দুর্দান্ত অ্যান্ড্রয়েড অ্যাপস বাংলায় ইংরেজি গ্রামার শিক্ষার

ইংরেজিকে আরো সহজভাবে শেখা ও চর্চা
করার জন্য সর্বপ্রথম বাংলা ভাষায় ইংরেজি
গ্রামার সম্পর্কিত অ্যান্ড্রয়েড অ্যাপস
“Bangla Based English Formula”
পাওয়া যাচ্ছে গুগলপ্লে ষ্টোরে।

এই অ্যাপস-এর মাধ্যমে ছাত্রছাত্রী,
পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ সহজেই
ইংরেজি ভাষার সঠিক প্রয়োগ সম্পর্কে
জানতে পারবেন।

যে ছয়টি বিষয় নিয়ে অ্যাপসটি তৈরি হয়েছে
সেগুলো হলো-Easy Spoken Formula,
Newspaper Words, Compound
Words, Daily Words, Terminology
এবং Grammar.

Easy Spoken Formula-তে ইংরেজি
ভাষার প্রাথমিক ৫০টি Rules রাখা হয়েছে
এবং এর ব্যবহারবিধি আরো সহজ করার
জন্য উদাহরণও দেয়া আছে। অ্যাপনটির
হেল্প বাটনে ক্লিক করলে Rules গুলির
Structure –এ ব্যবহৃত Keyword গুলির
পূর্ণবিবরণ দেখা যাচ্ছে।

ইংরেজি পত্রিকাগুলোতে বহুল ব্যবহৃত
শব্দগুলোর বাংলা অর্থ দেখা যাচ্ছে
Newspaper Words এ ক্লিক করলে।

Newspaper Words, Compound Words এ দেয়া শব্দগুলি পড়তে সমস্যা হলে হেয়ার
বাটনে ক্লিক করলে গ্রাহক শব্দগুলির সঠিক উচ্চারণ শুনতে পারছেন। এছাড়া গ্রাহক Search Option এ গিয়ে ইংরেজী যে কোন Word Search করে অর্থসহ দেখার সঙ্গে সঙ্গে তার পছন্দ অনুযায়ী শব্দগুলো Book Mark করে রাখতে পারছেন। অ্যাপসটির
আরো ফিচার নিয়েও উন্নয়ন কাজ চলছে
এবং শিগগির তা গ্রাহকদের মাঝে পৌঁছে
যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন
কর্তৃপক্ষ।

এপসটি ডাউনলোড করুন এখান থেকে

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস