ওয়েভ নেভিগেশন বার Adobe Photoshop CS6 পর্ব (2)

আসসালা মু-আলাইকুম

আসসালামু আলাইকুম।বন্দুরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছেন। এইটা আমার দ্বিতীয় টিউন।তাই ভুল হলে হ্মমা করবেন। আমি ভাল বাংলা ভাল টাইপ করতে পারি না।তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিস্তারিত না বলে কাজেই চলে যাই।

ব্যবহার করে তৈরী করতে পারবেন। চলুন আর দেরি না করে ঝটপট শিখে নেই কিভাবে নিজের ছবিতে শরৎ কালের ইফেক্ট যুক্ত করতে হয়।

আমি ইউটিউব এ ফটোশপ এর ভিডিও টিউটরিয়াল দিলাম এবং আপনারা ভিডিও টিউটোরিয়ালটি খুব সহজেই বুঝতে পারবেন।খুব সহজ করে এই টিউটোরিয়ালটি তৈরি করছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর কেমন হইছে এবং পারলেন কিনা অবশ্যই জানাবেন টিউমেন্টের মাধ্যমে।  ইউটিউব এর ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম।

 বিতীয়ত- আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্কাইব করে নিন। যাতে আপনার ভিডিও গুলো পেতে সহজ হয়। (প্রতিটি শিক্ষার্থী কে অবশ্যই সাবস্কাইব করতে হবে)  কারণ আমি আপনাদের উপকারের জন্য এত কিছু করবো আর আপনারা আমার জন্য এই টুকু করবেন না ? আমি তো আর সকল কে ফোন করে জানিয়ে দিতে পারবো না যে আমার ভিডিও আপলোড হয়েছে আপনারা দেখে নিন। (যারা সাবস্কাইব করা বুঝেন না তাদের জন্যও একটি ভিডিও আপলোড করে দিব।)

 

ফটোশপের সর্বশেষ ভার্সন দিয়েও এটি করা যাবে।

শীঘ্রই ফটোশপের নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

ধন্যবাদ টিউনটি কষ্ট করে পড়ার জন্য।

আমার দ্বিতীয় টিউন ভুল হলে ক্ষমা করবেন।

আমার জন্য দোয়া করবেন।

Level 2

আমি সোহেল রানা (আকাশ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এটা কিভাবে ব্লগারে বা ওযেবসাইটে এ্যড করবো সেটা দেখালে ভালো হতো। ভাই টিউটোরিয়াল দেখলাম, খুব সুন্দর হয়েছে, ভিডিও কোয়ালিটি অসাধারন। আমার এই সম্যসাটির সমাধান দিলে বড়ই উপকৃত হতাম prntscr.com/91gce7