ফটোশপ টিউটোরিয়ালঃ খুব সহজে ছবিতে দিন ফেন্টাসি ফটো ইফেক্ট

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমি আবারও আবারও হাজির হলাম ফটোশপের নতুন টিউটোরিয়াল নিয়ে।আজকের টিউটোরিয়ালের বিষয় হলঃ Fantasy Look Photo Manipulation

ফটোশপের মাধ্যমে আমরা ছবিতে যেকোন রুপ দিতে পারি। আজকে আমি আপনাদেরকে উপরের ছবিরমত ফেন্টাসি ফটো সেন্স ইফেক্ট কিভাবে দিতে তা নিয়ে আলোচনা করব। আমার সাথেই থাকুন এই ইফেক্ট দেওয়া একদম সহজ ব্যপার। শুধু টিউটোরিয়ালটি দেখুন মনযোগ দিয়ে আর  নিজে চেস্টা করুন।

এই টিউটোরিয়ালে যা যা শিখতে পারনবেনঃ

  • ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন।
  • ব্যাকগ্রাউন্ড মিক্স।
  • কালার কারেকশন।
  • ব্লার ইফেক্ট।
  • ফেন্টাসি ফটো ইফেক্ট।
  • আরো অনেক কিছু।

তাহলে চলুন শুরু করা যাকঃ

Stock Image গুলো আপনি ভিডিও Description থেকে ডাউনলোড করতে পারেন।

আর হ্যা, অবশ্যই টিউটোরিয়াল সম্পূর্ণ দেখে তারপর চেস্টা করবেন। শুধু টিউটোরিয়াল দেখলেই হবেনা, সাথে প্রেক্টিসও করতে হবে। তাই টিউটোরিয়াল দেখার সাথে সাথে প্রেক্টিস করুন, আর আপনিও হয়ে যান একজন দক্ষ ফটোশপার...

নতুন নতুন টিউটোরিয়াল পেতে টেকটিনস এর সাথেই থাকুন। আর আমার টিউটোরিয়াল ভাল লাগলে টিউনটি লাইক দিন, টিউমেন্ট করুন, প্রিয়তে যোগ করুন আর বন্ধুদের সাথে টেকটিউনস টিউন শেয়ার করুন। আবার দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে।

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস