Aluminium Security –এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। পার হলো একটি বছর…

২০১১ সালের ২৪ নভেম্বর একটি অনলাইন ভিত্তিক দেশের প্রথম সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হিসাবে Aluminium Security যাত্রা শুরু করে। ২০১১ সালের ২৪ নভেম্বর সর্বপ্রথম Aluminium Security তাদের অফিশিয়াল ইথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি কোর্স এর মাধ্যমে তাদের সকল কার্যক্রম শুরু করে এবং এরপর...

Aluminium Security –এর Founder, CEO ও CTO:

ইন্টারনেট জগত এ “আলমাস ইথিক্যাল হ্যাকার” নামে পরিচিত এ কিশোর Aluminium Security –এর প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি Aluminium Security –এর CEO ও CTO হিসাবে কাজ করছেন। ১৯৯৪ সালের ২৯নভেম্বর গাইবান্ধা জেলা শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা শহরের একটি প্রখ্যাত কলেজে এইচএসসি শেষ করছেন। ২০০৮ সালে অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় সর্বপ্রথম তিনি কম্পিউটার হ্যাকিং এর দায়ে অভিযুক্ত হন। ২০১০ সালে বাংলাদেশের প্রথম অ্যান্টিপর্ণ সফটওয়্যার ও ২০১১ সালে বাংলাদেশের জনপ্রিয় সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার তৈরি করেন তিনি। ২০১২ সালে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ওয়েব সাইট সমূহের দুর্বলতা বেড় করে আলোচনায় আসেন এই হ্যাকার।

Aluminium Security –এর General Manager ও Adviser:

রফিকুন্নবী রুম্মান নামের এই তরুণ বর্তমানে Aluminium Security –এর General Manager ও Adviser হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৫ সালের ৪জুলাই গাইবান্ধা জেলা শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশের সর্ববৃহৎ জব ইনফরমেশন ওয়েবসাইট “বিডি জবস ডট কম” এ টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছেন। পূর্বে তিনি “গ্রামীণ ফোন” এর নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। ২০১২ সালে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ওয়েব সাইট সমূহের দুর্বলতা বেড় করে তিনি আলোচনায় আসেন। অ্যাপ্লিকেশান ডাটাবেস এক্সপ্লইট ও রিভার্স ইঞ্জিনিয়ারিং (ব্যাক ট্রাক) এছাড়া তিনি লিনাক্স এবং ব্যাক ট্রাক অপারেটিং সিস্টেম এবং লিনাক্স সার্ভার সিকিউরিটি নিয়ে কাজ করছেন।

Aluminium Security -কোর্স:

২০১১ সালের ২৪ নভেম্বর মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ক এই কোর্স চালু করা হয়। ২০১১ সাল থেকে ২০১২ সালের ২৪নভেম্বর পর্যন্ত সর্বমোট ৭টি ব্যাচে এই ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি কোর্সের শিক্ষার্থীর সংখ্যা প্রায় পঞ্চাশ জন। বাংলাদেশের বিখ্যাত সব ওয়েব ডেভেলপার ছাড়াও দেশের খ্যাতিনামা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের যোগদান Aluminium Security  -কোর্স কে দিয়েছে সফলতা ও বিশ্বাসের চূড়ান্ত ফলাফল।

Aluminium Security –ওয়েব নিরাপত্তা বিভাগ:

এ পর্যন্ত Aluminium Security বাংলাদেশের সবথেকে জনপ্রিয় প্রায় ১২টি ওয়েবসাইটকে নিরাপত্তা সংক্রান্ত বার্তা প্রদান করেছে। বাংলাদেশের শীর্ষ স্থানীয় সব ব্যাংক ছাড়াও বাংলাদেশের সর্ববৃহৎ প্রযুক্তি ব্লগ টেকটিউনস (techtunes.io), বাংলাদেশের বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইট (akhoni.com), ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার অভ্র এর ওয়েবসাইট(omicronlab.com), বাংলাদেশের জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট-ডিজাইনিং ও সেবা দাতা প্রতিষ্ঠান ইকরাসফট এর ওয়েবসাইট (eicrasoft.com) ছাড়াও বাংলাদেশের রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ওয়েবসাইট (rab.gov.bd) এর দুর্বলতা খুঁজে বেড় করে এবং ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি সমাধান করে।

এছাড়াও Aluminium Security ইন্টারন্যাশনাল ওয়েবসাইট newhorizons.com-কে নিরাপত্তা সংক্রান্ত বার্তা প্রদান করেছে।

Aluminium Security –ওয়েব ডেভেলপমেন্ট বিভাগ:

বাংলাদেশের বিখ্যাত ওয়েব ডেভেলপারদের নিয়ে Aluminium Security তৈরি করেছে তাদের ওয়েব ডেভেলপমেন্ট বিভাগ। এছাড়া এই বিভাগে Aluminium Security –এর সাথে কাজ করছে দেশের বেশ কয়েকটি ডোমেইন রেজিষ্টেশন ও হোস্টিং সার্ভিস সেবা দাতা প্রতিষ্ঠান। সম্প্রতি Aluminium Security  ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এ প্রচারিত বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ক্রাইম ডিটেকটিভ এপিসোডে “তালাশ” এর ওয়েবসাইট ডিজাইনিং এবং ডেভেলপ করছে।

Aluminium Security –সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগ:

বাংলাদেশের জনপ্রিয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান “বর্ণল্যাব” এর সাথে Aluminium Security কাজ করছে। বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার ছাড়াও Aluminium Security –এর এই বিভাগ নিরাপত্তা সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করছে। বিভিন্ন প্রোগ্রাম ও সফটওয়্যার এর দুর্বলতা অনুসন্ধানেও এই বিভাগ কাজ করছে।

৩৬৫ দিনের সম্পূর্ণ ইতিহাস...

The Truth Behind The Secret 
সৌজন্যে: Aluminium Security
ফেসবুকে আমরা: https://www.facebook.com/as.root.bd
ওয়েবে আমরা: http://www.amusec.com/

Level 0

আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ইনফো জানলাম……Aluminium Security…সম্পর্কে …আজকে রুম্মান ভাইয়ের সাতে বেস কিছুক্ষণ আড্ডা দিলাম ।

Level 2

এগিয়ে যাও আমরা আছি তোমাদের সাথে। ভাই আমি Aluminium Security course ভতি হতে চাই। তাই এই বিষয়ে যদি কিছু বলতেন।

To admit Aluminium Security Course, please connect:
[email protected]
HotLine: +8801737 76 64 90

Course Charge:2000/- tk only

NB: Aluminium Security Course 7.0 is running !

Level 0

আলমাস এবং রুম্মান ভাই দুইজনকেই অভিনন্দন এবং শুভেচ্ছা । শত বাধা বিপত্তিকে পাশ কাটিয়ে এতদূর পর্যন্ত Aluminium Security কে নিয়ে আসার জন্য। “অনলাইন ইস্কুলট্রেনিং জোনের ছাত্র আলমাসকে বিশেষ ভাবে ধন্যবাদ মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে ওয়েব নিরাপত্তা বিষয়ে সচেতন করা জন্য।

Level 0

Best of Luck !
And we want you always save our country sites.

Thank You !

কি অবস্থা Aluminium Security ?

গত ৭ই অক্টোবর থেকে islamicambit এর যাত্রা শুরু করেছে এবং এই যাত্রায় islamicambit team কে সবদিক দিয়ে সহযোগীতা করছে Aluminium Security এবং আলমাস গুরু ।
islamiambit team এর পক্ষ থেকে আমি AK Aluminium Security কে জানাই শুভেচ্ছা এবং all the best । আর দোয়া করি Aluminium Security যেন এভাবেই সকলের উপকার করে যেতে পারে ইনশাআল্লাহ ।

    Level 0

    tar group member der keo jate akto sohojogita kore vi…tahole sa aro agaie jabe…..

শুভ কামনা রইল তোমাদের জন্য,অনেক অনেক ধন্যবাদ।

অনেক শুভ কামনা রইলো। অনেকদূর এগিয়ে যাক আমাদের Aluminium Security।

এইডা হইল কিছু… http://www.amusec.com হ্যকড বাই গ্রে হ্যাট https://www.zone-h.com/mirror/id/18674549

    Level 0

    vi apne vool bolsen aita onek boro akta group ader site hack hoiete pare nah…microsoft ar site hack hobe kinto aderta hobe nah………vi

Level 0

কে এম মুত্তাকী কি একটা psycho.বাইন চোদ টার কি কোন কাম নাই। এর ভাই আপনি সামনে আগিয়ে চলুন।সুভ কামনা রইল।

    @Cybersonic: ভাই গালি গালাজ করেন কেন? এটা কোন ধরণের ব্যাবহার। আপনি তো অবশ্যই ভদ্র ঘরের ছেলে। কিন্তু কমেন্ট দেখে তো সেটা মনে হয় না