কারা আপনার ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়তই ভিজিট করছে?

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু ওয়ালাইকুম জনতা!

সবাই ভাল আছেন আশা করছি। আজ আপনাদের শিখানোর উদ্দেশ্যে নিয়ে এলাম সুন্দর একটি ফেসবুক নিয়ে একটা মজার ট্রিক। 

এই ট্রিকটা তাদের জন্যই এই ব্যাপারে চিন্তিত যে ”কারা আপনার ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়তই ভিজিট করছে? “।

পছন্দের মানুষটা  ইগনোর করছে, কাছের মানুষটা দুরে সরে যাচ্ছে কিনা ইত্যাদি নানা রকম কনফিউশনে অনেকেই ভুগছেন।

কিন্তু আপনি  যদি ফেসবুক থেকেই জানতে পারেন যে কেউ প্রতিনিয়তই আপনার অগোচরে আপনার প্রোফাইলে ঢুকছে, আপনার ছবি দেখছে, আর সে যদি হয় আপনার আকাংক্ষিত মানুষটা তাহলে ভাবুন আপনার অনুভুতিটা কেমন হবে! আমার সাথে অবশ্যই শেয়ার করবেন কিন্তু!

তাহলে চলেন কাজের কথায় আসা যাক।  প্রথমেই বলে রাখছি, আপনার প্রোফাইল ভিজিটরদের হাতেনাতে ধরার জন্য কিন্তু  একটা কম্পিউটার আর ইন্টারনেট থাকা আবশ্যক।

১/  আপনার কম্পিউটারের ” গুগল ক্রোম ” অথবা ” ফায়ার ফক্স ” থেকে ফেসবুকে লগইন করুন। তারপর বাম পাশে  নামের উপর ক্লিক করে আপনার প্রোফাইল/টাইমলাইন এ যান।

২/  টাইমলাইনে আসার পর কী-বোর্ড থেকে CTRL + U একসাথে চেপে ধরুন।

তাহলে দেখবেন ব্রাউজারে নিচের মতন আরেকটা উইন্ডো খুলে গেছে।

এত হিজিবিজি কোড দেখে ভয় পাওয়ার কিছু নেই। এগুল আপনার টাইমলাইনের সোর্চ কোড আর এখান থেকেই তাদেরকে হাতেনাতে ধরতে পারবেন যারা কিছুক্ষনের মধ্যে আপনার টাইমলাইনে এসেছিল কিংবা  এখনও আছে।

৩/ এবার আপনার কী-বোর্ড থেকে  CTRL+F  একসাথে চাপুন।

তাহলে ঐ পেজেই দেখবেন সার্চ করার জন্য একটা বক্স এসছে।  ঐ বক্সে লিখুন  "InitialChatFriendsList"। এটা  লিখলেই আপনি আপনার কাংক্ষিত স্থানে পৌছে যাবেন।

দেখুন, CTRL+F চাপার পরে যে বক্সটা এসছে ওখানে আমি  "InitialChatFriendsList"  টাইপ করার সাথে সাথে সোর্চ কোড  এর মধ্যে ঐ স্ট্রীং টা খুঁজে নিয়েছে। আমাদের কাজ মুলত এখানেই।

৪/  নিচের স্ক্রীনসট এ যে আইডি গুল মার্ক করেছি, এবং তার আসেপাশে সিরিয়ালে (100022741721417) এরকম যত আইডি দেখতে পাচ্ছেন এনারাই মুলত কিছুক্ষনের মধ্যে আমার টাইমলাইনে  এসে চা নাস্তা করে গিয়েছেন  কিংবা কেও কেও এখনও আছেন।

তো জনতা গন, ভাবছেন এবার কি করবেন?  এবার আর কিছুই না, আপনার কাজ শেষ। এবার এখান থেকে একেকটা আইডি কপি করুন। এবং ব্রাইজারের এড্রেসবারে facebook.com এর পাশে স্ল্যাস (/) দিয়ে আইডিটা পেস্ট করুন, যেমন (facebooj.com/আইডি)।  তারপর এন্টার চাপলেই তার প্রোফাইল আপনার চোখের সামনে চলে আসবে।

ভাবুন আপনাকে যে প্রতিনিয়ত  ইগনোর করছে সেই বার বার আপনার টাইমলাইনে আসছে, আপনার ছবি দেখছে  তার মানে সে আপনাকে নিশ্চয় মিস করছে।

এটা একটা ভাল খবর, আপনি মনের দিক থেকে শান্তি ফিরে পেলেন এবং তখনই  জনতা ব্লগ এর জন্য দোয়া করে দিলেন। ব্যাপারটা বেস ভালই হবে তাইনা?

Level 0

আমি মোস্তাফিজ আর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai andaje ekta jinish leikha dilen…..oita chat list vai….not visitor people list

ওইটা চ্যাট লিস্ট কিনা আমি আপনাকে তার প্রমান দিতে পারবো ।