এসে গেল ক্যাস্পারস্কির সকল ভার্সনের সকল প্রকার লাইফ টাইম হ্যাকিং!!!, আজীবন চালান ক্যাস্পারস্কির যেকোন ভার্সন, লাইফটাইম ট্রায়াল অথবা ওয়ার্কিং কীর সাহায্যে।

ক্যাস্পারস্কি নিয়ে আমার নতুন কিছু বলার নাই, এর উপর আমার বেশ কিছু টিউন আছে। তাছাড়া টেকটিউন্সে ক্যাস্পারস্কির উপর অনেক টিউন হয়েছে। অতি উৎসাহী কেউ থাকলে ক্যাস্পারস্কি ২০১১ নিয়ে আমার এই টিউনটি দেখতে পারেন। আমি avast/avira/AVG/Norton/Raising/Eset/Iobit/Comado etc etc ব্যবহার করেছি বাট ভাইরাস এর হাত থেকে বাঁচতে পারিনি।আমি গত ২বৎসর ধরে আমি ক্যাস্পারস্কি ইউজ করছি আর এই ২বৎসরে আমাকে ভাইরাস জনিত কোন কারনে এক্সপি সেটাপ দিতে হয়নি।আমি এটি নিয়ে ১০০% satisfied. তাই ক্যাস্পারস্কি সম্পর্কিত নতুন কিছু পেলে আমি সাথে সাথে শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক হয়তো টিটিতে আমার মত আরো অনেক ক্যাস্পারস্কি ইউজার আছেন তাদের জন্য মুলত আমার এই টিউন। আর যারা অন্য এন্টিভাইরাস ইউজ করেন তারাও এই সফটওয়্যারটি সংগ্রহে রাখতে পারেন কারন বলা যায় না কখন কিসের দরকার পরে।

আজকে আমি আপনাদের সাথে যে জিনিশটি শেয়ার করব সেটি সংগ্রহে রাখার মত একটি সফটওয়্যার। আমার আজকের এই টিউন ক্যাস্পারস্কির কোন নির্দিস্ট ভার্সনের জন্য নয়, আমার আজকের টিউন ক্যাস্পারস্কির রিলিজ পাওয়া এযাবৎ কালের সকল ভার্সনের জন্য। আজকের সফটওয়্যারটির নাম "Kaspersky key loader & trial reseter" আমরা যারা ক্যাস্পারস্কি ইউজ করি তাদের সবচে বড় ঝামেলা হয় "কী" নিয়ে। কিছুদিন পর পর "কী" ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। এই সফটওয়্যার টির মাধ্যমে প্রতিনিয়ত "ওয়ার্কিং কী" নামাতে পারবেন। এই সফটওয়্যার এর "কী স্টোর" নিয়মিত আপডেট করা হয়। তাছাড়া ট্রায়াল রিসেটারের মাধ্যমে এর যে কোন ভার্সনের আজীবন ট্রায়াল লাইফ উপভোগ করতে পারবেন। তো আর কথা না বলে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি, তারপর চলে যাচ্ছি বিস্তারিত বর্ননায়।

কাজ করার আগে ক্যাস্পারস্কির প্রোটেকশন পজ বা টোটাল অফ করে নিন।

ক্যাস্পারস্কি বা  অন্য এন্টিভাইরাস এটিকে ভাইরাস/ট্রোজান বা আনওয়ান্টেড সফটওয়্যার হিসাবে ডিটেক্ট করতে পারে। ভয় নেই এটি কোন ভাইরাস বা ট্রোজান না।

ডাউনলোড করার পর জিপ ফাইলটি Extract করুন। ফোল্ডার এর ভেতর KKLL.Exe  ফাইলটি রান করান। রান করানোর সময় আপনার নেট কানেকশন চালু রাখতে হবে। কিছুক্ষন সফটওয়্যারটি তার প্রয়োজনীয় কিছু ফাইল ডাউনলোড করে নিবে। এর পর নিচের মত উইন্ডো আসবে।

১. সফটওয়্যারটির মেইন উইন্ডো এটি, এতে ক্যাস্পারস্কির সকল ভার্সনের লিস্ট দেওয়া আছে।

আজীবন "কী" ইউজ

২. আপনার যে ভার্সনের "কী" লাগবে তা সিলেক্ট করুন, একাধিক ভার্সনের "কী"  সিলেক্ট করতে পারবেন।

৩. সিলেক্ট করে ডাউনলোড দিন, ডাউনলোড করতে কারসর চিহ্নিত স্থানে ক্লিক করুন।

৪. সফটওয়্যার এর মেইন ফোল্ডারের ভিতর "KEY" নামে একটি ফোল্ডার আছে, ডাউনলোডকৃত "কী" গুলো সেই ফোল্ডার এ জমা হবে। এবার সিম্পলি ইউজ করুন। কিছুদিন পর "কী" ব্ল্যাকলিস্টেড হয়ে গেলে পুর্বের নিয়মে নতুন "কী" নামান।

আজীবন ট্রায়াল লাইফ

৫. আজীবন ট্রায়াল লাইফ পেতে চাইলে, প্রথম ৩০দিন ট্রায়াল শেষ হবার পর সিস্টেম ট্রে থেকে ক্যাস্পারস্কি এক্সিট করুন, সফটওয়্যারটির "Trial Life" Tab ক্লিক করুন এবং সিম্পলি "Trial reset" ক্লিক করুন, পেয়ে যাবেন আরো ৩০দিনের ট্রায়াল। ৩০দিন শেষ হলে একই পদ্ধতী আবার ইউজ করুন।

৬. এই হল মোটামুটি সফটওয়্যারটি।

সময় নিয়ে টিউনটি,যত্ন করে গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আকাশ মিয়াতো ক্যাস্পারস্কি কোম্পানির ভাত মেরে দিবা।
জটিল টিউন।

    হেঃ হেঃ হেঃ খারাপ বল নাই, কিন্তু কি করুম বল? আমাদের তো অত টাকা পয়সা নাই যে লাইসেন্স কিনা ইউজ করুম। আর মাগ্না পাইলে টাকা দিয়া কিনুম কেন? যাই হোক সুন্দর মন্তব্যের জন্য তোমাকে এক আটি ধইন্না পাতা দিলাম।

ধন্যবাদ ভাইজান।

kaspersky 2011 সরাসরি key ফাইল দিয়ে active করা যাই ? আমার মনে হই direct কী input দিতে হই…।

    করা যায়। আপনার নেট প্রথমে অফ করুন, তারপর “Active commercial virson” এর যায়গায় “44UEA-CYRAJ-NMAV3-YXX4V” এই কোডটি দিয়ে ওকে করুন। এরর দেখাবে এবং আপনি আপনার কী ইউজের সুযোগ পাবেন।

আমি লাইসেন্সড ভারশন ইউজ করি এবং আমার পরিচিত দুইজনরে আইজকা কিন্না দিলাম। kaspersky এর লাখান জব্বর ভাইরাস নাশক আর নাই। যারা বলে এটি পিসি কে স্লো করে দেয়। আমি সিউর বেশরিভাগই পাইরেটেড ভারশন / ট্রায়াল ইউজ করে থাকেন।

আকাশ ভাই, আপনি নিশ্চয়ই এত গরীব না যে ১বছরে নিশ্চিন্তে থাকার বিনিময়ে ১১০০ টাকা (মাসে ৯২ টাকা) বা ৭০০ টাকা (মাসে ৫৮ টাকা) খরচ করতে পারবেন না।

    প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি ২ বছর যাবৎ এটি ইউজ করছি এবং চুরি করে। মাগার পিসিতো কখনো স্লো মনে হয় নাই। আর এই ২বছরে একটা ভাইরাসও আমার পিসি এটাক করতে পারে নাই। তাইলে শুধু শুধু টাকা দিয়া ইউজ করুম ক্যান? প্রতি মাসে এই ৯২ টাকা দিয়া অন্তত একবার হাফ প্যাকেট বিরানি খাইতে পারুম, সেইটা কাজে দিব,হেঃ হেঃ হেঃ। 🙂

আকাশ ভাই মজা লাগ্ল খুব।আমার উপকার এ আসবে ধন্নবাদ।

    ধন্যবাদ ছোট বালক।

আকাশ ভাই দারুন হয়েছে চালিয়ে যান।(fb তে add মারছি গ্রহন কইরেন)

    অনেক ধন্যবাদ “আশার আলো”

টিউনটি সরাসরি প্রিয়তে যুক্ত করলাম।

    মন্ত্যব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ রুহুল ভাই।

আমিতো kaspersky চালাই আর আপনার টিউনটা আমার কাজে লাগব। টিউনের জন্য ধন্যবাদ আকাশ ভাই। ফেসবুকে এ্যাড করতেছি।

    ধন্যবাদ রাশেদ ভাই।

মনে হয় কাজে আসবে ধন্যবাদ।

    ধন্যবাদ আউয়াল ভাই।

দারুন ধন্যবাদ।

    ধন্যবাদ মাহফুজ ভাই।

যদিও আমি মাইক্রোসফটেরটাই ইউজ করি,
তবুও আপনার সুন্দর টিউনটি প্রয়তে রেখে দিলাম কারন কাজে লাগতেও পারে,
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

    অনেক ধন্যবাদ আতাউর ভাই।

অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনের জন্য

    মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ

ami kespersky license version use kori but apnar ta shongroha rakar moto 🙂

    ধন্যবাদ তানভীর ভাই, আশা করি লাইসেন্সের মেয়াদ শেষ হলে এটি ইউজ করবেন।

ভাই আমি kespersky virus protection পুরা অফ কইরা দিছি, এখন আমি এটা অন করতে পারতেছিনা। রিমুভ করে নতুন করে install দিলাম but কোন কাজ হলোনা। কিভাবে এর পুরা protection অন করতে পারবো একটু জানাবেন PLEASE.

    সিস্টেম ট্রেতে ক্যস্পারস্কির আইকনের উপর রাইট বাটন ক্লিক করুন, একটি ড্রপডাউন লিস্ট আসবে, তখন “Resume Protection” এ ক্লিক করুন, আপনার virus protection চালু হবে।

ধন্যবাদ।

kkll.exe has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience.

রান করলে এইরকম দেখায়!!!! কি করব?

    এন্টিভাইরাসের প্রোটেকশন অফ করেছিলেন কি? তাছাড়া ক্যাস্পারস্কির ঠিক মত ইন্সটল আছে তো? সমস্যা হওয়ার তো কথা না। রি-ডাউনলোড করে দেখতে পারেন।

প্রিয়তে রাখলাম।পিসি সেটআপ করে কাজে লাগাবো। ধন্যবাদ টিউনের জন্য।

    ধন্যবাদ আরিফ ভাই

ধন্যবাদ ভাই আমাদের মত গরীব মানুষদের জন্য সুন্দন উপায় বাৎলে দেয়ার জন্য। কিন্তু একটা সমস্যা আমি মাত্র দুইদিন আগে ডেট এক্মপায়ার হওয়ার কারনে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি আনইনস্টল করলাম। এখন বলুন আমি কিভাবে এই জিনিস আবার ইউজ করতে পারি। অনেক ধন্যবাদ।

    আগে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি রি-ইন্সটল দেন, তারপর কিভাবে কি করতে হবে তা টিউনে বিস্তারিত বলা আছে। তারপর পরও যদি যা পারেন, বলবেন। আমি তো আছি ই।

ধন্যবাদ আকাশ ভাই । খুবি সুন্দর টিউন হয়েছে । আমরা এ রকম আরো কার্যকরি টিউন আশা করি আপনার কাছ থেকে । ভাল থাকবেন ।

    ধন্যবাদ সাইদ ভাই।

আকাশ ভাই আপনার ফাইল টির সাইজ কত ?

Level 0

আকাশ ভাই, আমি Kaspersky Anti-Virus 6.0.1.405 ব্যবহার করি। কিন্তু কিভাবে করব ????? ধন্যবাদ…….।

    Kaspersky Anti-Virus 6 সিলেক্ট করে কী ডাউনলোড করুন। অথবা ট্রায়াল রিসেট করুন। টিউনে বিস্তারিত দেওয়া আছে।

হুমম , কামের জিনিস, আমার কাছেও ক্যাসপারস্কাই বেষ্ট মনে হয়, তবে আমি আমার লাপ্পিতে এ্যান্টিভাইরাস ইউজ করি না, এবং গত ৩ মাসে একবারো ভাইরাস আমারে ধরে নাই

আকাশ ভাই
কেমন আছেন…?? জানেন-তো আমি কম্পিউটার ভাল পারিনা। তাই আমাকে সরাসরি ডাউনলোড লিংক দেন….Plzzz…..ভাল থাকবেন খোদাহাফেয…

আমি kaspersky internet security 2011 কিনে ব্যবহার করছি, পরেরবার 2012 ব্যবহার করতে চাইলে কি করবো? এটার উপরেই কী বসাবো নাকি নতুন trial version download করতে হবে?
যথারীতি প্রিয়তে।

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। kaspersky internet security 2012 সম্পর্কে তো এখন কিছু বলা যাচ্ছে না, আগে আসুক, তারপর দেখা যাবে।

ধন্যবাদ ভাই।

    ধন্যবাদ সুমন ভাই।

Level 0

vai,ami দুখের সাথে জানাচ্ছি আমি ডাউনলোড করতে পারতেছি না।একটু হেল্প করেন প্লিজ।

Level 0

ভাই আমার ল্যাপটপ এ কাজ করতেছ না। kkll a click করলে একটা বক্স আসে,
A problem caused the program to working correctly. Windows will close the program and notify you if a solution is available.
কি করব ভাই সাহায্য করেন। অথবা আমি কি করে ২০১২ এর license কি পেতে পারি।

Level 0

ভাই, ২০১২ তো কাজ করে না,

Level 0

help me