নিজেই তৈরি করুন ফিশিং পেজ – যেকোনো সাইটের জন্য

আমি দুই বছর ধরে টিটির নিয়মিত পাঠক, এই প্রথম টিউন করছি। ভুল-ত্রুটি হলে মাফ করবেন।

আমরা অনেকেই কমবেশি ফিশিং পেজ সম্পর্কে জানি, আমি এই টিউনে যেকোনো সাইটের জন্য ফিশিং পেজ তৈরির পদ্ধতি দেখাবো। ধরুন, আমি ওডেস্কের জন্য ফিশিং পেজ তৈরি করব।

প্রথমে ওডেস্কের লগিন পেজ https://www.odesk.com/login.php                             টি index.htm নামে আপনার হার্ড ডিস্কে সেভ করুন। এবার এখান http://www.mediafire.com/?coho5pq25n84y92                                  থেকে code.txt ফাইলটি ডাউনলোড করুন নিচের স্ক্রিনশট অনুযায়ী এডিট করুন।

এবার ফাইলটি aa.php নামে সেভ করুন এবং logs.txt নামে একটি ফাইল তৈরি করুন। index.htm ফাইলটি যেকোনো টেক্সট এডিটরে ওপেন করে ctrl+F চেপে action খুজে বের করুন(একাধিক action থাকতে পারে, নিচের স্ক্রিনশটে format খেয়াল করুন)।

এবার action = “https://www.odesk.com/login.php”                           কে action="aa.php" দ্বারা রিপ্লেস করে সেভ করুন। সব ঠিকঠাক হলে ফাইলগুলো নিচের স্ক্রিনশটের মতো হবে।

এবার সবগুলো ফাইল (ও index_files ফোল্ডারটি) কোন হোস্টিং এ একই ডিরেক্টরীতে আপলোড করুন। ডিরেক্টরীর লিঙ্কটি ভিক্টিমকে পাঠিয়ে দিন। লিঙ্ক পাঠানোয় কৌশলী হোন। আমি নিচের স্ক্রিনশটের মতো করে পাঠাই। ভিক্টিমের ফিশিং জ্ঞান না থাকলে কাজ হয়।

ভিক্টিম ফাঁদে পা দিলে logs.txt ওপেন করে ভিক্টিমের লগিন দেখতে পারবেন।

কোন সমস্যা হলে আমার তৈরি করা ফাইলগুলো নামিয়ে দেখতে পারেন http://www.mediafire.com/?l0c0knldvvfyxhd

এনড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে একটি পূর্ণাঙ্গ চেইন টিউন করার ইচ্ছা আছে, আপনাদের মতামত জানতে চাই।

Level 2

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাই ।

♥ ধন্যবাদ ভাল লিখেছেন ♥
@ শাওন
এনড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে একটি পূর্ণাঙ্গ চেইন টিউন করার ইচ্ছা আছে, আপনাদের মতামত জানতে চাই
☺ আমরা রাজি অপেক্ষায় আছি… ☺

ভাই শুরু করেন
we are most look forward to it………

ভাইয়া আপনার কথা মত সব কিছুই করলাম। কিন্তু আমি শেষের দিকে এসে আটকে গেলাম। আমার ফাইলাটা কিভাবে হোষ্টিং করব? কোথায় হোষ্টিং করব? আপনি কিভাবে হোষ্টিং করেন? দয়া করে এই বিষয়ে একটি টিউন করবেন। টিটু

    @Md. Shafiul Azam Teto: আমার নিজস্ব ডোমেইন ও হোস্টিং আছে। আপনি http://byethost.com/ এ ফ্রী হোস্ট করতে পারেন। সাইন আপ করে ভিস্তা প্যানেলে লগিন করুন। এরপর public_html ফোল্ডারে ফাইল্গুলো আপ্লোড করে দিন।

ভিক্টিম ফাঁদে পা দিলে logs.txt ওপেন করে ভিক্টিমের লগিন দেখতে পারবেন।
আচ্ছা ভাইয়া, আমি লগিন ইনফরমেশনটা কোথায় দেখতে পাব একটু জানাবেন প্লিজ।

    @Masum Rahman Toha: logs.txt ফাইলটি হোস্টিং থেকে ডাউনলোড করে দেখতে পারেন অথবা, ফাইল ডিরেক্টরি ব্রাউজারে লিখে দেখতে পারেন। যেমন, http://www.abc.com/update/logs.txt

Level 0

kisui bujlam na.mathata gurache.khibahbe phising page toiri korbo???