নকল ভাইরাস তৈরী করে আপনার বন্ধুর কম্পিউটার অচল করে দিন (প্রমাণ সহ)

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভালো আছেন। আমার টিউনগুলো আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। তবে আমি আপনাদের জন্য সবসময় নতুন এবং আর্কষনীয় টিউন করার চেষ্টা করি। যাহোক আমি আপনাদের জন্য আজকের যে টিউনটি করছি এটি মুলত কারো ক্ষতি করার জন্য নয়। এবং আমি আশা রাখি যে আপনারাও এটি দিয়ে কারো কোন ক্ষতি করবেন না। আসুন এবার টিউনটি শুরু করি।

সর্তকতা:

এই কোডটি দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ি থাকবো না। দয়া করে এই কোডটির কেউ অপব্যবহার করবেন না।

কোডটির বৈশিষ্ট্য:

এই কোডটি চালু করলে কম্পিউটার একটি নির্দিষ্ট সেকেন্ড এর পরে অটোমেটিক শার্টডাউন হবে।

নকল ভাইরাস তৈরীর ধাপ সমূহ:

১. আপনার কমি্পউটারের ডেস্কটপ এ রাইট ক্লীক করুন।

২. এখন New থেকে Shortcut নির্বাচন করে ক্লীক করুন।

৩. ফলে একটি ডায়ালগ বক্স আসবে।

৪. সেখানে নিচের কোডটি কপি করে পেষ্ট করে দিন।

shutdown -s -t 20 -c "Your computer has been infected it will now restart."

৫. Next বাটনে ক্লীক করুন।

৬. শর্টকাট নেম এ দেখবেন shutdown লেখা আছে। (আপনি shutdown এর বদলে অন্য নামও ব্যবহার করতে পারবেন)
৭. Finish বাটনে ক্লীক করে কাজ শেষ করুন।

এবার আসুন কোডটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি:

যদি আপনারা কোডটি একটু ভালভাবে দেখার চেষ্টা করেন তাহলে আপনারা কোডটির মধ্যে তিনটি মেইন কোড দেখতে পাবেন। যারা কম্পিউটার শার্টডাউন করতে আপনার সহায়তা করবে। কোড তিনটি হলো:

১. shutdown -s

২. -t 20

৩. -c

অথবা

বিবরণ:
১. shutdown -s দ্বারা বুঝায় শার্টডাউন বা shutdown।
২. -t 20 দ্বারা বুঝায় যে কম্পিউটার কত সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হবে বা countdown timer until computer turns off।
৩. -c দ্বারা বুঝায় যে ("") ঘরের মধ্যে লেখাগুলো হলো কমেন্টস বা comment wich is then followed by "" wich is what the comment is।

যদি আপনি উপরে উল্লেখিত নিয়ম এ নকল ভাইরাস তৈরী করতে বিরক্ত বোধ করেন তাহলে নকল ভাইরাসটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৭০ কিলোবাইট।

এবার আসুন শিখে নেই কীভাবে এই কোডটি ব্যবহার করতে হবে:

আপনি এটি কোড দুইটি দুইভাবে ব্যবহার করতে পারবেন।
১. সরাসরি চালু করে।
২. স্টার্টআপ ফোল্ডারে পেষ্ট করে।

বিবরণ:
১. যদি আপনি সরাসরি চালু করেন তাহলে কিছুক্ষন পরে কম্পিউটার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এতে আপনার কোন ক্ষতি হবে না।
২. স্টার্টআপ ফোল্ডারে কপি করে দিলে কম্পিউটার চালু হবে ঠিকই কিন্তু কম্পিউটার ২০ সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। [বি:দ্র: এই কৌশলটি দিয়ে আপনি ক্ষতি গ্রস্ত হতে পারেন।]

এতক্ষন ধরে শুধু বকবক করলাম। আপনারা হয়ত ভাবছেন সবই ঠিক আছে কিন্তু প্রমান কোথায়?

প্রমাণ:

গতকাল আমি আমার একটি বন্ধুর বাড়িতে যাই। বন্ধুর নাম হলো সেতু। গিয়ে তার কম্পিউটারে বসি। এবং উপরে উল্লেখিত কোডটি ব্যবহার করে তার কম্পিউটার এ একটি নকল ভাইরাস তৈরী করি। তার পর এ নকল ভাইরাসটি পেষ্ট করে দেই স্টার্টআপ ফোল্ডারে। তার পর তার কাছ থেকে কিছু গেমস এবং সফটওয়্যার সংগ্রহ করে বাসায় ফিরে আসি। আজ সকালে সে আমার বাসায় আসে এবং বলে যে তার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। এবং সে আমার কাছে সাহায্য চায় এই বলে: আব্দুর রহিম আমার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে। ফলে কম্পিউটার ৫ থেকে ৬ মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। যদি তুমি আমার কম্পিউটারটা ভালো করার চেষ্টা করো তাহলে খুবই ভাল হতো। আমি তাকে বললাম ঠিক আছে চলো দেখি তোমার কম্পিউটারে কী হয়েছে। আমি তার কম্পিউটার এ বসে শুধু স্টার্টআপ ফোল্ডার থেকে ফেক ভাইরাস নামের শর্টকাটটি ডিলিট করে দিলাম এবং কম্পিউটার রিস্টার্ট দিলাম। তার পরে তার কম্পিউটার ভালো হয়ে গেল। তার বাসা থেকে বের হয়ে তাকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে হাসতে হাসতে তার পেট ফুলে গিয়েছিলো।

আমি আবারো অনুরোধ করছি দয়া করে কেউ এই টিউনটির অপব্যবহার করবেন না। আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু মাত্র আপনাদের কাছে আমার এই ছোট ট্রিকসটি পৌছিয়ে দেওয়ার জন্য। ভাল লাগলে বা কোন মন্তব্য থাকলে বা কোন ভুল ত্রুটি থাকলে কমেন্টস করতে আলসেমি করবেন না যেন।

প্রথম প্রকাশ: এখানে

Level 0

আমি আব্দুর রহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুঁদে কম্পিউটার বিজ্ঞানী হতে মন চাইলেও মনের দিক থেকে আমি কিন্তু সাদা মনের মানুষ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মানুষের ক্ষতি করে লাভ কি ভাই, পারলে উপকারী কিছু করুন, জুতা সহকারে মাইনাচ

    ঈদের আগে অবশ্য জুতার দাম বেশী!! আমারে একজোড়া দিবেন কিন্তু……….।

    অট: আপনার কড়া মন্তব্যকে কিভাবে ফানি হিসেবে নিলাম তা টিউনারকে দেখালাম।

    মন্তব্যটা ভাল লাগেনি। টিউনে উনি একটি ছোট ট্রিক্স দেখিয়েছেন মাত্র। এতে এভাবে বলার কিছু নেই। এটা সামু নয় টেকটিউনস। এখানকার পরিবেশ বন্ধুত্বপূর্ণ। তাই উৎসাহমূলক বক্তব্য লিখুন। টিউন ভাল না লাগলে বলুন কোন জিনিষটা ভাল লাগেনি। এভাবে টিউনারকে অপমান করতে পারেন না। আপনি একদিকে লিখলেন মানুষের ক্ষতি করে লাভ কি অন্য দিকে টিউনারকে নিরুৎসাহিত করে আমাদের, টিউনারের, টেকটিউনসের ক্ষতি করলেন। টেকনোলজি ব্লগে এরকম হাজারও পোষ্ট আসবে। তাই বলে কি এসব পোষ্টের খারাপ ব্যবহারই শুধু আছে? আপনি কারও ক্ষতি করতে চান না সমস্যা কি টিউনে কি পড়েছেন ভুলে যান। উনি যদি খারাপ টিউন করে থাকেন তাহলে আপনার মন্তব্যকে কি বলব? বস্তা পঁচা? দয়া করে কারও মনে আঘাত পায় এমন মন্তব্য করবেন না।

    আমার দেখা স্বাধীন ভাইয়ের মত আরেকটা ভাল কমেন্টার আদনান ভাই!

    উনি সামু থেকে নতুন এসেছেন মনে হয়।ভাই সামু আর টেটির প্রেক্ষাপট এক নয়। আদনান ভাইয়ের কমেন্টটা পড়লে বুজবেন আশা করি।

    বিজ্ঞান দুই রকম, উপকারি এবং অপকারি দুটুই আছে এতে।তাই বলে বিজ্ঞানীরা আবিস্কার থেকে বিরত থাকেনা।আশা করি টিউনাররা ও বিরত থকবে না ,চালিয়ে যান।আমার মতে ভাল টিউন এটা।
    আর ঈদের চাদ সবসময় একি রকম হয়,দুই রকম হলে ধ্বংস হবার সম্বাবনা থাকবে।আর ঈদের চাদ মানুষকে দু:খ্য দেয় না।
    আসাকরি বুজতে পারছেন।

ভাই আমি আগেই বলেছি: “এটি দিয়ে কারো কোন ক্ষতি করবেন না”। এই টিউনটি করা হয়েছে শেখার জন্য।

    আপনার অনুরোধ কি সবাই রাখবে?????
    তবে আপনার টিউনটি উপকারে আসবে।কারন,এটি জানা থাকলে অপকারী বন্ধুর হাত থেকে রক্ষা পাওয়া জাবে।
    ধন্যবাদ।

    আমার বিশ্বাস যাদের বিচার বুদ্ধি যাচাই করার ক্ষমতা আছে তারা আমার অনুরোধ রাখবে।
    [আমার মতে সবারই বিচার বুদ্ধি যাচাই করার ক্ষমতা আছে শুধু পাগল বাদে। ]

    ভাই এই কমন ডস কমান্ডে কোন ক্ষতি হবেনা।
    শুধু ২০ সেকেন্ড পরপর রিস্টার্ট হবে।

ঈদের চাঁদের যদি ন্যুনতম জ্ঞান থাকতো তাহলে এমন মন্তব্য করতো না। আসলে সে টিউনটা বুঝতেই পারেনি।

আব্দুর রহিম ভাই কিছু মনে করবেন না। সবাই রোজা রেখেছে তো তাই সবার মাথা একটু একটু গরম(!)।
ট্রিক্সটি জানা। তবে এভাবে ব্যবহার করা যাবে চিন্তায় আসেনি।
ধন্যবাদ।

যদিও ডিসক্লেইমার দেওয়া আছে তারপরও বলি:

এটা একটা পাবলিক ব্লগ, যে কেউ পড়তে পারে। কম্পিউটার বা আপনার-আমার তো ক্ষমতা নেই যে কে ভাল মানুষ আর কে খারাপ তা লগিন/সাইট ভিসিট করা মাত্র নিরুপণ করে ফেলা। যারা ভাল, তারা প্রদত্ত ডিসক্লেইমার কে সম্মান করবে। আর যারা খারাপ, তারা এটা দিয়ে ফায়দা লোটার চেষ্টায় রত হবে।
আবদুর রহিমের উদ্দেশ্যে বলছি — আমাদের সবাইকে নতুন কিছু শেখানোর মনোভাব থাকাটাকে স্বাগত জানাই, তবে সেই শেখাটা যেন ক্ষতিকর কিছু শেখা না হয় সেই ব্যাপারেও নজর দেওয়া প্রয়োজন। আপনার হয়তো কারো ক্ষতি করার উদ্দেশ্য নেই, শুধুমাত্র বন্ধুদের সাথে একটু মজা করাই আপনার টার্গেট, কিন্তু অনেকের তো এত নিরীহ উদ্দেশ্য না-ও থাকতে পারে। কেউ ক্ষতি করা শিখতে চাইলে নিজ দ্বায়িত্বে শিখুক, আপনার ইনিশিয়েটিভ নেয়া কি খুব-ই দরকার? পাপের ভাগিদার তো আপনি হতে না চাইলেও হয়ে যাবেন। ঠিক কি না?

ঈদের চাঁদের এভাবে মন্তব্য করা ঊচিৎ হয়নি এটা আমিও বলব। এর চেয়েও অনেক সুন্দর করে বলা যেত। বাংলা ভাষা ভদ্র অভিব্যক্তির জন্য সমৃদ্ধ নয় কি? নিশ্চয়ই অন্য অনেক ভাষা থেকে অনেক বেশি সমৃদ্ধ।

    এ ডি ভাই আপনার কথার সাথে আমি একমত। কারন টিউনটি করার আগে আমার অনেকবার ভাবা উচিত ছিল। কারণ পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমনি ভাল মানুষও আছে।

টিউনটা ব্যবহার করে বন্ধুদে সাতে fun! করা যাবে,
টিউনের জন্য ধন্যবাদ।

যে যাই বলুক ,আমার ভাল লেগেছে …।
এটা ১ টা টিপস মাত্র …।আমরা যদি নিজে ঠিক থাকি তবে তো কারো বিপদ হবার কথা নয়…।তাই টিপস টা কে শুধু মজা হিসাবে নিলেই হবে…

    আপনাকে ধন্যবাদ আমার এই টিউনটির উদ্দেশ্য বোঝার জন্য।

এতে ক্ষতির কিছুই নেই। এটা জাষ্ট একটা ফান। তবে এটি নিয়েও এখানে টিউন হয়েছে। পুরোনো জিনিস মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। চালিয়ে যান।

    প্রথমে আপনাকে ধন্যবাদ। ভাই আমি টেকটিউনে নতুন। তাই আমি জানি না যে এটি টেকটিউনে এ সম্পর্কে এর আগে কোন টিউন হয়েছে কী না। এটি আমি ইন্টারনেট থেকে ঘেটে ঘেটে বের করেছি। 🙂

এটা আমার জানা ছিলনা । শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে কামনা করছি আপনি ভাল থাকবেন , কেমন ।

    ভাই আপনাকে ধন্যবাদ। দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য দারুন দারুন এবং আর্কষনীয় টিউন করতে পারি ইনসাআল্লাহ। 😀

অবশ্যই দোয়া করব

টেকটিউন্স এডমিনদের দৃষ্টি আকর্ষন উপরের” ঈদের চাঁদ ” এর মন্তব্যটি মুছে দেওয়ার জন্য। এইটাশুধু আব্দুর রহিম ভাই নয় সব টিউনারকে অপমান করা হয়েছে।

    Level 0

    আউয়াল says:
    ১৬ অগাষ্ট, ২০১০ at 12:29 পুর্বাহ্ন

    এইটাশুধু আব্দুর রহিম ভাই নয় সব টিউনারকে অপমান করা হয়েছে

    আপনার সাথে একমত যে সকলের গায়ে হিট করেছে; তাই মন্তব্য না মুছে তাকে সাময়িক ব্যান করা উচিত

আচ্ছা এই আপনি একে বলছেন “ভাইরাস” । এই সব ভাইরাস তো সামান্য ভাইরাস ! তারমানে এন্টিভাইরাসের একে সনাক্ত করে ডিলিট করা কোন ব্যাপার না। তাহলে আপনার কাছে প্রশ্নঃ এন্টিভাইরাস কি এটাকে ভাইরাস হিসেবে ধরে ? আর না ধরলে কেন ধরে না(এটা জানলে জানাইয়েন) ?

    Level 0

    না কোন এন্টিভাইরাস একে ভাইরাস হিসেবে ধরবেনা
    আর কেন ধরবেনা তার কারন
    এটাকে আমরা অপঃব্যবহার করছি, আসলে এটা কোন ভাইরাস নয়, শুধু মাত্র কমান্ড
    ধন্যবাদ

    ট্রিক্সটির সামান্য পরিবর্তন করে আরো ভয়াবহ ক্ষতির মুখ ফালনো যায়
    [ কেউ কোন ক্ষতিকর কাজে ব্যবহার করলে আমি দায়ী নই ]
    http://luckyfm.cz.cc/?p=130

    প্রথমে কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ। স্বাধীন ভাই আমি প্রথমেই বলেছি এটি একটি নকল ভাইরাস। অতএব এটিকে কোন এন্টিভাইরাসই সনাক্ত করতে পারবে না। কারণ এটি একটি কমান্ড কোড মাত্র। আশা করি বুঝতে পেরেছেন।

নিজেই তো ক্ষতি করেছেন , মানুষ কে সাবধান করে আর কি হবে বলেন ?

যাই হোক আমি কারো পিসি তে এখন বসি না, আর এমন কাজ করার কথা চিন্তাও করি না

    ভাই সত্যকথা বলতে আমি এখনো এটি দিয়ে কারো ক্ষতি করি নি। শুধু বন্ধুদের সাথে জোক বা মজা করেছি।

Level 0

হুম ট্রিক্সটির সামান্য পরিবর্তন করে আরো ভয়াবহ ক্ষতির মুখ ফালনো যায়
[ কেউ কোন ক্ষতিকর কাজে ব্যবহার করলে আমি দায়ী নই ]
http://luckyfm.cz.cc/?p=130

Level 0

Ami amar blog a ei post ta korte chai,.Kintu html code ta kivabe debo ? janale onek upokrito hobo.

Network Error (tcp_error)
ভাই আমার এক টি সাহট আছে ,যেটি কিনা আমি কেন বানিয়েছি আমি নিজে ও জানি না কারন সাইট বানাতে যা যা লাগে তার কিছুই আমি বুঝিনা , তার প র ও এটি আমার কাছে আনেক কারন এটা নিজের। এখন এই সাইট টি আজ থেকে ওপেন করতে পারতেছি না বার বার নিচের মত আসে,
A communication error occurred: “”
The Web Server may be down, too busy, or experiencing other problems preventing it from responding to requests. You may wish to try again at a later time.

কি হয়েছে ,কি করতে হবে, বুঝতে চাছছি , পারলে বুঝিয়ে দেন।
সাহট http://www.gmgcomilla.yolasite.com

Network Error (tcp_error)
ভাই আমার এক টি সাহট আছে ,যেটি কিনা আমি কেন বানিয়েছি আমি নিজে ও জানি না কারন সাইট বানাতে যা যা লাগে তার কিছুই আমি বুঝিনা , তার প র ও এটি আমার কাছে আনেক কারন এটা নিজের। এখন এই সাইট টি আজ থেকে ওপেন করতে পারতেছি না বার বার নিচের মত আসে,
A communication error occurred: “”
The Web Server may be down, too busy, or experiencing other problems preventing it from responding to requests. You may wish to try again at a later time.

কি হয়েছে ,কি করতে হবে, বুঝতে চাছছি , পারলে বুঝিয়ে দেন। ok
সাহট http://www.gmgcomilla.yolasite.com

ভাই এই একই টিউন আপনার থেকে ১২ দিন আগে আমি করেছিলাম কিন্তু আপনার মতো সাড়া পাইনি কারন টা আমি জানি তবে আপনার টিউন ও আমার টিউনের মধ্যে অল্প পার্থক্য আছে , যাই হোক আমাদের কাজ শেয়ার করা কোন মতভেদ বা শ্রেষ্টতা প্রমান করা নয়, আপনার টিউন ভালো হয়েছে সবকিছু স্পষ্ট বিবরন দেওয়া আছে।
আমার টিউন টা ছিল https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/30950/ (অনেক বন্ধু বুঝতেই পারে নি। আপনি আমার চালাকি টা ধরুন দেখি , পারলে তো খুব ভালো না পারলেও আমি আছি।)

    ভাই এটাতো খুব সোজা। আপনি লেখা গুলো সাদা রং দিয়ে ফিল করে চালাকী করেছেন। হা! হা! 😀

উপরের সব কমেন্ট পড়লাম । ভাল লাগল । এইসব টিউন এর মাধ্যমে অনেক কিছু শেখার । আব্দুর রহিম ভাইকে ধন্যবাদ । আপনি চালিয়ে যান।

    আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন যেন ভালো ভালো পোষ্ট করতে পারি।

ধন্যবাদ আব্দুর রহিম ভাইকে, একটি সুন্দর টিপ্স প্রকাশ করার জন্য।
টি টি থেকে অনেক কিছু শিখলাম, আশা করি আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু শিখবো এবং আমি যতটুকু জানি তাও সেয়ার করবো।

বিশেষ ধন্যবাদ টিটি ক্রিয়েটরকে।

    ধন্যবাদ ভাই। আমি ভাবছি এ বিষয়ে আরেকটা টিউন করবো। যেটা করার চিন্তা করছি সেটা আরো পাওয়ারফুল এবং সহজ। কিন্তু ওটা এতো শক্তিশালী যে অপকারী বন্ধুর কম্পিউটার এক্স দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। কী বলেন করা কী উচিত হবে?

Vece thakle dekha hobe. Ami tomader e lok.
http://armanworld.jw.lt

Level 0

shutdown virus ta temporary disable korar jonyo bhalo upay —
press start button + R (RUN) > type shutdown -s

eti nirdisto somay er modhay type kore run korate hobe.

Level 0

আব্দুর রহিম vai ja ja bolouk tomer line kinto thik thakks

Vary Good