and ending apnar moto holo na.. eta kmne korbo?

খুব সুন্দর হয়েছে ভাইয়া, তবে পাথ এর পুরোটুকু বডির সামনে পিছনে করে ঘুরলে আর ভাল দেখাত মনে হয়, Learning from U, Thanks!!!