যেভাবে এন্ড্রয়েড এপ আইকন বদলাবেন

যেভাবে এপ এর আইকন চেঞ্জ করবেন

আজকের টিউন টি হলো যেভাবে এন্ড্রয়েড এ একটি এপ এর আইকন চেঞ্জ করবেন। অর্থাৎ আইকন চেঞ্জ করে নতুন আরেকটি আইকন বসাবেন

ধারণাঃ

কেমন হয় যখন ক্ল্যাশ অব ক্ল্যানস অথবা আপনার পছন্দের এপ টির আইকন চেঞ্জ করে নিজের পছন্দমত একটি আইকন চয়ন করে তা বসাবেন আমি কিন্তু একটু ও মিত্যা কথা বলছি না। তবে আপনার এন্ড্রয়েড ডিভাইস 4.0+ হতে হবে অন্যথায় নাও হতে। এতে আপনার এপ এর কোনো ক্ষতি হবে না।

শুধু মাত্র AndroidMenifest এ কিছু চেঞ্জ করবে এবং এপ এর আইকন নেম চেঞ্জ করবে শুধু মাত্র এবারে কাজের কথায় আসি। আমি নিচে এর পুর্নাঙ বর্ণনা দিচ্ছি। তবে আপনি সাহায্য চাইলে যোগাযোগ করবেন। কিন্তু আমি এটা সম্পুর্ণ করে বলে বুঝিয়ে দেব তাই মনে হয় কোনো সমস্যা হবেনা। তবুও সমস্যা হয়ে থাকলে নিচের টিউমেন্ট বক্স সহ নিচে আমার দেয়া কন্টাক্ট করার ঠিকানা তে আমাকে খুজে পান এবং কম্পোজ করে আপনার সমস্যা অথবা মতামত জানান। আমি সাগ্রহে রিপ্লাই দিব। ধন্যবাদ আপনাকে। এবার দেখে নিন আপনার কি কাজ আছে?

কার্যধারাঃ

একটি ছোট এপ ডাউনলোড করতে হবে। এপ্টি ছোট বেশি এমবি না। মাত্র ২ এমবি কিন্তু খুব জটিল একটি এপ। এবার দেখে নিন কিভাবে করবেন।  App Permission Remover নামক এপ টি ডাউনলোড করুন এবং আপনার ডিভাইস এ ইন্সটল করে নিন। সেটি ওপেন করুন।

Select an app এ যান। আপনার এপ টিতে ক্লিক করুন। Image এ যান যেখানে এপ টির আইকন পাবেন সেখানে ক্লিককরুন।

Replace With এ ক্লিক করুন। আপনার আইকন দিন।

এখন হয়ে গেছে সম্পুর্ণ। Save & ReInsall এ প্রেস করুন।
FaceBook|GMail

Level 0

আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

    আমি আগামি তে এরকম ভুল করব না । কিন্তু আপনারা আমার কাজ সম্পর্কিত সাধারন সহায়তা করুন কিভাবে কত টাকা করে আমি আয় করব কেননা আমি সম্পুর্ণ নতুন টিউনার এবং আপনাদের কে মেইল করতে পারছি না । তাই আমাকে সাহায্য করুন ।

    ঠিক আছে কিন্তু আমার প্রফাইল কেনো আপডেট দিতে পারছি না। Gender, Birthday kuthay include করব