Port Forwarding কি? কেন? কিভাবে?

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

সাধারন অর্থে পোর্ট হল প্রত্যেকটা ডিভাইস এর একটা এরিয়া বা অঞ্চল।

পোর্ট ফরওয়ার্ডিং কি?

যদি আক্ষরিক অর্থ ধরতে যাই পোর্ট তো পোর্ট আর ফরওয়ার্ড হল Share বা সামনে পাঠানো। পোর্ট কে সামনে পাঠানোই পোর্ট ফরওয়ার্ডিং।

Payload making > Outside network access or Android - PC Hacking এর কেত্রে নরমালি ব্যবহার করা হয়।

আপনার ঘর এ মডেম এ আপনার তো একটা ডিভাইস কানেক্টিং না অনেক ডিভাইসই থাকতে পারে যেমন আপনার রাউটার, মোবাইল, কম্পিউটার, প্রিন্ট্রার। তো এ গুলুর প্রত্যেকটার আলাদা আলাদা পরিচয় থাকে যার মাধ্যমে এরা একে অপরকে চিনে। যেমন মানুষের নাম বলে একে অপরকে চিনে তেমনই।

এগুলু হল লোকাল আইপি যেমন ধরুন আপনার কম্পিউটার এর আইপি 192.168.1.101 আপনার প্রিন্টাররের আইপি 192.168.1.102 দেখেন লাস্ট এ একটার 1 অন্যটার 2 এমনই পত্যেকটার এমন আলাদা আলাদা লোকাল আইপি। এতে প্রত্যেকটা ডিভাইসের একে অপরের সাথে যোগাযোগ করা সুবিধা হয়। ধরুন আপনি কিছু একটা প্রিন্ট দিলেন প্রিন্টারে এখন কাজটা তো প্রিন্টারই করবে তাই না? আপনার রাওটার নিশ্চয় প্রিন্ট করবে না। এগুলা হল আপনার লোকাল আইপি। শুধু আপনার না প্রত্যেকের লোকাল আইপি ই এমন।

কিন্তু পাবলিক আইপি বলেও কিছু আছে যা আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (ISP) আপনাকে দেয়। এই আইপি কিন্তু আর কারও কাছে নেই শুধু আপনার কাছেই আছে। লোকাল আইপির মত না যে অন্য সবার কাছেই থাকবে।

এখন কথা হল প্রত্যেকটা কম্পিউটার সিস্টেমে ফায়ারওয়াল নামে কিছু আছে শুনেছেন নিশ্চয় আগে। এর কাজ হল বাইরে থেকে ইন্টারনেট কানেকশন (কমান্ড) আসে আর আপনার লোকাল নেটওার্ক এ যেতে চাইলে তা ফায়ারওয়াল এর পার্মিশনেই যেতে পারবে নাহয় না। তুলনা করা যায় দেশের বর্ডার এর সাথে এক দেশ থেকে আরেক দেশে যেতে চাইলে যেমন বর্ডার গার্ড এর পার্মিশন লাগে তেমনই এটা।

ইন্টারনেট কানেক্টেড আছে এমন কিছু কে ফায়ারওয়াল কে বাইপাস করে আপনি এক্সেস নিতে চাচ্ছেন এজন্য দরকার হয় আপনার পোর্ট ফরওয়ার্ড এর। ধরুন আপনার অফিস এ ক্যেমেরা আছে আপনি তো সব সময় অফিস এ থাকবেন না বাসায় থেকে চাইলে অফিস এর ক্যেমেরা দেখতে পারবেন। যদিও তারা একই নেটওার্কের ভিতরে না।

Level 0

আমি Mad Tiger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি ফটো টিউন – ফিউন হিসেবে পাবলিশ করছেন। ফটো টিউন – ফিউনে ৫০ শব্দের বেশি শ্বদ যোগ করা যায় না। পূর্ণ টিউন প্রকাশের জন্য টিউন হিসেবে প্রকাশ করুন।

পোর্ট ফরওয়ার্ড

সাধারন অর্থে পোর্ট হল প্রত্যেকটা ডিভাইস এর একটা এরিয়া বা অঞ্চল ।
পোর্ট ফরওয়ার্ডিং কি?
যদি আক্ষরিক অর্থ ধরতে যাই পোর্ট তো পোর্ট আর ফরওয়ার্ড হল Share বা সামনে পাঠানো । পোর্ট কে সামনে পাঠানোই পোর্ট ফরওয়ার্ডিং ।

Payload making>
outside network access
or Android -pc hacking এর কেত্রে নরমালি ব্যবহার করা হয়।
আপনার ঘর এ মডেম এ আপনার তো একটা ডিভাইস কানেক্টিং না অনেক ডিভাইসই থাকতে পারে যেমন আপনার রাউটার,মোবাইল,কম্পিউটার,প্রিন্ট্রার । তো এ গুলুর প্রত্যেকটার আলাদা আলাদা পরিচয় থাকে যার মাধ্যমে এরা একে অপরকে চিনে । যেমন মানুষের নাম বলে একে অপরকে চিনে তেমনই ।

এগুলু হল লোকাল আইপি যেমন ধরুন আপনার কম্পিউটার এর আইপি 192.168.1.101 আপনার প্রিন্টাররের আইপি 192.168.1.102 দেখেন লাস্ট এ একটার 1 অন্যটার 2 এমনই পত্যেকটার এমন আলাদা আলাদা লোকাল আইপি । এতে প্রত্যেকটা ডিভাইসের একে অপরের সাথে যোগাযোগ করা সুবিধা হয় । ধরুন আপনি কিছু একটা প্রিন্ট দিলেন প্রিন্টারে এখন কাজটা তো প্রিন্টারই করবে তাই না ? আপনার রাওটার নিশ্চয় প্রিন্ট করবে না । এগুলা হল আপনার লোকাল আইপি । শুধু আপনার না প্রত্যেকের লোকাল আইপি ই এমন ।
কিন্তু পাবলিক আইপি বলেও কিছু আছে যা আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (ISP) আপনাকে দেয় । এই আইপি কিন্তু আর কারও কাছে নেই শুধু আপনার কাছেই আছে । লোকাল আইপির মত না যে অন্য সবার কাছেই থাকবে।

এখন কথা হল প্রত্যেকটা কম্পিউটার সিস্টেমে ফায়ারওয়াল নামে কিছু আছে শুনেছেন নিশ্চয় আগে । এর কাজ হল বাইরে থেকে ইন্টারনেট কানেকশন (কমান্ড) আসে আর আপনার লোকাল নেটওার্ক এ যেতে চাইলে তা ফায়ারওয়াল এর পার্মিশনেই যেতে পারবে নাহয় না । তুলনা করা যায় দেশের বর্ডার এর সাথে এক দেশ থেকে আরেক দেশে যেতে চাইলে যেমন বর্ডার গার্ড এর পার্মিশন লাগে তেমনই এটা ।

ইন্টারনেট কানেক্টেড আছে এমন কিছু কে ফায়ারওয়াল কে বাইপাস করে আপনি এক্সেস নিতে চাচ্ছেন এজন্য দরকার হয় আপনার পোর্ট ফরওয়ার্ড এর । ধরুন আপনার অফিস এ ক্যেমেরা আছে আপনি তো সব সময় অফিস এ থাকবেন না বাসায় থেকে চাইলে অফিস এর ক্যেমেরা দেখতে পারবেন । যদিও তারা একই নেটওার্কের ভিতরে না ।

আপনি ফটো টিউন – ফিউন হিসেবে পাবলিশ করছেন। ফটো টিউন – ফিউনে ৫০ শব্দের বেশি শ্বদ যোগ করা যায় না। পূর্ণ টিউন প্রকাশের জন্য টিউন হিসেবে প্রকাশ করুন। ভিডিও দেখুন https://techtun.es/DpCbM4

প্রিয় টিউনার,

টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র‌্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র‌্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।

  1. আপনার টিউনে একটি বাক্যও কপি পেস্ট কন্টেন্ট থাকলে
  2. অ্যাফিলিয়েট, রেফারাল লিংক দিয়ে ঘরে বসে অনলাইন আয় জাতীয় টিউন করলে
  3. টিউনের যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল ডাউনলোড লিংক বা সর্ট লিংক থাকলে
  4. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টেকটিউনসে আংশিক টিউন করে বাকি অংশ পড়তে নিজের সাইট বা ভিডিও এর লিংক স্থাপন করলে
  5. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউন করে ডাউনলোড করার জন্য লিংক টিউনে না দিয়ে নিজের সাইট বা ভিডিওতে গিয়ে ডাউনলোড করার লিংক স্থাপন করলে
  6. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউন শুরুতেই, টিউনের প্রথম ৫০ শব্দের মধ্যে, টিউনের বিভিন্ন শব্দ, বাক্য ঘন ঘন নিজের সাইট, চ্যানেল, গ্রুপ, টিউন এর সাথে অপ্রাসঙ্গিক ইনলাইন লিংক করলে
  7. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউনে কোন ধরনের বর্ণনা না দিয়ে বিস্তারিত না লিখে শুধু মাত্র চ্যানেল লিংক ভিডিও টিউন করলে
  8. টিউজিটর ড্রাইভাট এর উদ্দেশ্যে টিউনে ভিডিও এম্বেড অবস্থায় না দিয়ে ক্লিকএবল ভিডিও লিংক হিসেবে টিউনে স্থাপন করলে
  9. নিজের করা একই টিউন কপি পেস্ট করে বারবার টেকটিউনসে প্রকাশ করলে
  10. টেকটিউনসে প্রকাশিত অন্য টিউনারের টিউন হুবহু কপি করে বা আংশিক পরিবর্তন করে নিজের নামে টিউন করলে
  11. যে কোন অ্যাপ, সফটওয়্যার ইত্যাদির এর অফিসিয়াল স্টোর, অফিসিয়াল পেইজ, অফিশিয়াল সাইট এর ডাউনলোড লিংক না দিয়ে নিজ থেকে নিজের সাইট, পেইজ, গ্রুপ এ লিংক স্থাপন করে বা অন্য কোন অ্যাফিলিয়েট ফাইল হোস্টে আপলোড করে লিংক স্থাপন করলে

আপনার টিউন নেগেটিভ র‌্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র‌্যাংকিং পায়। নেগেটিভ র‌্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।

টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।

টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্‌ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।