মাত্র ৩০ সেকেন্ডে শিখুন ফটোশপে কিভাবে ছবির মূল বিষয়বস্তুকে ঠিক রেখে ছবিকে এক্সটেন্ড করবেন বা ছবির দৈর্ঘ্যকে বাড়াবেন। (স্ক্রীনশট সহ)

আসসালামুয়ালাইকুম,
এইটা টেকটিউনস-এ আমার প্রথম টিউনমেট। আজকে দেখাবো ৩০ সেকেন্ডে খুব সহজে আপনি ফটোশপে কোন ছবির মূল বিষয়বস্তুকে ঠিক রেখে কিভাবে ছবিকে এক্সটেন্ড করবেন বা ছবির দৈর্ঘ্যকে বাড়াবেন।

আর তৈরি করে ফেলুন আপনার কাভার পিকচার। আসুন শুরু করি।

আর সাথে ২ মিনিটের ভিডিও দেখে শিখে নিন কিভাবে খুব সহজে Clone Stamp Tool এবং Quick Selection Tool দিয়ে কাজ করতে হয়।

১। প্রথমে যে ছবিটা নিয়ে কাজ করতে চান সেটা ওপেন করুন।

২। Background এর Duplicate Layer তৈরি করে নিন।

 

৩। ছবিটা Crop করুন Cropping Size টা বাড়ান যতটুকু আপনার প্রয়োজন।

৪। এইবার Background Select অবস্থায় রেখে Edit Menu থেকে Content Aware Scale টা Select করুন।

৫। এইবার শুধু ছবিটা Extend করে দিলে আপনার কাজ শেষ।

হয়ে গেল আপনার কাভার পিকচার।

 

ভালো থাকবেন।

আর ২ মিনিটের এই ভিডিওতে শিখে নিন Content Aware Scale, Clone Stamp Tool এবং Quick Selection Tool এর কাজ।

 

শুভ কামনা রইলো।

প্রযুক্তির সাথে আপনার পথচলা শুভ হোক।

Level 0

আমি আমিন কায়সার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস