ফটোশপ টিউটোরিয়ালঃ ছবির Color Correction করুন খুব সহজে | Photoshop Color Adjustment টিউটোরিয়াল

কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছে।

আজ আবারো হাজির হলাম ফটোশপের নতুন টিউটোরিয়াল নিয়ে।

আজকের টিউটোরিয়ালে দেখাব কিভাবে ছবির Color Correction বা Color Adustment করতে হয়।

আমরা ছবি তুলার সময় অনেক সময় ছবি ব্লার হয়ে যায় বা কোন অংশ বেশি লাইট বা অন্ধকার হয়ে যায়। সব কিছু ভাল থাকার সত্ত্বেও কালারের জন্য আমাদের ছবিটি ভাল লাগেনা।

তো আজ আমি আপনাদের এই সমস্যার সমাধান দিব।

এই সমস্যা সমাধানের জন্য আমরা ফটোশপ ব্যবহার করতে পারি। এবং সুন্দরভাবে ছবির কালার ঠিক করে নিতে পারি।

যা যা লাগবেঃ

  • Adobe Photoshop (cc, cs6 বা অন্য কোন ভার্সন)
  • ফটোশপের বেসিক ধারনা।

তো আর দেরি না করে চলুন শুরু করিঃ

https://youtu.be/yZo0JxtoNuI

 

আজ এই পর্যন্তই। টিউটোরিয়াল্টি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে।

নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি।

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস