অন্যের পিসিতে স্পাই রাখতে চান?? তাহলে আসুন, একটি হ্যাকিং সফটওয়্যারের সাথে পরিচিত হই (নতুনদের জন্য)

গত টিউনে কিছু শক্তিশালী রিমোট কীলগার সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। অনেকে যারা নতুন এর আগা মাথা কিছুই বুঝতে পারেননি। অনেকে আবার বলেছেন এরপর থেকে একটু বিস্তারিত টিউন করতে। আজকের টিউনটি যথাসম্ভব সকলের নিকট সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। যারা হ্যাকিংয়ে আগ্রহী কিন্তু নতুন এবং শেখার আগ্রহ আছে তাদেরকে আমার আজকের টিউন উৎসর্গ করছি।

কারও ক্ষতির জন্য নয় বরং শুধু শেখার এবং জানার উদ্দেশ্য নিয়ে টিউনটি দেখুন

যে সফটওয়্যারটি নিয়ে আজকের এই টিউন সেটার ব্যবহার অত্যন্ত সোজা এবং যে কেউ দেখলেই পারবেন। এটা ভিকটিমের কোনো ক্ষতি করবে না শুধু সে কোন কোন সাইট ভিজিট করছে তা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। তারচেয়েও বড় কথা প্রতি মেইলে একটা করে স্ক্রীনশর্টও পাঠিয়ে দেবে। খুব সহজেই আপনি সেই পিসির ওপর নজরদারি করতে পারবেন। তবে এই সহজ সরল সাধারণ keylogger এর সাহায্যে আপনি অসাধারণ কাজও করতে পারবেন। তবে 'কিছু নিতে গেলে কিছু দিতে  হয়' এর ক্ষেত্রেও এই কথাটি প্রযোয্য। এই keylogger ব্যবহার করতে হলে Microsoft.Net Framework আপনার এবং ভিকটিম উভয়ের পিসিতে ইনস্টল করা থাকতে হবে। এইটা অনেক ঝামেলা কারণ নিজের পিসিতে ইনস্টল করা থাকলেও অন্যের পিসিতে নাও থাকতে পারে। তাই এইটা সব জায়গায় কাজ করে না। তবে যেহেতু আমরা জানার উদ্দেশ্য নিয়ে শিখছি তাই শেখাটাই আগে।

প্রথমে Microsoft.Net Framework এইখান থেকে ডাউনলোড করুন। যাদের নাই করে নিন কারণ অনেক ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো এইটা ছাড়া চালু হয় না। এর পরে অনেক নতুন ভার্সন বের হয়েছে। চাইলে সেইটা খুঁজে নিতে পারেন। Net framework না থাকলে সফটওয়্যার চালু করার পর এই ধরণের error ম্যাসেজ আসবে-

ডাউনলোড করার পর ইনস্টল করেছেন? তাহলে এখন কীলগারটি ডাউনলোড করুন-


জীপ ফাইলটি আনজিপ করলে ফোল্ডারের ভেতর তিনটি ফাইল দেখতে পাবেন। এর মধ্যে stub নামের জিনিসটা থেকে হাত দূরে রাখুন। key logger টির মেইন মেনু-

প্রথমে আপনার জিমেইল অ্যকাউন্ট ও আক্যাউন্টের পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড ঠিক না হলে মেইল যাবে না। ভয় থাকলে একটা ফেক জিমেইল আ্যাকাউন্ট খুলে নিন। মেইল ও পাসওয়ার্ড দেওয়ার পর test এ ক্লীক করুন। সাথে সাথে আপনার দেওয়া মেইলে টেষ্ট মেইল যাবে। যদি যায় বুঝবেন সবকিছু ঠিকঠাক আছে।

এরপর সার্ভার নেম এবং সময়। যেই নামে ফাইলটি ভিকটিমের কাছে যাবে সেটিই সার্ভার নেম। সুতরাং এমন নাম দেন যেটাতে কেউ বুঝতে না পারে যে এইটা অকামের জিনিস। যতটুকু সময় পরপর আপনি মেইল চান তা সিলেক্ট করুন interval এ। সর্বনিম্ন ৩ পর্যন্ত সিলেক্ট করতে পারবেন।

অপশনে সবগুলো টিক সিলেক্ট করুন। এগুলো যা যা করবে-

  • virus scannig site ব্লক করবে।
  • পিসি চালু করার সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে।
  • এন্টিভাইরাস ডিজেবল করবে।
  • Taskmanager ডিজেবল করবে।
  • রেজিস্ট্রি ডিজেবল করবে।

ফেক ইরর মেসেজে ক্লীক করে মেসেজটি লিখুন (না লিখলেও সমস্যা নাই)। server রান করানোর সাথে সাথে মেসেজটি শো করবে।

এবার Build এ ক্লীক করুন। যেখানে extract করেছেন সেখানে একটি server তৈরী হবে। সার্ভারটির আইকন চাইলে চেঞ্জ করে দিতে পারেন যাতে কেউ সহজে ধরতে না পারে। তবে সার্ভারটিকে জিপ ফাইল করা জরুরী। এন্টিভাইরাস ডিজেবল করার কথা বললেও অধিকাংশ এন্টিভাইরাস একে ধরে ফেলতে পারে। জিপ ফাইল কী ভাবে তৈরী করতে হয় তা জানতে আকাশ ভাইয়ের এই  টিউনটি দেখুন। এখন সার্ভারটিকে কারও কাছে মেইল করে পাঠিয়ে দিন। ফাইলটিকে attach করার পরিবর্তে কোনো ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে দিন। সবচেয়ে ভালো হয় যদি dropbox এ যেয়ে আপলোড করেন। এখানে আপলোড করলে লিঙ্কে ক্লীক করলে সাথে সাথে সেভ ফাইল চলে আসবে। প্রথমে এখানে ক্লীক করে dropbox এ সাইন আপ করে নিন। তারপর লগ ইন করে public ফোল্ডারে আপনার সার্ভারটি আপলোড করে লিঙ্কটি কারও কাছে পাঠিয়ে দিন।

সে যদি লিঙ্কে ক্লীক করে তাহলে সাথে সাথে ফাইল সেভের উইন্ডো আসবে। আর সেটি ডাউনলোড করলেই কাজ ফিনিশ। 🙂 😀 😛

এই হল গা এই সফটওয়্যারের সাধারণ প্রয়োগ। আপনি নিজের পিসিতে একবার টেস্ট করে দেখতে পারেন। তবে অন্য সফওয়্যারের সাহায্য নিয়ে এটিকেই অন্যরকম শক্তিশালী করে তোলা যায়। অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মত। কেমনে?

তাহলে দেখুন এই টিউনটি-

মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে টিউনটি পড়ুন। তারপর সার্ভারটি আপলোড করুন ঐ ড্রপবক্সে। যে কোনো ডাইরেক্ট ডাউনলোড সাইটে আপলোড করলেও হবে। তারপর সেই লিঙ্কটা বসিয়ে দিন ঠিক এই জায়গায়-

যদি আপনার তৈরীকৃত সার্ভারে কেউ ক্লীক করে তাহলে প্রথমে এই কীলগারটি তার কাজ শুরু করবে এবং কয়েক সেকেন্ড পর সেই ট্রোজানটি সেই লিঙ্ক হতে ডাউনলোড তো হবেই অটোমেটিক পিসিতে রানও হয়ে যাবে।যদি হয় তাহলে আপনিও হয়ে যাবেন সেই পিসির আরেক দখলদার। 😉

তবে এইভাবে আবার আপনি আপনার নিজের পিসিতে টেস্ট করতে যাইয়েন না। তাহলে ট্রোজান আপনার সর্বনাশ করে দিবে। সবসময় একটু সাবধান থাকবেন।

..................................................................................................................................................................................

সবশেষে বলি, যারা হ্যাকিং পছন্দ করেন না তারা দয়া করে উল্টা পাল্টা কোনো কমেন্ট করবেন না। আপনাদের উৎসাহেই আজ আমি এই টিউনটি করতে পারলাম হয়তো এই জন্য সামনেও চালিয়ে যেতে পারব। টিউনটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগল..অনেক আগে থেকে টুকটাক হ্যাকিং শেখার ইচ্ছা ছিল..আপনাদের টউনগুলোর জন্যে এখন কিছুটা শিখতে পারছি…চেষ্টা করে দেখব। ধন্যবাদ..

thank's ai sundor tunes ar jonno kaje lagbe.

Level 0

nice

ভালা প্রচেষ্টা। টেটিতে নিয়মিত হওন। অসংখ্য ধন্যবাদ।

Level 0

ভাই পুরা মাক্ষি টিউন করেছেন ।

Level 0

Bro email id hack korar kono easy way ase?

    প্রায় সকল হ্যাকিংয়েই ফাঁদ পাততে হয়।…আমার আপাতত ডাইরেক্ট হ্যাকিং জানা নেই…জানলে শেয়ার করব.. 🙂

Level 0

Assalamu Alaikum. Ur software (http://www.mediafire.com/?mrpbt621qpuyy4m)is not fully downloading.It is shown spyware block message in my computer.Pls eke out me for downlaoding.
Thanks a lot for ur informative tune.
Love.
Zahid.

    আমি আপনার জন্য বেশ কয়েকবার ডাউনলোড করলাম…ফেমওয়ার্ক আনইনস্টল এবং ইনস্টল করলাম..কিন্তু কোনো সমস্যা তো খুঁজে পাইলাম না… 😕
    আপনি যদি না করে থাকেন তাহলে নেট ফেমওয়ার্ক ইনস্টল করেন এবং সবচেয়ে বড় কথা ডাউনলোড এবং কাজ করার সময় এন্টিভাইরাস ডিজেবল করে রাখুন ….এতে কাজ হতে পারে

এই টিউন আমাকে উৎসর্গ করার জন্য ধন্যবাদ। 😀 কারন, আপনিই বলেছেন: যারা হ্যাকিংয়ে আগ্রহী কিন্তু নতুন এবং শেখার আগ্রহ আছে তাদেরকে আমার আজকের টিউন উৎসর্গ করছি।

    আমি তো ভেবেছিলাম আপনি ফেসবুক ছাড়া কিছু বোঝেন না…. 😛
    যাক, হ্যাকিংয়ে আপনার আগ্রহ আছে জেনে ভালো লাগল 😆

@earn2011, আপনারে ধইরা পিডাইতে মন চাইতেছে… টিটির সবাইরে কি ছাগল পাইছেন নাকি? যে পাতার বদলে কাগজ ধরাইলেই সবে খাইবো?

চমৎকার হয়েছে।
এমন টিউন আরও চাই। 😀

Level 0

খুব ভাল ।পরে ট্রাই করে দেখব ।

ট্রাই করত ইচ্ছে করছে খুব, আবার ট্রোজান নাম টা শুনে ভয়ও পাচ্ছি। তারপরও ধন্যবাদ জানাই আন্তরিকভাবে।

    ট্রোজানটুকু বাদ দিয়ে সফটওয়্যারটি use করেন..ভয় নাই… 😀

অফ চরম জিনিস। এরকম আর ও চাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।

Level 0

Many many thanks abar apner kotha moto kaz hoeche.
Best of luck.
Zahid

Level 0

bi ki dekailen amar mata guraitase…. khub valo laglo kaje lagbe thanks

    মাথা ঘুরতিছে?? 🙁 তাহলে তো সমস্যা 😛
    ধন্যবাদ টিউন দেখার জন্য

মজার জিনিষ তো!

খুবই সুন্দর টিউন !!! আরো টিউন চাই !!! 😛 😛 😛

Level 0

খুব ভালো হয়েছে কিন্তু “ProRat v1.9″ use করতে হলে আপনাকে পোর্ট ফরওয়ার্ড করতে হবে। সে ব্যপারে যদি ১টা টিউন করেন তো ভালো হয়।

অনেক সুন্দর একটি টিউন ।

এক কথায় অসাধারন

    অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগল…ধনবাদ আকাশ ভাই।

হ্যাকিং এ আমার কিছু আগেও কোন আগ্রহ ছিল না। তবে এখন বুঝতেছি হ্যাকিং না জানলে জীবনটাই বৃথা 😉
ধন্যবাদ আপনার ফাটাফাটি টিউনের জন্য :*

    টিউন মোতাবেক সব কিছুই করলাম। সার্ভারটি পাঠাবো কিভাবে অন্যের পিসিতে? 😉

    সার্ভার পাঠানো আপনাদের কাজ….এই জায়গাতে ভিকটিমকে অনেক পামপট্টি মারতে হয় 😉
    আমি যেই ভাবে দেখিয়ে দিছি সেইভাবে ফাইলটা আপলোড করেন….যদি ভিকটিম ফেসবুক ইউজার হয় তাহলে তাকে কিছু চটকদার মার্কা কথা লিখে এবং সাথে লিঙ্কটা দিয়ে msg পাঠান….কিংবা মেইল করে দেন… কাজ হয়ে যাবে 😀
    আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য

    😀

Level 2

টিউনার Boss দের কাছে আবেদন আমার কিছু Liberty Reserve এর ডলার চাই । যদি আপনাদের কারও কাছে Liberty Reserve এর ডলার থাকে তা হলে আমার নিকট বিক্রয় করতে পারেন । প্রতি ডলারের দাম দিব ৮০/- টাকা করে ।
যোগাযোগ করুনঃ- 01712843837

ata password churi korbe?

Level 0

ishtiak tumar cell no ta aktu diba

হা হা…ফাড সফটওয়্যার তো আমার কাছেও আছে….আমি বলতে চাচ্ছিলাম কী ভাবে নিজে তৈরী করে সেটার কথা…যাইহোক suggestion দেওয়ার জন্য thanks. পরবর্তী টিউনে ইনশাল্লাহ্ সেইটার কথাও লিখব….
আর আপনি ঝগড়া করতে আসেননি জেনে খুশি হলাম 😆 😆

Level 0

ভাই, হ্যাক করার আগে নিজের কম্পিউটারে "ট্রোজান" ছাড়া ইন্সটল করে দেখলাম… এখন তো task manager & reg. গায়েব!!!! তাড়াতাড়ি কিছু বলেন………

vaire……..eishob virus akhon habijabi marka anti virus o dhoira falay…….FUD korar kichu tricks bolen… 🙁

net framework 4.0 amar windows 7 e install hoina……help chai….