ফেজবুকসহ যে কোন একাউন্ট এবার হ্যাক হবেই খুব সহজে। আপনি না পারলে আপনার ব্যার্থতা!!

االسلام عليكم  কেমন আছেন আপনার? আশা করি ভালই আছেন। দীর্ঘ চার মাস আবারও চরে এলাম আপনাদের মাঝে। ভাবছিলাম আর হয়ত দেখা হবেনা আপনাদের সাথে কিন্তু নাহ পারলামনা আপনাদের থেকে দূরে থাকতে। আমার আজকের লিখাটি হরো হ্যাকিং নিয়ে। শুরুতে বলে রাখি আমি কোন প্রপেশনালতো দূরের কথা প্রপেশনালদের ধারে কাছেরও কোন হ্যাকার নই। তাই আমার হ্যাকিং বিষয়ের লিখাটিও হবে একটু সাধারণ মানের তবে খুবি কার্যকরী। আজকের বিষয়টি শুধু যারা আপনার পিসিতে কোন একাউন্ট লগইন করবে তাদের একাউন্ট হ্যাক করার বিষয়ে। তার জন্য লাগবে মজিলা ফায়ারফক্স  আর একটি এড-অন্স। মোটামুটি আমরা সবাই ফায়ারফক্স ইউজ করি সুতার ওটার কথা আর বলা লাগবেনা আশা করি। সর্বপ্রথম এড-অন্সটি সেট করে নিন। তার জন্য এখানে ক্লিক করুন। নিচের মত দেখবেন..........................

এবার আপনি লাল দাগ দিয়ে চিহ্ণিত 2.6.0 তে ক্লিক করে selenium IDE নামের এড-অন্সটি সেট করে নিন। এডঅন্সটি সেট করার পর ব্রাউজার রিস্টার্ট চাইবে তাই ব্রাউজারটি রিস্টার্ট দিয়ে দিন। তারপর ব্রাউজারের মেনুবার থেকে টুলস এ গিয়ে selenium IDE অপেন করুন।

বুঝার জন্য নিচে দেখুন................................

selenium IDE অপেন করলে নিচের মত দেখবেন....................................

এবার আপনি লাল দাগ দেওয়া চিহ্ণত জায়গায় ক্লিক করে ডান পাশে নীল দাগ দেওয়া চিহ্ণিত জায়গায় ক্লিক করে মিনিমাইজ করে রাখুন। তারপর যে কোন একাউন্টে লগইন করুন। দেখবেন selenium IDE আইডি পাসওয়ার্ড সব সেভ করে রাখছে। অর্থাৎ আপনি এবার মিনিমাইজ করা selenium IDE অপেন করলে সব আইডি পাসওয়ার্ড দেখতে পাবেন। নিচের ছবিটা দেখুন বুঝার জন্য.......................

আশা করি আর বুঝাতে হবেনা। তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হফেজ।

ভাল লাগলেও জানাবেন আবার না লাগলেও জানাবেন.....................

আমার ব্লগে ঘুবে আশার অনুরোধ রইলো...........................

 

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আরে মিয়া এটা হ্যাকিং নয় এটা হল চিটিং

    @kalamfaim: ভাই যাই বলেন একটাতো হইছে……………..

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মেসে থাকি। বন্ধুরা আমার ল্যাপটপ নিয়ে সারাক্ষণ ফেইসবুক করে। আমি কিছুই তাদের বলতে পারিনা। এবার তারা আসল মজাটা বুঝতে পারবে। ভবিষ্যতে এধরনের আরো ভালো টিউনস আপনার কাছ থেকে পাব বলে আশারাখি।

আপনার ব্লগটিতে ভিসিট করলাম। খুব ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ।

    @রফিকুল ইসলাম: আপনার কমেন্টটা পেয়ে আমি রিতীমত অবিভুত… ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য। দোয়া কইরেন যেন আপনাদের কাছে আরো ভাল ভাল টিউন নিয়ে হাজির হতে পারি।

ভাই কি দোষ করলাম আমি আপনাদের কাছে? আমিতো ভালর জন্য শিক্ষামূলক একটি পোষ্ট আপনাদের কাছে উপস্থাপন করলাম। কিন্তু আপনাদের মাঝে কে যেন আমাকেই হ্যাক করে বসলেন। আপনাদের কাছে মোটেই তা আশা করিনি। ভাগ্য ভাল যে আমি আবার আমার একাউন্টটি ফিরে পেয়েছি। অনুরোধ অন্তত কারো ক্ষতি করতে যাবেন না। টিউনটি দেখতে হয়তো ক্ষতিকারক মনে হচ্ছে বাট আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা যাতে করে আপনি কখনও এই ধরণের হ্যাকের শিকার না হন। ধন্যবাদ সবাইকে…………….

    @সোহানুর রহমান: ধন্যবাদ।

আসলেই অনেক সুন্দর টিউন ভাইয়া। কারণ এইটা দিয়া অন্যের হ্যাক করা না গেলেও অন্তত নিজের ল্যাপটপে যেসব বন্ধুরা জোরপূর্বক ঘুতাঘুতি করে তাদের আইডিটাকে একটু হলেও সাঁজা দেওয়া যাবে। তবে অ্যাডঅনসটা কতটা নিরাপদ ভাই? ধরুন এইসব পাসওয়ার্ড আবার ওই অ্যাডঅন কোম্পানি জেনে ফেলবে নাতো?

    @ব্লগার মারুফ: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আসলে এডঅন্সটার নিরাপত্তা নিয়ে কখনও ভাবিনি তাই শিউর বলতেও পারছিনা। আশা করি কোন সমস্যা হবেনা। তাছাড়া ফায়ারফক্স এত জনপ্রিয়তার তুঙ্গে উঠার পেছনে কাতগুলো করণের মধ্যে তার আকর্ষণীয় এডঅন্সগুলো অন্যতম। সো আশা করি কোন সমস্যা হবেনা।

ভাই,ধন্যবাদ। এনড্রয়েডের জন্য কোন টিপস হবে নাকি?

    @রমিজুল ইসলাম: ধন্যবাদ আপনাকেও। ভাই আমি এনড্রয়ড ইউজ করিনা তাই এনড্রয়ড সম্পর্কে তেমন কো ধারণা নাই।

    @ফরিদ আহাম্মেদ: থেংকস।

মজিলা বা পিসি বন্ধ করার পর, পুররায় পিসি বা মজিলা চালু করলে কি অটোমেটিকেলি চালু হবে?

    @িশহাব: হ্যা ভাই মজিলা বা পিসি বন্দ করে রিস্টার্ট করার পর অটোমেটিকেলি চালু হবে।

আপনি যেই সিস্টেম দেখালেন এই সিস্টেমে তো নিজের ইউজারনেম, পাসওয়ার্ড দেখা যাবে। আরেকজনের পাসওয়াড তো আর হ্যাক করা যাবে না।

    @ইকবাল হাসান: ভাই আপনার পিসিতে আরেকজনে লগইন করলে হ্যাক করতে পারবেন।

Vai re Ki r Komu Apnare……Chorom 1ta টিউন Korsen……

    @মাসুদ রানা: ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।

টিউনটা ভাল লাগলো। ধন্যবাদ। 🙂 আমার একটা প্রশ্ন আছে, এই ধরণের কি-লগার ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার অন্য কোন উপায় আছে?

ধন্যবাদ 🙂

nice post