কোন নাম এবং আইকন ছারাই ফোল্ডার বানিয়ে ফেলুন আর লুকিয়ে ফেলুন গোপন ফাইল কেউ খুজে পাবেনা

আসসালামু আলাইকুম  সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। 🙂  প্রিয় টেকটিউনস বন্ধুরা আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আবারো চলে এলাম আপনাদের মাঝে একটি মজার টিউন নিয়ে। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনার পিসিতে কোন নাম এবং আইকন ছারাই ফোল্ডার বানাবেন। আর লুকিয়ে ফেলুন গোপন সব ফাইল কেউ খুজে পাবেনা আপনার গোপন ফাইল তাহলে চলুন কাজে নেমে পরি।

প্রথমে একটি নিউ ফোল্ডার বানিয়ে নিন তারপর Alt+255 চেপে ইন্টার প্রেস করুন তাহলে কোন নাম ছারায় একটি ফোল্ডার হয়ে যাবে। তারপর ফোল্ডার এর Properties এ গিয়ে Customize এ যান তারপর Change Icon তে ক্লিক করে Blank Icon পাবেন।ব্যাস এবার Blank Icon সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসুন আর দেখুন মজা। আপনাদের যদি বুঝতে কোন প্রব্লেম হয় তাহলে আমার বানানো ভিডিওটি দেখতে পারেন নিচে ভিডিও এর লিঙ্কটি দেয়া হলো।

ইউটিউব ভিডিও লিঙ্ক ঃ

ভিডিওটি দেখে সবাই আসা করি সফল হতে পারবেন। আর কোন প্রব্লেম হলে টিউমেন্ট করতে ভুল্বেন না। আমার ভিডিও টি ভাল লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যনেল এর নাম Tech Priyo

পরের ভিডিও এর জন্য Subscribe করতে ভুলবেন না আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে চাইলে আমার ফেইসবুক আইডি  Nahid আজকের মতো আমার টিউনটি এখানেই শেষ করছি আগামি টিউনে আবার  দেখা হবে সবায় ভাল থাকবেন

আল্লাহ হাফেজ

Level 0

আমি রিয়েল নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস