৩০ টি সেরা ফ্রী ফটোশপ পেইন্ট ব্রাশ !! নতুনদের জন্য ফটোশপ | পর্ব : ২

ফটোশপে পেইন্ট ব্রাশ এর যে কি রকম গুরুত্ব তা কেবল একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারই বুঝবেন। এই পেইন্ট ব্রাশ ফটোশপে আপনার সময় ব্যাপকভাবে সাশ্রয় করবে। আপনি একটি মানসম্মত ব্রাশ ব্যবহার করে, ওপেন হ্যান্ড ড্রয়িং এর মাধ্যমে খুব সহজেই নান্দনিক আর্টওয়ার্ক তৈরি করতে পারবেন। বিভিন্ন ডিজাইন এর ক্ষেত্রে বিভিন্ন ব্রাশ কাজের। তাই ফটোশপের ব্রাশ নিয়ে ৩০ টি করে করে মোট ২ টি পর্বে টিউন করছি। আশা এই শেষ পর্বে আপনার দারুন কাজের কতগুলো ব্রাশ সম্পর্কে জানতে চলেছেন।

ব্রাশ সেটগুলো ডাউনলোড করতে ব্রাশ এর নামের ওপর ক্লিক করুন। তাহলে আপনি ডাউনলোড করার জন্য নির্দিষ্ট সাইটে চলে যাবেন।অবশ্যই ডাউনলোড করার পর ও ইনস্টল করার পর; ফটোশপে বসে বসে তা ঘাটাঘাটি করবেন। এগুলো যত বেশী ব্যবহার করবেন;তত নান্দনিক ডিজাইন সৃষ্টি করতে পারবেন।

Fractical Brushes

অত্যান্ত সুন্দর আধুনিক ফ্র্যাক্টাল ডিজাইন আনার জন্য এই ব্রাশ দারুন কাজের - ওয়েব ডিজাইন এর এই ব্রাশ ভালো।

Feathes & Birds

এই সেটে ১২ টি আলাদা আলাদা ব্রাশে আপনি পাবেন ভিন্ন ভিন্ন পালক এবং পাখির আর্টওয়ার্ক।

Creative/Grunge Brushes

Mixergraph Grunge Brushes

এটি মার্ক প্যালাস এর হ্যান্ড মেড - ডিজিটালাইজড ফটোশপ ব্রাশ সেট। এখানে পাওয়া যাবে ৫ টি আলাদা আলাদা ব্রাশ। যা আপনার ডিজাইন মানানসই,সুন্দর ও গর্জিয়ায় লুক দেয়ার কাজ করবে। মূলত টি-সার্ট ডিজাইন এর ক্ষেত্রে এই ব্রাশ দারুন।

Gritty & Grunge

আপনার আর্টওয়ার্কের এর ব্যাকগ্রাউন্ডে Grimy বা ঘোলাটে একটা আবরন আনার জন্য এই এই ব্রাশ সেট ব্যবহার করতে পারেন।

Speckle Brushes

এটি অসাধারন ৫ টি ব্রাশ এর একটি সেট। এটি তৈরি টোস্ট বিস্কুট এর ডিজাইন থেকে; মজা না সত্যি!

Grimey Brushes

আপনার ছবির ভেতর বা ব্যাক গ্রাউন্ডে ফোটা ফোটা বা Dirt ডিজাইন আনতে এই ব্রাশ ব্যবহার করতে পারেন।

Sponge Party

৮ টি হাই কোয়ালিটি ব্রাশ নিয়ে এই সেট আপনার আর্টওয়ার্কে একটি প্রিমিয়াম লুক নিয়ে আসবে। এর মাধ্যমে ক্যানভাসে স্পঞ্জ ব্রাশ মার্ক আনতে পারবেন।

Dried Blood Splatters

১১৭ টি ব্রাশ নিয়ে এই সেট; আর্টওয়ার্কে রক্তের ইফেক্ট দেওয়ার কাজে লাগবে। এটি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি ব্রাশ সেট।

Scorched and Burned

WeGraphics এর ১০ টি ব্রাশ নিয়ে আরেকটি অসাধারন ব্রাশ সেট এটি। এর মাধ্যমে আপনার গ্রাফিক্সে বা আর্টওয়ার্কে ফ্যান্টাস্টিক পোড়া পোড়া দাগ দেয়া যাবে।

১০AP Brushes : Scar Face

কোন মানুষের পোর্টেট ছবিতে বিভিন্ন ইফেক্ট, সেড দেয়ার ক্ষেত্রে এই ব্রাশ সেট ব্যবহার করা হয়। গেম এর চরিত্র গুলোর গ্রাফিক্স ডিজাইন এর জন্য এই ব্রাশ কাজের।

১১Grunge & Floral Brushes

বিভিন্ন Grunge ও মিডিয়া ইফেক্ট দেয়ার জন্য এই ব্রাশ সেটটি দারুন কাজের।

১২Antique Postcards

৬ টি ব্রাশ নিয়ে এই সেট আর্টওয়ার্কে পুরাতন টিউনকার্ডের ছাপকে ফুটিয়ে তুলবে। একেকটি ব্রাশ কোনোটি টেস্কট, কোনোটি প্যাটার্ন সহ নানান অনবদ্য ইলাস্ট্রেশন ফুটিয়ে তুলবে।

১৩Sparay Splatter

অত্যান্ত সুন্দর ১২ টি ব্রাশের একটি সেট এটি। আপনার গ্রাফিক্স ওয়ার্কে এটি দারুন দারুন স্প্রে ইফেক্ট বা Splatter দিবে এই ব্রাশ সেটটি।

Scince Fiction & Fantasy Brushes

১৪Star Brushes

আপনার গ্রাফিক্সে ছোট ছোট,সুন্দর সুন্দর তারা ফুটিয়ে তুলতে চান? এই ব্রাশ সেটটি আপনার জন্য।

১৫Photoshop Flourish

জন হরোজেসকি এর ডিজাইন করা এই সেটটি আপনার ডিজাইনে পাতা ও ছোট লতা এর ইলাস্ট্রেসন নিয়ে আসবে। ফ্রন্টেন্ড ওয়েব ডিজাইনাররা এটি ব্যবহার করতে পারেন।

১৬TC Magic Spells : Moon

২১ টি ব্রাশের এই সেট আপনার আর্টওয়ার্কে রাতের উজ্জ্বল চাঁদ, পরী, পাতা এসবের প্রতিরূপ নিয়ে আসবে।

১৭Fairy Tales Brushes

আপনার আর্টওয়ার্কে ফেইরি টেল এর থীম আনতে এই সেটটি ব্যবহার করতে পারেন।

১৮Head up Display Pack

৩০ হাই রেজুলেশন ব্রাশ নিয়ে এই সেট আপনার গ্রাফিক্সে নানা টেক এলিমেন্টস চিত্রায়িত করবে। এটি একটি ডায়াগ্রাম ও টপোগ্রাফিকাল ব্রাশ সেট।

১৯Dynamic light special FX Brushes

আপনার গ্রাফিক্স ওয়ার্কে দারুন আলোক ইফেক্ট আনার জন্য এই হাই রেজুলেশন ব্রাশ সেট ব্যবহার করতে পারেন।

২০Night Sky Brushes

১৩ টি ব্রাশ নিয়ে এই সেট আপনার গ্রাফিক্সে রাতের আকাশের বিষয়বস্তু তু্লে ধরার কাজ করে দেবে।

২১Glitter & Sparkle Brushes

সুন্দর চকচকে স্প্রিংকেল বা ফোটা আনার কাজে এই ব্রাশ সেটটি ব্যবহার করতে পারবেন।

২২Starfield

গ্রাফিক্সে চকচকে তারার প্যাটার্ন ও ঘোলা আকাশ এর ইফেক্ট আনতে পারবেন; ৪ টি ব্রাশের এই সেট দিয়ে।

২৩Skin Brushes

কোন মডেল বা মানুষের দেহের রংকে বুস্ট করতে এই ব্রাশ সেট ব্যবহার করতে পারেন।

২৪Fire Brushes

ডিজিটাল আর্টিস্ট নিনো বাটিটিস এর তৈরি এই ১৩ হাই কোয়ালিটি ব্রাশের সেট আপনার গ্রাফিক্সে আগুনের ছোয়া এনে দেবে।

২৫Bokeh Brushes

ছবির Out-of-Focus এলাকায় গোল গোল সুন্দর ইফেক্ট আনার জন্য এই সেট ব্যবহার করতে পারেন।

২৬Photorealistic Explosions

এটি ১৬ টি এক্সপ্লোশন ছবির সেট; সবগুলি স্ট্যান্ডার্ড ইমেজ আকারে সংরক্ষিত; তবে সহজেই ব্রাশ হিসেবে ব্যবহারযোগ্য।

২৭Gradient Shapes

ফটোশপে সুন্দর ভেক্টর ডিজাইন করতে, সফট-এডজ,মর্ডান কাটিং এই ব্রাশটির তুলনা হয়না।

২৮3D Halftone

এটি খুবই সুন্দর কতগুলো হাফটোন ইমেজের সেট যা ৩ডি সজ্জিত। ডিজাইন এর গভীরত্ব ও ফিনিশিং দিতে এটি দারুনভাবে কাজ করবে।

২৯Funky Paisly Brushes

খুবই দারুন একটি ব্রাশ সেট; যা আপনার দারুন কতগুলো Paisley এলিমেন্ট আপনার ডিজাইনে আনতে সক্ষম।

 ৩০VectorPack brushes

এটি খুবই দারুন সুন্দর গোল গোল বা সার্কুলার ক্লিন ও মডার্ন অার্ট আনতে সক্ষম আপনার ডিজাইনে।

আশা করি এই টিউন উপকারে এসেছে। ভালো লাগলে শেয়ার করুন। নিচে টিউমেন্টের মাধ্যমে মতামত জানান। দুই পর্বের করা এই টিউন এ আপনার ফটোশপ এর সব ব্রাশ এর চাহিদা মিটে যাবে আশা করি। টেকটিউনস ট্রিনিটি এর সাথেই থাকুন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vay Kivabe photoshop er modde setup debo ei Tools gula tato Bollen na

ডাউনলোড করে আনজিপ করে ভেতরের ফাইলে ডাবল ক্লিক করবেন – ব্যস!!