আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের অতিরিক্ত ব্রাইটনেস থেকে চোখকে রক্ষা করুন..

অতিরিক্ত ব্রাইটনেস,এমনকি অনেক কম ব্রাইটনেস চোখের জন্য যে কতটা ক্ষতিকর সেটা আর বলার অপেক্ষা রাখেনা।আর বিশেষ করে যারা কম্পিউটারেরর সামনে ও অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে রাত জেগে কাজ করেন তাদের জন্য ব্রাইটনেস ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ।অতিরিক্ত ব্রাইটনেসের কারনে আমাদের চোখের বিভিন্ন সমস্যা যেমন-চোখ দিয়ে পানি পরা,মাথা ব্যথা করা,চোখে কম দেখা এমনকি সারা জীবনের জন্য আপনার মূল্যবান চোখটিও হারাতে পারেন।আর আজকালতো বলা যায় অ্যান্ড্রয়েডের স্মার্টফোন সবার হাতে হাতে।দিনে তো বটেই অনেকেই দেখা যায় সারারাত তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করেন।অনেকেই হয়তোবা Default Brightness শূন্য করেই রাতে কাজ করেন কিন্তু তাতেও দেখা যায় চোখ জ্বালাপোড়া করেই।কারন Default Brightness টা দিনের আলোর জন্য ভালো কিন্তু রাতের বেলায় যে লাউ সেই কদুই।তাই রাতজাগা পাখিদের জন্য নিয়ে এলাম Android operating system এর জন্য একটি সম্পূর্ণ Custom Brightness application..App টির নাম হল 'Lux'। আর এই Appটি চালানোর জন্য সেট রুট করার কোন প্রয়োজনই নেই।অ্যাপটির মাধ্যমে আপনার ইচ্ছামত ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন।Google playstore এ অ্যাপটির rank দেখলাম 4.6। বুঝতেই পারছেন অ্যাপটি কততটা জনপ্রিয়।তাই দেরী না করে এখনই ডাউলোড করে ফেলুন। নিচে অ্যাপটির ডাউলোড লিংক দিলাম-
ডাউলোড:http://bit.ly/19sGdiD
আর একটু সময় পেলে আমার একদম নতুন ব্লগ http://androidsomachar.blogspot.com দেখে আসবেন।নতুন তাই বেশী পোস্ট করা হয়নি।ব্লগটি কেমন হয়েছে জানালে খুশি হব...সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ujjal1994। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ। আপনার ব্লগ চালিয়ে যান