হ্যাক করুন গুগল প্লাস এর এসএমএস নোটিফিকেশন এলার্ট

গুগল প্লাস ফেসবুকের সাথে পাল্লা দিয়ে চলেছে। আপনাদের অনেকেরই এখন গুগল প্লাস একাউন্ট আছে । কিন্তু অনেকেই গুগল প্লাস এর এসএমএস নটিফিকেসনটা উপভোগ করতে পারছেননা । আর চিন্তা নেই আমি আজ দেখাব কিভাবে গুগল প্লাস এসএমএস নটিফিকেসন হ্যাকিং করতে হয়। এর জন্য আপনার লাগবে গুগল চরম ব্রাউজার যাদের নেই তারা ডাউনলোড করুন এখান থেকে http://www.google.com/chrome/eula.html?standalone । এরপর ইন্সটল করুন। এখন https://plus.google.com/ এ যান।সাইন ইন এর পর https://plus.google.com/settings/plus লিংক এ যান। Set delivery preferences এ দেখুন  Add your Phone Number : Country: United states আর India দেয়া আছে। এখন মাউস এর রাইট বাটন ক্লিক করুন Inspect Element এ ক্লিক করুন।নিচে সার্চ বস্ক এ Search Element এ India লিখুন।বাম পাশে India হলুদ ঘরে দেখা যাচ্ছে India কেটে Bangladesh লিখুন। তার পাশেই দেখুন 91 লিখা সেটা কেটে 88 লিখুন।এই বার দেখুন Country হিসেবে Bangladesh এসে পরেছে।এখন Mobile Number হিসেবে আপনার মোবাইল নাম্বার দিন 0 সহ যেমন 01911193394 । Send Veryfication Code এ ক্লিক করুন কিছুক্ষন অপেক্ষা করুন।বেশ কিছুক্ষন অপেক্ষা করতে হতে পারে।যে কোডটি এসেছে তা বসিয়ে Verify ক্লিক করুন।বাস কাজ সেস। এখন via হিসেবে SMS সিল্কেট করুন।।এরপর  Receive notifications

Get notified by email or SMS when someone...

Posts and mentions of my name Phone এ সবগুলুতে টিক চিন্হ দিন । বাস হয়ে গেলো গুগল প্লাস এসএমএস নটিফিকেসন হ্যাকিং। হ্যপি গুগল প্লাসিং++++++++++++++।

Level 0

আমি নুরমোহাম্মদ ভুইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 602 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে অনেক হেরেছি, কিন্তু কখন হারতে শিখিনি http://www.facebook.com/jadobd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ট্রিকসটির জন্য। এটা হ্যাক হলো কেমনে বুঝলাম না।

এটা যদি হ্যাক হয়ে থাকে তাহলে আমিও গুগলের ২-স্টেপ ভেরিফিকেশন হ্যাক করেছি https://www.techtunes.io/internet/tune-id/76468/ :p

    আরে আদনান ভাই এর পুরা কিতিত্ব আপনার কারন ওটা তো আপনার কাছ থেকই শিখা

    তাই নাকি 😛

    তাইতো

    আদনান ভাই সবার আগে এই ট্রিক টা পাবলিশ করেছেন। তাইলে সাইবার আর্মির নাম কেন? এমন তো না যে গুগলের সার্ভার থেকে জোর করে বাংলাদেশ অ্যাড করেছে। খালি পেজ এডিট করা।

    মিনহাজুল হক শাওন ভাই উপরের কমেন্ট এ দেয়া আছে, ধন্যবাদ
    Noormohammad Bhuayan says:
    ৯ জুলাই, ২০১১ at 12:06 অপরাহ্ন (Edit)
    আরে আদনান ভাই এর পুরা কিতিত্ব আপনার কারন ওটা তো আপনার কাছ থেকই শিখা

কাজ করে না।Phone number is not valid দেথায়

    আমারো এরকম দেখাইছিলো ৩দিন পর ঠিক হয়ে গেছে

Level 0

বুঝলাম না, শিরোনামটা কি দিলেন শুধু বেশি ভিজিটর পাওয়ার আশায়। শিরোনামের সাথে তো টিউনের কোনো মিল নেই। কারণ,শিরোনাম পড়লে মনে সাইবার আর্মির হ্যাকিং করার একটি খবর প্রকাশ করবেন, কিন্তু এ ব্যাপারে কোনো কথা না বলে শুধু নিজে থেকেই একটা ট্রিক্স দিলেন। এই টিউনের প্রেক্ষিতে তো শিরোনাম হওয়া উচিত ছিল "হ্যাক করুন, গুগল প্লাস আর উপভোগ করুন নোটিফিকেশন"।

আমি ১৮+ না হওয়ায় জয়েন করতে পারিনি। কিন্তু মনে হয় ৮৮ না হয়ে ৮৮০ হবে। নাহলে সমস্যা করতে পারে (যেমন সায়েফ শাহিন ভাইয়ের হয়েছে)। কারন যেকোন দেশে নাম্বার ডায়েল করার সময় ০ দিয়ে কান্ট্রিকোড রিপ্লেস হয়। আর আমাদের কান্ট্রিকোড কিন্তু ৮৮ নয়, ৮৮০। সুতরাং যদি ভ্যালু ৮৮ রাখি তাহলে ০ সহ একটা নাম্বার হবে এরকম +৮৮১৭১২৩৪৫৬৭৮ যেটা হওয়ার কথা ছিল +৮৮০১৭১২৩৪৫৬৭৮। আপনিকি বুঝতে পেরেছেন? আমিকি ঠিক বলেছি? দয়া করে জানাবেন কারন টিউনে কমেন্টে যদি লেখক মন্তব্যের রিপ্লে না করে তাহলে কেমন যেন পানসে লাগে।

    আপনার কথা সঠিক। কান্ট্রিকোড ৮৮০। নাম্বার অংশে ০ বাদ দিতে হবে।

    নাহ ফোন নাম্বারে মনে হয় ০ বাদ না দিলেও চলবে।

    আমিতো এভাবেই করলাম আমাকেও বলছিল নট ভলিড ৩দিন পরে ঠিক হয়ে গেছে

    বুঝতেই পারছেন আমি নিজে ব্যবহার না করেই বলছি। মানে অন্ধকারে ঢিল মারছি। তাই আমার কথাগুলোর একুরেসি সম্পর্কে আমারই ধারনা নেই। তবে আমি গুগলের ডেভদের যায়গায় নিজেকে চিন্তা করে বলছি তাই এরকমটাই হওয়ার কথা।

    জি গুরু বুজবার পারছি

    আর লজ্জা দিয়েননা ভাই।

অনেক ভাবেই ট্রাই করলাম, হয় না।

Level 0

হ্যাক হা.হা.হা…..

সাইন আপ করতে ১৫ দিন লাগে না। ২৪ ঘন্টার পর ট্রাই করেন

    ১৫ দিন পর আমার বয়স ১৮ হবে।

    সায়েফ শাহিন ভাই এর কি অবস্থা

Level 0

Vai,ami google plus e account korte chai kivabe korbo?
Amar Mail ID : [email protected]
Plz amKe mail kore ki keu janaben.. 🙂

    আপনাকে দাওয়াত দেয়া হয়েছে

ভাই গুগল+ এ কিভাবে লগইন করব??

জাদের অ্যাকাউন্ট নাই ……।। তারা জিমেইল id দেন আখানে

Level 0

Phone number is not valid
দেখায়

Level 0

Vai Plz Amke Kau 1ta Invitation Pathan Email Add [email protected] 🙂

    বাবর ভাই আপনাকও দাওয়াত দেয়া হয়েছে

ভাই ৩ দিন পর কি আসলেই থিক হবে তো…………………………। তাইলে অপেক্ষায় রইলাম

ভাই কিছু যদি মনে না করেন তাইলে আপনার অ্যাকাউন্ট এর একটা ছবি পোস্ট করেন…………………………… জাতে আমরা বুঝতে পারি এটা আসলেই কাজ করে………………………।।

তাইলে আমাদের সবার জন্য ভাল হবে……………………… ধন্যবাদ

আপনাকে ধন্যবাদ জানাই স্ক্রীন সট টা পোস্ট করার জন্য

আচ্ছা কান্ট্রি কোড এর যায়গায় কি আমি +৮৮০ দিব নাকি শুধু +৮৮ দিব………………।

ধন্যবাদ ভাই…………………… এখন দেখি কয় দিন পর কাজ করে………………

Level 0

Noormohammad Vai Apnake Thanks Invitationer Jonno But Amar Age 18 Na Houai Invitation Cancelled Hoye Geche Apne Jode R 1 Bar Invitation Pathan Tahole Ke Ame Acc Khulte Parbo ?…R Amar Gmail A 1 Ta Invitation Eshechilo But Oeta Shorashori Bole Dese Age Under 18 🙂

88 dewa r pore display te 88 code na acce india 91 code show kore ..

bangladesh ase tik e KI korbo

    http://i56.tinypic.com/k9zux2.jpg check aber 88 o display aneci but invalid number show kore

    তানজীব ভাই আপনি +৮৮ না দিয়ে শুধু ৮৮ দিন তারপর না হলে জানান

    <option value="88">Bangladesh</option> এটা দিন

    Bhuayan vai ai ber sob kaz e hoicce code je babve dite bolsen disi

    but kaz hoicce na .. number is not valid

    আমি বাংলালিংক দিয়ে করছি আপনার নাম্বার কি । যদি সম্ভব হয় আপনার একাউন্ট এর একসেস দিতে পারেন মোবাইল নাম্বারসহ দেখি কিছু করতে পারি কিনা [email protected]

Level 0

amr email:: [email protected]
Please invite me. . .

৩ দিন পর বলে থিক হয়ে যাবে…………।। আমিও তার জন্য অপেক্ষাই আছি……………………। দেখি কি হয়……………………।

kisui hoi nai……..

Level New

vai jaan ! amrake kindly google+ a invite korte parben ????? plzzzzz

amar email: [email protected]

বেশ কাজের tune…ধন্যবাদ:)

Level 0

এই পদ্ধতি কি এখনও কাজে দিচ্ছে ? আমি এর আগেও একবার চেষ্টা করেছিলা এবং আজকেও করলাম কিন্তু Phone number is not valid দেখায়।ঃ( দয়া করে জানাবেন।ধন্যবাদ।