কিভাবে একটি অ্যাডোব ফটোশপ সফটওয়ার ইন্সটল করতে হয়।

আজ আমি কথা বলবো কিভাবে একটি অ্যাডোব ফটোশপ ইন্সটল করতে হয়।

গ্রাফিক ডিজাইন শেখার জন্য মুলত কিছু সফটওয়ার নাম চলে আসে,এর মধ্যে উল্লেখ যোগ্য হল অ্যাডবি ফটোশপ,অ্যাডবি ইলেস্ট্রেটর,অ্যাডবি ইনডিজাইন...।

তবে অ্যাডবি ফটোশপ,অ্যাডবি ইলেস্ট্রেটর ই বেশি ব্যবহার করে ডিজাইন শিখা হয়।এখানে উল্লেখ যোগ্য যে আমাদের কম্পিউটার টি একেক জনের একেক রকম।তাই কম্পিউটার টির কনফিগারেশন ও ভিন্ন।তাই আমার মতে অ্যাডবি ফটোশপ,অ্যাডবি ইলেস্ট্রেটর যারা ব্যবহার করবেন তাদের কে বুঝতে হবে কোন টাইপের/ভার্শনের সফটওয়ার ব্যবহার করতে হবে।

যাদের কম্পিউটার কনফিগারেশন ভাল তারা আপডেট সফটওয়ার টি ব্যবহার করাই ভাল।তাতে সফটওয়ার টির আপডেট অনেক ফিচার পাওয়া যায়।এবং যাদের কম্পিউটার কনফিগারেশন টি একটু কম মানের তাদের জন্য সফটওয়ার টির পিছনের ভার্শনের ব্যবহার করাই আমার মতে ভাল হয়।

আজ আমি দেখাবো অ্যাডবি ফটোশপ(adobe photoshop  cs6) ইন্সটল কিভাবে করতে হয়।যারা অ্যাডবি ফটোশপ(adobe photoshop  cc)  ব্যবহার করতে চান তারা অ্যাডবি ফটোশপ(adobe photoshop  cs6) ইন্সটল করার সিস্টেম টা দেখে নিলেই বোঝতে পারবেন,কিভাবে অ্যাডবি ফটোশপ(adobe photoshop  cc)  ইন্সটল করতে হয়।দুইটার ইন্সটল একিই।

তাহলে নিচের ভিডিও টি দেখেনিন...

 

গ্রাফিক ডিজাইন শেখার জন্য Adobe Photoshop এর যেসকল ব্যবহার জানা লাগে তা নিয়ে পরের আরো টিউন দিবো এবং  গ্রাফিক ডিজাইন নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করবো ইনশা-আল্লাহ।

যাদের কাছে আমার টিউন গুলি  ভাল লাগে তাদের কাছে বলবো প্লিজ টিউমেন্ট করেন এবং আপনার মতামত জানান।

সবাই কে  ধন্যবাদ...।

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

video open hoy na

আমি দুঃখিত।
এখন থেকে দেখতে পারবেন।
ধন্যবাদ