জেনে নিন !! আসলেই কি ফেসবুক একাউন্ট হ্যাক করা যায় ? যদি যায় তাহলে কিভাবে ? এবং হ্যাক হওয়ার হাত থেকে বাঁচার উপায় !!

আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো আসলেই কি ফেসবুক একাউন্ট হ্যাক করা যায় ? যদি যায় তাহলে কিভাবে ?

 

এখন তোলপাড় করা টপিক হচ্ছে ফেসবুক  একাউন্ট হ্যাক !! এটা নিয়ে মাথা ঘামায় না এমন  লোক খুজে পাওয়া দায় ! আসলেই কি একাউন্ট হ্যাক করা যায় ??

হ্যাঁ আসলেই ফেসবুক আইডি হ্যাক করা সম্ভব !! তবে ফেসবুকের কোনো ত্রুটি বের করে কিংবা তাদের সিকিউরিটি ব্রেক করে নয় !!

তাহলে কিভাবে ? মনে প্রশ্ন আসতেই পারে !!

আমরা আজ যে বিষয় নিয়ে কথা বলছি তার সাথে সম্পর্কিত একটা টপিক যুক্ত হচ্ছে সেটা হচ্ছে Social Engineering !!

Social Engineering  কি  ?

ইন্টারনেটে এর হাজার রকম ডেফিনেসন আছে ! সহজ বাংলা ভাষায় Social Engineering হচ্ছে  কাউকে মানসিক ম্যানিপুলেশন করে তার কাছ থেকে তথ্য হাতিয়ে নেয়ার কৌশল !!

আর ইকটু সহজ ভাষায় উদাহরন সহ বললে : আপনি যা দেখবেন সেটা আসলে সত্য বলে মনে হলেও সত্য না ! এমন কিছু করে আপনার কাছ থেকে তথ্য হাতিয়ে নেয়াই হচ্ছে Social Engineering !! যেমন : ফেসবুক ফিশিং !

এখন আসি আসল কথায় !! ফেসবুক একাউন্ট হ্যাক এর সাথে Social Engineering এর কি সম্পর্ক ? সম্পর্ক আছে ! ফেসবুক একাউন্ট হ্যাক করার জন্য Social Engineering এর ভুমিকা অনেক !

ফেসবুক একাউন্ট  তো হ্যাক করা সম্ভব !

কি কি পদ্ধতিতে হ্যাক করা সম্ভব ?

১। ফেসবুক ফিশিং 

ধরেন আপনি একটা পেজ বানালেন যা দেখতে হুবুহু ফেসবুক লগিন পেজের মতো ! এখন দরকার হবে Social Engineering  !! আপনি যার একাউন্ট হ্যাক করবেন তাকে ফুসলিয়ে বা লোভ দেখিয়ে আপনার ভুয়া ফেসবুক লগিন পেজে তাকে লগিন করাবেন ব্যাস আপনি জেনে গেলেন তার পাসওয়ার্ড ! লগিন করনোর জন্য যা করলেন তাই Social Engineering 😀

২। ডিকশনারি অ্যাটাক

আপনি একজনের ফেসবুকের ইউজার নেম জানেন এবং মনে হচ্ছে সে কমন পাসওয়ার্ড ব্যবহার করেছে !এখন দুনিয়াতে তো আর কম কমন পাসওয়ার্ড নাই ?? কিন্তু আপনি তার মধ্যেও বেশি কমন পাসওয়ার্ড গুলু দিয়ে একটা পাসওয়ার্ড লিস্ট বানালেন !

ধরেন পাসওয়ার্ড লিস্টে  দুই হাজার পাসওয়ার্ড আছে এখন আপনি যদি একটা একটা করে পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগিন করেন আপনার কতো দিন লাগবে ?? একটা পাসওয়ার্ড দিয়ে যদি ১ মিনিট লাগে তাহলে প্রায় ১০০০ মিনিট = ১০০০/৬০ = 16+ ঘণ্টা লাগার কথা !

 

আপনার এই কাজটা সহজে এবং কম সময়ে করার জন্যই Dictionary Attack !  হুম এখন বুঝতে পেরেছেন ?? Dictionary Attack কি?আপনার  বানানো Password Dictionary টা  থেকে একটা একটা Password স্বয়ংক্রিয় পদ্ধতিতে লগিন পেজে ব্যবহার করা হলে এটাই হবে Dictionary Attack !

অনেকের প্রশ্ন ভাই এভাবে কি আদৌ হ্যাক করা সম্ভব ? কারন পাসওয়ার্ড লিস্টে যদি পাসওয়ার্ড না থাকে ?

এটার উত্তর আমার কাছে আছে 😀 আমরা সাধারনত পাসওয়ার্ড কি দেই ? চিন্তা করেন আপনি কি দিয়েছেন ?

ফোন নাম্বার ? বা তার অর্ধেক ? নাম ? প্রিয় মানুষের নাম ? অথবা পছন্দের কোনো শব্দ ?

এখন  এই সব ইনফো দিয়ে যদি একটা পাসওয়ার্ড লিস্ট বানানো যায় ? কেমন হয় ? 😀 ভালই হয় ! এটা বানানোর পদ্ধতি আশা করি আগামি কিছু টিউনেই পেয়ে যাবেন !  😈  (Dictionary Attack করে  ফেসবুক একাউন্ট হ্যাক করার পদ্ধতি নিয়ে আমার টিউন  )

৩। ফরগেট পাসওয়ার্ড

বলে রাখা ভালো এই পদ্ধতিটা সবার ক্ষেত্রে কাজে আসে না ! !!!!! আবার এটার জন্য ইকটু এক্সপার্ট হতে হয় ! এটা বর্ণনা করলে আরেকটা টিউন হয়ে যাবে তাই বিস্তারিত না বলে আমি শুধু সিস্টেমটা বলছি !! যার একাউন্ট হ্যাক করবেন তার ইউজার নেম লাগবে ! ফেসবুকের লগিন পেজে গিয়ে  Forget Your Password? এ ক্লিক করে যার একাউন্ট হ্যাক করবেন তার ইউজার নেম দিয়ে Search দিবেন !

যে পেজটা আসবে সেখানে নিচে  No longer have access to these? ক্লিক করবেন !

তারপর অনেক ধরনের কাজ করতে হতে পারে !!

আশা করি প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আমার বিস্তারিত টিউন পাবেন 🙂

এখন কথা হলো হ্যাক হওয়ার হাত থেকে বাঁচার উপায় কি ?

সেটাও আছে 😀

এই নিয়ে আমার একটা বিস্তারিত টিউন আছে দেখে নিতে পারেন !

Hack হওয়ার হাত থেকে Facebook আইডি রক্ষার উপায় !

আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন 🙂

আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran  !! সবাইকে ধন্যবাদ !

Do Not Copy ! Copying Don't Make You Writer !  😉 

কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !

Level 0

আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাল টিউন।। 🙂

ভালো টিউন 😛 চালিয়ে যাও ইমরান 😀

বাঁচার উপায় টা দেখলাম ভাই, ধন্যবাদ আপনাকে