Google Adsense এর একাউন্ট যাদের প্রয়োজন তারা এই দিকে আসুন। একাউন্ট এপ্রুভ করার বুলেটপ্রুভ প্রদ্ধতি।

বন্ধুরা আমরা সবাই কম বেশি Google Adsense সম্পর্কে জানি। আমরা যারা বাঙ্গালী তারা বেশির ভাগ ব্লগই লিখে বাংলাতে। আর আমাদের গুগল মামা আমাদের এই বাংলা ভাষাকে পছন্দ করে না দেখে সে বাংলা ভাষায় লেখা কন্টেন্ট ধারী সাইটের জন্য এডসেন্স এপ্রুভ করে না। তাই বলে কি আমরা বাঙ্গালীরা চুপ করে বসে থাকবো। ৭১ সালে মুক্তি যুদ্ধ করে মুক্তি যোদ্ধারা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষ করেছিলো। আর আমরা সামন্য গুগলের কাছে থেকে এডসেন্সের একাউন্ট হাতিয়ে নিতে পারবো না। তা কি হয় নাকি। যাই হোক। গুগল বর্তমানে একাউন্ট দিবার ক্ষেত্রে অনেক ভালো হয়ে গিয়েছে(গুগলকে ধরে মাইর দিছিলাশ তাই ভালো হয়ে গিয়েছে)।

এখন আপনাকে একাউন্ট পাবার জন্য যা যা করতে হবে।

১) একটি ডোমেইন। নরমালি ৮০০-১০০০ টাকার ভিতরে আপনি ভালো মানের কোম্পানি হতে ডোমেইন কিনতে পারবেন। অনেকের ধারনা ব্লগস্পটে গুগল এডসেন্সের একাউন্ট দিয়ে থাকে। কথাটি সত্য কিন্তু ব্লগস্পট দিয়ে আপনি একাউন্ট পাবে কিনা তার কোন গ্যারান্টি নাই। তবে ডোমেইন নিলে ১০০% গ্যারান্টি।

২) এখন কোন ভাবে ২৫-৩০ টা পোষ্ট লিখুন। অবশ্যই ইংরেজী ভাষায় হতে হবে। ইউনিক হতে হবে। আমাদের অনেকেরই প্রবলেম আমরা ইংরেজীতে পোষ্ট লিখতে পারি না। তাদের জন্যও কোন চিন্তা নেই। আমাদের সবার পিসিতেই কম বেশি ওয়াল পেপার থাকে। কম সাইজের ভিতর ১০০ টা ওয়ালপেপার বাছাই করুন(আপলোড করতে সুবিধা হবে।)। প্রতিটা পোষ্টের জন্য নিজের মত করে একটি টাইটেল দিন। প্রতিটা পোষ্টের ভিতর ৩-৫ টা করে ছবি যুক্ত করুন। সাথে ছোট্ট একটি বিবরন ও দিয়ে নিবেন। কি ভাবছেন টাইটেল ও বিবরন কিভাবে লিখবেন। গুগলের বুবে ওয়ালপেপার লিখে সার্চ করুন। দেখুন তারা কি স্টাইলে টাইটেল ও বিবরন লিখেছে। শুধু মাত্র আইডিয়ার জন্য দেখবেন।

৩) কোন প্রকার কপি পেস্ট করবেন না। অনেকে হয়তো বাংলাতে পোষ্ট লিখে ইংরেজী ট্রান্সলেটর দিয়ে তা ইংরেজী করে নিতে চাইবেন। এই কাজটি ভুলেও করবেন না। এতে পোষ্টের মাঝে গ্রামারটিক্যাল ভুল বেশি হয়ে থাকে। যা খুব সহজেই গুগলের নজরে পড়ে যায়।

৪) সাইটে যোগাযোগ. নীতিমালা, এবাউট নামে কিছু পেইজ তৈরী করুন। এবং পেইজগুলোতে কিচু লিখুন। চেষ্টা করবেন ১০০+ ওয়ার্ডে কিছু লিখতে।

৫) সাইটের কোন পেইজ যেন খালি না থাকে। কোন ক্যাটগরী যেন খালি না থাকে। যদি কোন কিছু খালি থাকে তা আন-পাবলিশ করে রাখুন।

৬) এডসেন্স সাপোর্ট করে না এমন বিষয় যেমন হ্যাকিং, পর্ন নিয়ে কোন বিষয় লিখবেন না। যতদিন না আপনার এডসেন্স এপ্রুভ না হচ্ছে।

এইবার গুগল এডসেন্সের জন্য এপ্লাই করুন। প্রথমে তারা অনটেস্ট হিসেবে আপনার এপ্লিকেশন এপ্রুভ করবে। তারপর ২-৩ দিন সময় নিবে ফাইনালভাবে এপ্রুভ করার জন্য। যখন ফুললি এপ্রুভ হয়ে যাবে তখন আপনি চাইলে আপনার ব্লগ সব ভাষায় পোষ্ট লিখতে পারবেন। যে কোন বিষয় নিয়ে পোষ্ট লিখতে পারবেন।

আশা করি আজকের পোষ্টটি আপনাদের কাজে লাগবে। পোষ্টটি পূর্বে আমার ব্লগবিডি ২৪ ডট কম (http://blogbd24.com)ব্লগ সাইটে পাবলিশ হয়েছে। সময় থাকলে ঘুরে আসতে পারেন।

ধন্যবাদ সবাইকে

Level 0

আমি ব্লগ বিডি ২৪ ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত সোজা ! গরু ঘাস খাই নাকি ঘাস গরু খাই !!! এত পারলে buisness এ নামেন । কয়েকটা ওয়েবসাইট তৈরি করে খবর দেন । আমার নামে অ্যাপ্লাই করে নেব । কাজ হলে খরচ সব আমার । [email protected]

ভাই আপনার সাইট এ ত অ্যাডসেন্স দেখলাম না। আমাদের সাইট http://www.bangladeshpoint.com এর জন্য কিভাবে অ্যাডসেন্স পেতে পারি , জানালে খুশি হব।

    @BangladeshPoint: ভাই আমার সাইটে এডসেন্স আছে। দেখেন সাইট লোডিংয়ে সমস্যা হবে দেখে শুরু কমেন্ট বক্সের উপরে একটি এড বসাইছি।….

Level 0

Shob e thik asse but apni to just english to bangla translate korsen Google er Adsense TOS. There’s nothing special, really.

মামা আমি তো পুরা হট হয়া জায়তাচে গুগল অ্যাডসেন্স পাওয়া এত সহজ না বুজলা মিয়া ?
@ব্লগ বিডি ২৪ ডট কম@

Level 0

@ব্লগ বিডি ২৪ ডট কম@ VAI GOOGLE BANGLA TO ইংরেজী ট্রান্সলেটর KORE ADSENSE USE KORSI 2MASE HOYE GASE KUNU PROBLEM HOBE AMI ENGLISH LIKHTE PARI NA TA BANGLA TO ENGLISH KORI

    @paypal12: ভাই সাধারনত কোন প্রবলেম হয় না। তবে গুগলের মাথায় ক্যারা উঠলে আপনার এডসেন্স বাতিল করে দিতে পারে। কারন আপনার পোষ্টের মাঝে প্রচুর গ্রামারটিক্যাল ভুল আছে।

গুগল এডসেন্স এ একাউন্ট করা থাকলে এবং সে একাউন্ট এর এড কোড যে ওয়েব সাইট এ দেয়া আছে, সে ওয়েব সাইট এর জন্য এড থাকা অবস্থায় আরেকটি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করা যাবে? এডসেন্স এর জন্য এপ্লাই করা সাইট এ অন্য এডসেন্সে এর এড কোড থাকলে গুগল সেটা কিভাবে দেখে জানালে উপকৃত হব।

    @Obaid Ullah Aiman: Apni jodi apnar site er jonno already ekta account paya thakan tahola r onno account korta diba na… r apni to ekta account paila sai account er vitora 500 ti domain k add korta parban…. and custom channel make kora apni dekhta parban apnar kon domain a koto income hoicha… r 1 ip thika 1 bar korai best…

Great job 😀

Level 0

It’s awesome article for me to have a adsense account, which is useful in favor of my knowledge. thanks author.

My web blog: SEOZONEBD

Blogging shikhun
Adsense real a income korun.To get adsense within upto 3 hours call +8801827448449.
A2Z

সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে, আমি বোধহয় অ্যাডসেন্স পাবার এর চেয়েও সহজ পদ্ধতির কথা বলতে পারবো। কারন আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে মাত্র ৯০ মিনিটে। সেটা হলো ইউটিউবের মাধ্যমে। তবে এই অ্যাড আপনি গুগল পার্টনার যে কোন হোস্টেড সাইটে ব্যবহার করতে হবে। যেমন, ব্লগস্পট এ যদি একটি ইউনিক পোস্টও থাকে তবেও আপনি ব্যবহার করতে পারবেন। অন্য কোন সাইটে ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে একবারের জন্য অ্যাপ্রুভ করতে হবে। এরপর আপনি আপনার যে কোন সাইটে অ্যাড ব্যবহার করতে পারবেন যদি তা গুগল বিধিমালা লঙ্ঘন না করে।
http://techify10.blogspot.com/2013/07/adsense-get-your-account-approved.html