অ্যান্ড্রয়েড গেমস পাগলেরা এসে নিয়ে যান ৬টি Car Racing অ্যান্ড্রয়েড গেমস সম্পূর্ণ ফ্রিতে [প্লে স্টোর ডাউনলোড লিংকসহ]

অ্যান্ড্রয়েড মানেই অফুরন্ত অ্যাপস আর গেমের সমাহার। এজন্যই অ্যান্ড্রয়েড জনপ্রিয়। বেশ কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে টিউন করে ফেলেছি। কিন্তু গেম নিয়ে একদিনও কিছুই লেখা হয়নি। তাই আজ শুরু করছি অ্যান্ড্রয়েড গেমস কালেকশন নিয়ে টিউন। একটি গেম নয় মোট ৬টি গেমস নিয়ে আজকের টিউন। আমার জানা ও খেলার দিক থেকে অন্যতম ৬টি প্রিয় অ্যান্ড্রয়েড কার রেসিং গেমস শেয়ার করব আজ। আর সামনের দিনে আরও আরও অনেক ধরনের গেমস তো আপনার জন্য থাকবেই। যারা অ্যান্ড্রয়েডে গেমস খেলতে ভালোবাসেন বিশেষ করে কার রেসিং অর্থাৎ গাড়ির রেসিং জাতীয় খেলা। তাদের জন্যই আজকের ৬টি Android Car Racing Games কালেকশন গুগল প্লে ডাউনলোড লিংকসহ।

Drag Racing Android Game

Asphalt 8: Airborne Android Game

Hill Climb Android Game

GT Racing 2 Android Game

Real Racing 3 Android Game

Raging Thunder 2 Android Game

কেমন লাগলো আজকের অ্যান্ড্রয়েড গেমস কালেকশন। অ্যান্ড্রয়েড অ্যাপস এবং গেমস কালেকশন পেতে ভিজিট করতে পারেন ব্লগার মারুফ ডট কম

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নাইস পোস্ট 😀

আইচ্ছা ভায়ে তো পুরান তাইলে এইডি কি দিলেন। আপনের থাইকা তো এইগুলা আশা করা যায় না।

    @অনিক হাসান: কি দিলাম মানে? কি আশা করা যায়না? সব টিউন এক হয়না। এই টিউনে আরও কি কি চান?
    টিউনার হয়েছেন 4 দিন 15 ঘন্টা আগে। টিউন করেছেন ২টা। তাতেই তো দেখি গর্বে ফেটে যাচ্ছেন। আপনার আগের কমেন্ট ডিলেট করেছি। এর আগে তো কমেন্ট করেছেন আমার টিউনার আইডির বয়স না দেইখা। এইবার আবার কমেন্ট করলেন বয়স দেইখা। মানে কি?

ভাই বয়স দেইখা কমেন্ট করিনাই। বয়সে কিছু আসে যায়না রে ভাই। পরেরবার আপনার নাম দেইখা কমেন্ট করছি। কারন আগে আপনার ভাল ভাল টিউন পড়েছি।

আর এইযে গেমগুলা দিলেন কেউ যদি ডাউনলোড করে তাহলেই কি খেলতে পারবে? পারবে না প্রথমেই ডাটা ফাইল ডাউনলোড করতে হবে (আর এই সাইজ তো ৮০০ এমবি+)। …… সেইটা পোষ্টে উল্লেখ করলেন না।

আবার রেজিশট্রেনের ঝামেলা।

আর ভাই ফুল ভার্শন দিতে পারতেন এইটা বাংলাদেশ রে ভাই।

আর আসি ফুল ভার্শনে, এইসব নিয়া আগেও টিউন হইছে।

আপনি বড়জোর পোষ্টে বেষ্ট রেসিং গেম গুলার রিভিউ দিলে পারতেন (সেইটা আমার বিষয় নয় টিউনারের নিজস্ব ব্যাপার)

আমি বলতে চাচ্ছি আপনার এই পোষ্ট পড়ে পাঠকরা যারা ডাউনলোড করবে শুধু শুধু হয়রানি হবে।

ভিন্য ধারনা পোষন করবেন না প্লিজ, আমিতো শুধু পোষ্টের সমালোচনা করলাম মাত্র আর সমালোচনা টিউনারের জন্য মঙ্গলজনক ।

আর ভুল হইলে ক্ষমা করবেন যেহেতু আপনি আমার থেকে “বয়সে বড়” (প্রোফাইল অনুযায়ী)

    @অনিক হাসান: সমালোচনা অবশ্যই মঙ্গলজনক। কিন্তু সেটা আঞ্চলিক ভাষায় নয়। এটা নিশ্চয়ই এলাকার চায়ের দোকান কিংবা বাজার নয়। আপনি কেন সবাই এখানে সমালোচনা করে। কিন্তু সেটার একটা ভাষা আছে। কিন্তু আমি যে কমেন্ট টা ডিলেট করেছি সেটা প্রকাশ করার মত না।

    যাই হোক সেটা কথা না। সেদিকে যাবো না। একজন লেখকের সব লেখা পড়ে আপনি মজা পাবেন, ভালো লাগবে এমন ভাবার কোন অবকাশই নেই। আমি লেখক না। একজন এইচএসসি পরীক্ষার্থী। নেটে এট্টু লিখি বলে টেকটিউনসে একজন মেম্বার। এটাই…
    প্রতিটা টিউন ভালো হবে এটার কোন গ্যারান্টি নেই। ৯দিন পর প্রি টেস্ট পরীক্ষা তারপরেও পড়ার ক্ষতি করে প্রতিদিন টিটিতে পোস্ট করি যাতে এভাবে সমালোচনার মুখে হলেও চেনা পাঠকগুলো যাতে অচেনা না হয়ে যায়, টপ টিউনারের জায়গাটা থেকে যেন পড়ে না যাই। এইসব রিভিউ লেখা কিংবা ডাইরেক্ট লিংক, বিস্তারিত লেখা ব্যাপার না। কিন্তু ব্যাপার সময়টা। ওই যে বললাম, সমালোচনা হলেও কেউ যাতে আমাকে ভুলে না যায় সেজন্য প্রতিদিন লেখা।

    আপনি বলেছেন বয়স ব্যাপার না। কথাটা ১০০% ঠিক। তবে টিটিতে আইডির বয়সটা ব্যাপার। আপনি আমার চেয়ে বয়সে বড় সেটা জানি, কিন্তু আপনি যখন কমেন্টে বলেছেন ” এইরলাইগাইতো কই টেকটিউনস এর রেকিস্ট্রেশন এতদিন বন্ধ আছিল ক্যা।” । তখনই মনে হল যে আইডির বয়সটা বলা উচিৎ। আমার এই আইডিটা নতুন। এর আগেও একটি আইডি আছে। সেটা আমি যখন ক্লাস এইটে পড়তাম তখনকার। তারও আগে থেকে বড় ভাইয়ের সাথে বসে বসে টেকটিউন পড়তাম। তখন তো আর জানতাম না এই জায়গায় সদস্যও হওয়া যায়। আসলে টিটির সাথে পরিচয় ক্লাস সেভেন থেকে। এখন পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে।

    এইরলাইগাইতো কই টেকটিউনস এর রেকিস্ট্রেশন এতদিন বন্ধ আছিল ক্যা। কমেন্টটা দেখেই আমার বেশি লেগেছে। মন খুলে হাসতেও মন চাচ্ছে। আমার মত লোকের জন্যই টেকটিউনস রেজিস্ট্রেশন বন্ধ ছিল? আপনি আমার যেমন সমালোচনা করলেন তেমন আমাকেও করতে হয়। তাই বলিঃ ভাই আপনি হয়ত সবার প্রথম কমেন্টটা (রিমুভ করা হয়েছে) না দেখেই করেছিলেন। ঠিক আছে। কিন্তু সেটা করা ঠিক নয়। রাস্তা পার হতে যেমন এদিক ওদিক গাড়ি দেখে পার হতে হয় তেমনি জীবনের প্রতিটা জায়গায় এদিক ওদিক দেখে শুনে বুঝেই কিছু বলতে হয়। মুখ দিয়ে কিছু বের হয়ে গেলে সেটা ভালোই হোক আর খারাপই হোক তা কিন্তু ঘুরে নেয়া যায়না।

    আমি কিংবা আমরা ভালো মানের টিউন হয়ত আপনাকে দিতে পারব না। কিন্তু আপনার কাছে ভালো মানের টিউন এবং টিউমেন্টের আশায় আমার সংক্ষিপ্ত টিউমেন্ট শেষ করছি। ভালো থাকবেন।

ভাই ঢাকাইয়া মানুষ শুদ্ধ বেশি চর্চা করা হয় না। তাই আমার কথাগুলা এইরকম।

আপনার লাইগা শুভ কামনা। ভাল থাকবেন।

Real racing 3 game ta ki free? age to eta paid cilo mone hoy

    @Green spider: যেগুলো দিয়েছি সব ফ্রি লিঙ্কই দিয়েছি। ধন্যবাদ কমেন্টের জন্য।

Level 0

প্লে স্টোর ছাড়া ডিরেক্ট লিঙ্ক দিলে ভালো হত

    @Shafik720: আমি ডাইরেক্ট লিংকের চাহিদা বুঝেছি। এর পর থেকে ডাইরেক্ট লিংক দেওয়ার চেষ্টাই করব।

Level 0

ভাই, গেমগুলো নিঃশন্দেহে ভাল। কিন্তু, এগুলো খেলতে Data file এর দরকার হয় যা একেকটি 400mb – 800mb পর্যন্ত হয়ে থাকে। তাই, Playstore link গুলো দিয়ে কি লাভ বলেন?
ধন্যবাদ।