ফটোশপ নন ডিস্ট্রাকটিভ এডিটিং সম্পর্কে বিস্তারিত

সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ন্তুন আর একটি টিউন। আজকের টিউনে আমি ফটোশপ নন ডিস্ট্রাকটিভ এডিটিং সম্পর্কে বিস্তারিত জানাতে চেষ্টা করব।

ছবি এডিটিং এর কথা যখন আসে তখন প্রথমেই আমরা যে অ্যাপ্লিকেশাটির কথা মনে করি সেটি হল ফটোশপ। ফটোশপ এমন একটি অ্যাপ্লিকেশান যেটি দিয়ে আসলে দুর্দান্ত সব মডিফিকেশন এবং মেনুপুলেশন করা সম্ভব। এর পরিধি আসলে এত বেশী যে এটি সম্পর্কে জানার আসলে শেষ নেই।

আজ আলোচনা করব ফটোশপের নন ডিস্ট্রাকটিভ এডিটিং সম্পর্কে। আপনি ভিজুয়াল লার্নার হয়ে থাকলে নিচের ভিডিও থেকে বিস্তারিত দেখে নিতে পারেন।

তো আমরা যখন ছবি এডিট করি তখন আমরা ছবির বিভিন্ন অংশ পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করি। এ সকল সম্পাদনার মাধ্যমে আমরা ছবিটির পিক্সেলের বিভিন্ন অংশের পরিবর্তন হয় যা আসলে আমাদের অরিজিনাল ডকুমেন্টের থেকে ভিন্ন। এসকল পরিবর্তন করার ফলে আমরা চাইলেই আমাদের ডকুমেন্টের প্রাথমিক অবস্থায় ফিরে যেতে পারি না কিনবা কোন এডযাস্টমেন্টের মডিফিকেসন করতে পারি না।

নন ডিস্ট্রাকটিভ এডিটিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আসলে আমাদের অরিজিনাল ছবিটিতে সম্পাদনা না করে আলাদা আলাদা লেয়ারে সম্পাদনা করে থাকি। যার কারনে আমরা যেকোন সময়ে ডকুমেন্টের যেকোন অবস্থায় ফিরে যেতে পারি কিনবা এডযাস্টমেন্টের মডিফিকেসন করতে পারি।

ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সংক্ষিপ্ত লেখনি বুঝতে সমস্যা হলে ভিডিও থেকে দেখে নিতে পারেন। কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি উত্তর দিতে যথাযথ  চেষ্টা করব।

আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী টিউনে অন্য কোন বিষয় নিয়ে আবার হাজির হব।

ফেসবুকে আমি, ইউটিউবে আমি।

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস