আপনারা সবাই হয়তো কিলার পেনড্রাইভের নাম শুনেছেন যা আপনার পিসি সম্পূর্ন ডিস্ট্রয় করে দিতে পারেন নিমিষেই। কিলার পেনড্রাইভ হতে পারে (১) ফিজিকাল ইলেকট্রনিক্স সার্কিট স্টিমুচার (২) সফটওয়ার/ প্রোগামিং বেসড ড্রাইভ।
মূলত ইলেকট্রনিক্স বেসড কিলার পেনড্রাইভে থাকে একটি আলট্রা সুপার ক্যাপাসিটার যা ডিসচার্জ হওয়ার সময় আপনার পিসির usb পোর্ট যুক্ত পিসির ইন্টারনাল সেন্সিটিভ সার্কিট পুরোটা ধ্বংষ করে দেয়, কার্যত আপনার হার্ডড্রাইভেও চলায় নির্মম ধংষলীলা! আর প্রোগামিং বেসড কিলার পেনড্রাইভে কোডিং স্বরূপ এমনি একটি প্রোগাম সেট করা থাকে যাতে আপনার পিসির সমস্ত ডাটা নিমিষেই ধ্বংষ হয়ে যায়।
তবে আজ আমি এমনি একটা কিলার পেনড্রাইভের গল্প শোনাবো যেটি পিসি নয় স্বয়ং পিসির ইউসার'কেই মেরে ফেলতে সক্ষম; সত্যিকারের কিলার পেনড্রাইভ! দেখতে আট দশটা সাধারন পেনড্রাইভের মতোনই এই Death Drive(সংক্ষেপে DD) যা পিসির যেকোনো ইউএসবি পোর্টে ভরলেই ব্লাস্ট করে এবং নিমিষেই বিষ্ফোরিত হয়ে পুরিয়ে ছারখার করে দিবে ঐ ইউসারকে(যিনি পেনড্রাইভটি পিসিতে কানেক্ট করাবেন)। সোজাসাপ্টা DD এক প্রকার সুপার বোম্ব যা দেখতে স্মার্ট আর আল্ট্রা ইলেকট্রনিকস এর অপূর্ব নিদর্শন সাথে সাথে ভয়াবহ রসায়ন এর ধ্বংষলীলা; এটি এতোটাই হ্যান্ডসাম একটা টেকনোলজি যা বায়ুচাপ/কম্পন/ তাপ ইত্যাদি প্রভাবক হতে নিরাপদ অথচ পিসির ইউএসবি পোর্টের মাত্র ৫ ভোল্টেই এটি সক্রিয় হয়ে শেষ করে ভবলীলা!
আদতে এটি কিভাবে কাজ করে?
মূলত এটি খুবই সরল একটা ইলেকট্রনিক্স মেথড এর ওপর গঠিত যা চাইলে আপনিও বুঝতে পারবেন এমনকি রপ্তও করতে পারবেন। আপনার কমনসেন্স থাকলে আপনি নিশ্চয়ই বুঝবেন যে মাত্র ৫ ভোল্ট কখনো মানুষ মারতে পারেনা আবার এতো কম প্রবাহ (electric current) ও মানুষের কোন ক্ষতিই করতে পারে না; তবে একটা সাধারণ ট্রানজিস্টার (এগুলা নরমালি n-p-n টাইপের হয়) যা মাত্র ৫ ভোল্টেই তড়িৎ প্রবাহ(এসি কারেন্ট বরাবরই দুষ্টু তো তাই) এতোটাই এমপ্লিফাই করে যাতে একটা ফিলামেন্ট জ্বালিয়ে দিতে সক্ষম। আর মানুষের মরণ?
আপনি হয়তো ভাবতেই পারবেন না যে মাত্র ১ গ্রাম পটাশিয়াম আর সালফার আপনার মতোন ৩/৪ জনকে জায়গায় খতম করার জন্য কাফি!
এই ডেথট ড্রাইভ (DD) সম্পর্কে আপনি গুগল/ইউটিউব ঘাটলেও কোথাও কিচ্ছু পাবেন না। তাহলে আমি জানলাম কিভাবে?
ইন্টারনেটের জাল যেখানে পৌছায় না সেই ডিপ ওয়েবসাইটে এমনো অনেক টেকনোলজি আছে যা আপনার কল্পনার উর্দ্ধে আর চিন্তার বহু দূরে.
ডিপ ওয়েবে এগুলার বেচাকেনাও চলে হরদম; এর মূল্য শুনলে আপনি হয়তো সত্যিই চমকে যাবেন; একটা DD বিক্রি হয় US 50 Dollar যা বাংলাদেশি টাকাতে মাত্র ৪০০০ টাকা। একটা প্রানের মূল্য মাত্র চার হাজার টাকা?!
আচ্ছা ভাইয়া, এইভাবে কি DD বানানো শেখা যায়, আরো ডিটেইলস কন? আমি কারো ক্ষতি চাইনা তাই এতোটুকুতেই আগ্রহ সীমিত রাখুন। তাহলে এতো কথা কইলেন ক্যান? টেকনোলোজি বিষয়ে এক অদ্ভুত সত্য হ্যাকিং শেখানোই যে আমি Hacker এর ধর্ম!
ফেসবুকে আমি→Hacker
আমি মিনহার মহসিন রোটেটিং রটোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।