এক নিমিষেই পরিবর্তন করে ফেলুন এক্সপির বুট স্ক্রীণ, সবচেয়ে সহজতরঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম, টিকটিউনসের সকল টিউনার ও ভিজিটরবৃন্দের প্রতি সালাম ও শুভেচ্ছা। আজকের টিউন কি, তার সম্পর্কে আশা করি শিরোনাম দেখে বুঝে গেছেন। তবুও বলি আজ যে টিউন আপনাদের জন্য এনেছি তা হল উইন্ডোজ এক্সপির বুট লগো পরিবর্তন করা। কাজে চলে আসুনঃ

কার্যাবলিঃ

অপারেটি সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজের বিভিন্ন সংরক্ষণের মধ্যে জনপ্রিয় হল উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপি সেটআপ দেয়ার পর ডিফল্ট বুট স্ক্রিণ হিসেবে আসে মাইক্রোসফটের লগো। আর কত? কত দেখব এই লগো? এখন আপনি চাচ্ছেন আপনার পচন্দের ছবি দেখতে আপনার কম্পিউটারের বুট স্ক্রীণে। সমস্যা ঐ একটি জায়গায়। কীভাবে পরিবর্তন করা যাবে লগোটি, তাই না? কোন সমস্যাই না। কবে একটু কষ্ট করতে হবে, বৈকী। বুট স্ক্রীণ পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • ৬৪০*৪৮০ পিক্সেল ও 16 Color Bitmap মুডে একটি ছবি নিন।
  • এর জন্য আপনি এমএস পেইন্ট বা এডোবি ফটোসপ ব্যবহার করতে পারেন।
  • এবার ছবিটি boot নামে C:\Windows ফোল্ডারে সংরক্ষণ করুন।
  • এবার মাই কম্পিউটার ওপেন করুন।
  • Tools >>> Folder Options এ ক্লিক করুন।
  • View ট্যাবে Show hidden files and folders নির্বাচন করুন।
  • একই ট্যাবে Hide protected operating system files (Recommended) অপশনটি আনচেক করুন।
  • এবার সি ড্রাইভে প্রবেশ করুন ও boot.ini ফাইলটা খুঁজে বের করুন।
  • ফাইলটি Read only অবস্থায় আছে। এর Read only আনচেক করতে, ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন ও মেনু থেকে Properties এ ক্লিক করুন।
  • এবার Read only আনচেক করুন ও ok করে বেরিয়ে আসুন।
  • এবার boot.ini ফাইলটিকে নোটপ্যাডে খুলুন।
  • তাহলে অনেকটা নিচের মতো দেখাবে।

[boot loader]
timeout=30
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS="Microsoft Windows XP Professional" /noexecute=optin /fastdetect

  • এখানে দেখুন /fastdetect লেখা দেখতে পাচ্ছেন।
  • এই লেখার পরে একটা ফাঁকা জায়গা রেখে নিচের কোডটি লিখুন ও boot.ini ফাইলটি সংরক্ষণ করুন।

/bootlogo /noguiboot

  • এবার আপনার সিস্টেম রিবুট করুন।
  • কোডটি দেখতে এই রকম হবে।

[boot loader]
timeout=30
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS="Microsoft Windows XP Professional" /noexecute=optin /fastdetect /bootlogo /noguiboot

ডিজিটাল জোন

সবাই ভাল থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ...

[ বিঃদ্রঃ এ পদ্ধতিতে কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কোনরূপ ক্ষতি সাধিত হলে টিউনার দায়ী নন।]

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

hmmm thanks.

Level 0

খুব ভাল লাগলো। দেখি পারি কিনা?

ভাল হয়েছে টিউনটা।নতুন একটা ব্লগ খুলেছি সময় পেলে ঘুরে আসবেন আশাকরি।
minfaa.blogspot.com

    ব্লগটি ভালই তো। আপনি বুঝি গানের খুব ভক্ত? এই জন্যই কি গানের কথা নিয়ে ব্লগ লিখছেন? আপনার কোন শিল্পী সবচেয়ে প্রিয়?
    আমার হাবিব, তৌসিফের গান বেশি ভাল লাগে। ধন্যবাদ…

ভাল হয়েছে , তবে boot.ini ফাইলকে Edit করার দরকার নেই । Run খুলে Msconfig লিখে Ok করুন ও System Configuration Utility খুললে BOOT.INI মেনুতে গিয়ে /NOGUIBOOT অপশনে ঠিক দিয়ে Apply ক্লিক করুন Restart করুন। ব্যাস

আমি পেরেছি কিন্তু একটি সমস্যা Bitmap 16 pixel এ ছবি নেওয়া যায়না। আমি ফটোশপ দিয়ে চেষ্টা করেছি। 1 pixel শুধু সিলেক্ট হয়। তাছাড়া ছবি সাদাকালো আসে। সমাধান দিলে খুশি হতাম। আপনাকে ধন্যবাদ সুন্দর লিখার জন্য।

    মিঃ মনির, আপনি ফটোশপ দিয়ে করে থাকলে আপনার কোথাও সমস্যা হয়েছে। যাক, ফটোশপে দেখুন,
    প্রথমে ছবি নিয়ে সঠিক মাপ দিন। এবার File >>> Save as এ ক্লিক করুন। ডায়লগ বক্স থেকে Format থেকে BMP নির্বাচন করুন ও Save এ ক্লিক করুন। এবার BMP Option থেকে Depth অংশে 16 bit নির্বাচন করুন ও OK করে সেভ করুন। ধন্যবাদ..

সরি ভাই উপরে Pixel এর জায়গায় bit হবে।

উইন্ডোজ ৭ এর জন্য কিছু নাই?

আগে broadband connection ছিলো । windows দিসি এখোন আমার পিসি টে broadband connection দিতে গেলেই হ্যংগ করে. একজোন বলছে জে আমার ল্যন কারড পুরে গেসে টাই হ্যংগ করে..কি করটে পারি? কেমনে বুঝবো ল্যন কারড ঠিক আসে? র হ্যংগ কেনো হোয়ে জাসসে? connection set up করার পর connect দিলেই verifying user name & password এ এসে হ্যংগ কোরছে..।