হ্যাকিং করা শিখতে চান নাকি!!!???

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন?আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। 🙂

হ্যাকিং করা বা শেখাকে আগে খারাপ মনে করতাম।কিছুদিন পরে আমার ভূল ভেঙ্গে যায় যখন বাংলাদেশের জেলা ওয়েব পোর্টালগুলা বিদেশী হ্যাকারদের দ্বারা হ্যাকিং এর শিকার হয়।তখন খুব আফসোস লাগল ইস! যদি আমাদের দেশের পোলাপাইনগুলা হ্যাকিং করা জানত তা হলে ওদের সাইটগুলো হ্যাক করে দেখিয়ে দিতাম আমরাও পারি ।এই মনোভাব এর কারণে কিছুদিন হ্যাকিং নিয়া দৌড়াদৌড়ি করেছিলাম কিন্তু কাজের কাজ কিছু হয় নাই।সময়ের অভাবে কিছু শিখতে পারি নাই।এতটুকু বুজতে পেরেছি ভাল হ্যাকার হওয়া সহজ কোনো ব্যাপার না।অনেক পড়াশুনার পরেই একজন ভাল হ্যাকার হওয়া যায়। নেট গেটে কিছু বই পাইসি যে গুলাতে নতুনদের জন্য হ্যাকিং সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল দেয়া আছে।

1.HACKER HIGH SCHOOL

হাকিং হাইস্কুল

2.HACKING FOR DUMMIES

হ্যাকিং ফর ডামিস

3.HACKING MATTER


Hacking

4.HACKING WIRELESS NETWORKS FOR DUMMIES

Hacking Wireless

ডাউনলোড


এছাড়াও আরো কিছু বই এর রেপিডশেয়ার লিঙ্ক দিলাম

1.Hacking Google Maps and Earth

ডাউনলোড


2.Hacking Dictionary

ডাউনলোড

হটফাইল লিঙ্ক

1.Hacking Windows XP -Unlock XP

ডাউনলোড

2.Hacking Windows Vista

ডাউনলোড

3.Gmail Hacking


ডাউনলোড

4.Hacking The Art Of Exploration

ডাউনলোড

5.HACKS & TWEAKS

ডাউনলোড

এছাড়াও এইখানে কিছু আর্টিকেল ও পিডিএফ ফাইল আছে যা নতুনদের কাজে আসবে


আমার সাইটে একবার ঘুরে আসতে পারেন,প্রয়োজনীয় কিছু বই আছে


Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আপনি বুঝলেই তো হবে না.. দেশের মাথামোটা দের (সরকার) বুঝতে হবে…

এজন্যই বোধ করি হাজার নিষেধাজ্ঞা স্বত্বেও বাংলাদেশে হ্যাকিং নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে।

আমি হ্যাকিং শিখার পক্ষে। হ্যাকার রাই কেবল পারে দেশের আইটি খাতকে বিদেশীদের হাত থেকে নিরাপদ রাখতে এবং দেশের আইটির নিরাপত্তা নিশ্চিত করতে।

    আপনার সাথে একমত।হ্যাকারদের প্রয়োজনীয়তা রয়েছে।যে তড়িৎগতিতে বিজ্ঞান উন্নত হচ্ছে তাতে অদুর ভবিষ্যতে আমদেরকে সেনাবাহীনি থেকে হ্যাকার বেশী তৈরি করতে হবে সাইবার এট্যাক থেকে দেশকে রক্ষা করার জন্য।

ভাইজান , এইসব হ্যাকিং টিউটরিয়ালের বই আমার কাছে বহুত আছে , তয় আপ্নের মত আমার ও কামের কাম কিছু হয় নাইক্কা। বিকজ বইগুলা ইংরেজিতে ছিল। ইংরেজি পড়তে মুঞ্চায় না বাংলাতে পারলে আপ্নে তর্জমা কইরা আম্রার লাইজ্ঞা টিউন করেন। অনেক দোয়া করমু ………!!!

    ভাই সময় সবচেয়ে বড় প্রব্লেম।একটা পোস্ট শুধু দিলেই তো হবে না এর সাথে সোর্স বা হেল্পফুল সাইট খোজা অনেক সময়ের ব্যাপার।আর রেডিমেট হ্যাকিং শিখে তো লাভ নাই। যারা সত্যিকারের হ্যাকার হতে চায় তাদের অবশ্যাই বই বেশী করে পড়তে হবে।সুক্ষ ব্যাপারসমুহ জানতে হবে।

আগের একটা টিউন এ
https://www.techtunes.io/download/tune-id/36633/

RAZU নামের এক ব্লগার হাফ-টিউন করে রেখেছেন, বাকিটুকু তার ব্লগে গিয়ে পড়তে হবে। এটা মনে হয় টেকটিউনস এর নীতিমালার বিরোধী। টিউনারকে অনুরোধ করছি তার ওই টিউনটি সরিয়ে ফেলার জন্য। (তিনি তার টিউন এ কমেন্ট close করে রেখেছেন তাই এই টিউনে প্রতিবাদ করলাম…….)

    হ্যা আরো কয়েকজন কে দেখলাম কমেন্ট ক্লোজ করে রেখেছে!!! বুজলাম না তারা কেন কমেন্ট ব্লক করল??? :O

    এই টিউন গুলু মান সম্মত না এবং টেকটিউন্স নীতিমালা বিরোধি।
    শুধু এডমিনদের নিরবতার কারনে এই ধরনের টিউন গুলু আমাদের দেখতে হইতেছে।
    তবে কমেন্ট বন্ধ করে রাখাতে উনাকে কিছুটা সাধুবাদ দিব এই কারনে যে,
    অনেকে আজেবাজে টিউন করেন তারপর টিউনে সমালোচনা করলে সযত্নে কমেন্ট গুলু ডিলেট করে দেন এই কাজটা আমার মোটেও পছন্দ না,
    আশা করছি সবাই সব ব্যাপারে সহনশীল হবেন।

পুরোই নিশাচর। ভালো পোস্ট। হ্যকিং বই পড়লে অন্তত নিজেকে হ্যাকিং থেকে বাচানো যাবে।

ধন্যবাদ আপনাকে টিউনের জন্য। কয়েকটা বই গুলো পরেছিলাম ২০০২ এ। পুরনো হলেও ভালোই আছে মটামুটি। দেখি এই পোস্টে সবার ভালো রেস্পনস থাকলে হ্যাকিং বুকস নিয়ে আমি একটা বড় করে পোস্ট দিবো, আসলে কেউ বই পড়তে চায় না, সবাই চায় গরম ভাত ..মানে কেউ কষ্ট করতে চায় না,..হাহাহহা,,,,,,
ভালো থাকুন শুভ কামনা।

    ভাই দেরি কেন?? রেসপঞ্জ এর জন্য অপেক্ষা করার দরকার নাই। যার এই বিষয়ে আগ্রহ আছে সে পড়বেই। আন্ডারগ্রাউন্ড কোনো সাইট যেখানে হ্যাকিং শেখনো হয় তেমন সাইটের নাম জানা থাকলে শেয়ার করবেন। 😀

    আমার নিজের ই একটা আন্ডারগ্রাউন্ড সাইট আছে। ওয়াই ফাই থেকে শুরু করে সব হ্যাক শিখানো হয়। ভাবতেছি ৫তারিখ পর থেকে প্রতিদিন একটা করে হ্যাকিং টিউন করবো। সবাই এটা নিয়া মজা পায়। তবে ঠিক বলছেন, যার সত্যি কারে হ্যাকিং শিখার ইচ্ছা আছে সে ঠিক ই পড়বে বই। ইন্সপায়ার্ড হলাম আপনার কথায়। হিহি। মাত্রতো আসলাম এই সাইটে কিছু দিন, পুরনো কিছু টিউন করা আছে বাংলাতে তাই ঐগুলা আগে দিয়ে শেষ করতেছি। পরে শুরু হবে মেইন খেলা..হাহাহা

টিউনের জন্য ধন্যবাদ,
আমিও ভাই বাংলার পক্ষে,বাংলায় থাকলে শেয়ার কইরেন উপকৃত হইব।
ইংরেজী বুঝিনা শুধু ইংরেজীর ভয়ে পড়া লেখা ছাইরা বিদেশ আইসা বইসা আছি,আশা করি বুঝতে পারছেন।

    সরি ফোর ইন্টার্ফেয়ার, বাংলা কনো বই হ্যাকিং এর উপরে নাই আতা ভাই। যদিও আমি বাংলা নিয়ে ঘারা ঘাটি কম করছি হয়ত জানি না। তবে মনে হয় না আছে। একটু ধর্য্য ধরুন, সামনে আসতেছে হ্যাকিং এর তুফান..।হাহাহহাহা

    ভাই আমারও পড়ার ডরে এইসব বই পড়া হয় নাই। 😀 ইংরেজিতে পড়তে বিরক্ত লাগে। 🙁

ভাই কত যে চাইছি হ্যকিং শিখতে কিন্তু ইচ্ছা আর পুরন হইল না , ভাই যে বই দিছেন পারলে তরজমা কইরা দেন উপকার পামু

    ভাই একটা বই তরজমা করতে আমার মিনিমাম ৫ বছর লাগবে। 😉

মাইক্রো Hacker আলমাস ভাই বলছিল যে উনি Hacking নিয়ে একটা বাংলা বই লিখবেন
কিন্তু কোন খবর নাই, যাই হক বাংলার আশাই রইলাম
ইংলিশ পরতে মজা লাগে না
আমরা আশা করছি কেও একজন ইনশাল্লাহ tune করবেন Hacking নিয়ে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনার সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। International standard বইগুলো ইংরেজীতে ই লিখা হই আমাদের ও এগুলো পড়া উচিৎ

আচ্ছা সবাই বাংলায় হ্যাকিং টিপস্ পেতে চায় ।
আপনার সবাই একটা কাজ করলে তো পারেন ।
ইংলিশ যে বই গুলো আছে সেগুলোকে বাংলাতে কনভার্ট করেন । ইংলিশ টু একচুয়াল বেঙ্গলী ।

আপনাদের কমেন্ট দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল বইগুলো বাংলা করে প্রকাশ করার । কিন্তু আজকাল আমি ভিশন ব্যস্ত , এতটাই ব্যস্তি যে নিজের সাইটে পর্যন্ত পোষ্ট দিতে পারছিনা । তাই আপনাদের জন্য কিছু করতে পারছিনা , দু্ঃখিত । তবে সময় পেলে আমি আমার সাইটে এ বিষয়ে কিছু পোষ্ট দেবো আশা রাখছি । আপনারা আমার সাইট ইউ,আর,এল রাখতে পারেন ।

INTERNET & IT