ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-১২] :: সহজে স্ক্র্যাচ পেন্সিল এফেক্ট তৈরী করা

ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল

নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর একটি স্ক্র্যাচ পেন্সিল এফেক্ট- এর টিউটোরিয়াল I আশাকরি tutorial-টি সবার খুবই ভালো লাগবে ? আসুন তবে শুরু করা যাক I

১. প্রথমে, ফটোশপ ওপেন করে যে কোনো একটি ফটো নিন এবং এর একটি duplicate copy তৈরী করতে ctrl + j - চাপুন I (নীচের ছবিটি দেখুন) ছবিটি আমি গুগুল থেকে ডাউনলোড করেছি I

২. এবারে, shift +ctrl + u চেপে ছবিটিকে Desaturate- করুন I এরপরে, Alt চেপে layer মেনুর নীচের দিকের বাম দিক থেকে দ্বিতীয় বাটনটি (Add layer mask)-বাটনটি ক্লীক করুন, ফলে layer1- এ একটি কালো রঙের মাস্কিং box তৈরী হবে I এরপরে, ctrl চেপে লেয়ার প্যানেলের নীচের দিকে এবারে ডান দিক থেকে দ্বিতীয় বাটনটি অর্থাৎ, create a new layer- এ

ক্লীক করে একটি নিউ layer (layer ২) তৈরী করে alt + backspace চেপে সাদা রঙ দিয়ে নিউ layer2 লেয়ারটি ভরে দিন, খেয়াল করে দেখুন ওয়ার্ক এরিযাটিতে কোনো ছবি দেখা যাচ্ছেনা, শুধু সাদা রঙ দেখা যাবে, চিন্তার কিছু নেই, একটু পরেই দেখবেন সব ঠিক হয়ে গেছে I(নীচের ছবিটি একটু ভালো করে দেখুন) I

৩. এখন, layer 1 এর কালো box টি সিলেক্ট রেখে টুল menu থেকে ব্রাশ সিলেক্ট করে ব্রাশের প্যানেলে গিয়ে flat curve thin stiff bristles ব্রাশ আইকনটি সিলেক্ট করুন এবং opecity 75- 90 ও flow 50-75 এর মধ্যে রেখে কাজ করুন, ব্রাশের সাইজ ১৭০ থেকে ২০০ র মধ্যে রাখুন(নীচের ছবিটি দেখুন) I

৪.এবারে, ব্রাশটি দিয়ে ছবিটিতে কোনাকুনি ভাবে দাগ দিয়ে-দিয়ে কাজটি শেষ করুন (নীচের ছবিটি দেখুন)

বি: দ্র: - যদি টিউনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই টিউমেন্ট করে জানান, ভালো না লাগলেও জানান I আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ I

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর উপস্থাপন, আরো শিখার আশা রাখি, ধন্যবাদ।

boss,আপনের টিউন কি শেষ হয়ে গেল? আপনার ফেবু কের আইডি দেয়া যাবে কি?

বস ,আপনি কোথায় হারায়ে গেলেন,এটা কোন কথা হলো, ৫০ পর্ব করতে যেয়ে শহীদ হয়ে গেলেন নাকি?, আপনারা কি যে মজা পান,২০ পর্ব করব,৫০ পর্ব ,১০০ পর্ব করব,অথচ ৫-১০ পর্ব করার পর খুজে পাওয়া যায় না,এটা কি প্রতারনা নয়?
দয়া করে জবাব দিয়েন

    ভাই আইটি লাভার, খুবই দুঃখিত , ইচ্ছে থাকলেও লিখতে পারছিলামনা, কারন অসাবধনতাবশতঃ পাসওয়ার্ডটি হারিয়ে যায়, অনেকদিন চেষ্টা করার পর টেকটিউনস থেকে আজই নতুন পাসওয়ার্ড পাই, দু-এক দিনের মধ্যেই নতুন লেখা দিতে পারবো বলে আশা রাখি, আশাকরি অবশ্যই সাথে থাকবেন.