ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-১০] :: সহজে কেয়ারলেস বিউটি FACEBOOK timeline কভার তৈরী করা

ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল

নমস্কার, আজ আপনাদের দেখাবো কী ভাবে একটি সঠিকমাপের ফেসবুক এর অন্য ধরনের কভার তৈরী করা যায় I ফেসবুক কভার হয়তো অনেকেই তৈরী করেছেন, কিন্তু, আমার দেখানোর উদ্দেশ্য হলো একটু হটকে অর্থাৎ, কেয়ারলেস সৌন্দর্য সমন্বতিতকভার তৈরী I

১. প্রথমেই ফটোশপ ওপেন করে ৮৫১ x ৩১৫ পিক্সেল-এর এবং ৩০০ resulation-এর একটি নিউ ফাইল নিন I এরপর, পেইন্ট বাকেট টুলের সাহায্যে হল্কা গ্রে রঙে লেয়ারটি ভরে দিন এবং পেন্সিলের মতন হালকা দাগ দিয়ে box-box করেদিন I (নীচের ছবি দেখুন) I

২. এরপর, আপনার পছন্দ মতন টুক-টাক বিভিন্ন ধরনের ফ্রী ছবির ক্লিপ google থেকে নামিয়ে একটু কেয়ারলেস ভাবে বসান, যদিও কেয়ারলেস বলতে আবার একদম ছন্দ ছাড়া বসাবেন না, প্রতিটি মানুষের পছন্দই ভিন্ন-ভিন্ন, আপনার মনের মতন করে যা আপনার কাছে সুন্দর লাগবে তাই বসান, এগুলি ঠিক বলে বোঝানো যায় না, নিজের নিজের creativity- আরকি !!(আমি আমার মতন করে বসিয়েছি, এইগুলিও সব google থেকেই নামানো, আপনিও ইচ্ছে মতন বাংলাদেশের নদী, নৌকো, দ্রষ্টব্য সুন্দর-সুন্দর স্থানের ক্লীপ,বই, পেন, পেন্সিল, ইত্যাদি, ইত্যাদি, যা ভালো বলে মনে হবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিন) I (নীচের ছবি দেখুন)

৩. এখন, ইন্টারনেট-এ অনেক ফ্রী লেন্স-ফ্লেয়ার ক্লীপ পাওয়া যায় সেইরকম দু-একটি নামিয়ে বসিয়ে দিন এবং layer মোডে গিয়ে দেখুন কোন মোড-এ ভালো লাগছে, আমি যেমন স্ক্রিন ব্লেন্ড মোডে দিয়েছি I (নীচের ছবিটি দেখুন)

৪.এবারে, আপনি যে যে ইমেজ বসাতে চান তা যায়গামতন বসিয়ে এ'গুলির ব্লেন্ড মোডও পরিবর্তন করে দিন I(নীচের ছবি দেখুন)

৫.সবশেষে, আপনার যা-যা লিখতে চান লিখে ফেলুন এবং ফেসবুক-এ আপলোড করে দিন, হয়ে গেলো অন্য ধরনের কভার I নতুনরা চেষ্টা করুন এ'রকম নানান ধরনের কভার বানানোর, মনে রাখবেন " Practice makes a man perfect " (একটু জ্ঞান দিয়ে ফেল্লাম, তবে quatation-টি সত্যিই দারুন, তাইনা ?) (নীচের ছবিটি দেখুন) I আজ তবে আসি, ধন্যবাদ I

বি: দ্র : - স্যাম্পেল হিসাবে নিচে আমার করা কয়েকটি ছবি দেখুন, এবারে practice করতে থাকুন, goodluck - জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ I

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো অনুপ্রানিত করে যান

ধন্যবাদ, সাথে থেকে কমেন্ট করে জানান আর কী ধরনের কাজ আপনার প্রয়োজন I

নতুন জিনিস শেখানোর জন্য ধন্যবাদ।

ধন্যবাদ, আপনারা চাইলে আশাকরি আরো ভালো ভালো টিউন দিতে পারব, সাথে থাকবেন I