ফ্রিতে নিয়ে নিন কিছু গুরুত্বপূর্ণ এন্ড্রয়েড এ্যপস যা আপনার না থাকলেই নয়

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহরহমতে ও আপনাদের দোয়ায় ভালোই আছি।

শুরু করছি এন্ড্রয়েড জগৎ নিয়ে চেইন টিউন। আজকে থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এপস। মার্কেটে
এত বেশী এ্যপস রয়েছে যা বাচাই
করে নিতে হিমশিম খেতে হয়, তাই
আমি নিজে যেগুলো ব্যবহার করে
ভাল পেয়েছি তাই আজ সবার জন্য
শেয়ার করলাম।

image

Taskiller: খুবই দরকারি একটি এপস।রানিং এ্যপস গুলো
একসাথে ব়্যাম হতে সরিয়া নেওয়ার
জন্য এটি খুবই কার্যকারি।আমি বেশি কিছু লিখব না।নিজেরাই ডাউনলোড করে দেখুন
এখানে ক্লিক করে ডাউনলোড করুন
image

Adfree: রুট করা থাকতে হবে । এর
কাজটা কি মনে হয় নাম পড়েই বুঝতে
পেরেছেন। এ্যপস সাথে প্রর্দশিত
এ্যাড কে বাদ দেওয়ার জন্য।
এখান থেকে ডাউনলোড করুন

advance task killer: ব্যাকএন্ডে চলা
সকল সার্ভিস এ্যপস গুলো কে বন্ধ
রাখতে অত্যান্ত কার্যকর।ইন্টল করে দেখুন।মজা পাবেন।
এখান থেকে ডাউনলোড করুন
image

AVG antivirus Pro : কিচ্ছু বলার নাই , আবার অনেক কিছু বলার আছে। এস্ড্রয়েডের জন্য সবচেয়ে ভালো এন্টিভাইরাস।এর মধ্যে রয়েছে আরও অনেক সুবিধা।
যেমন বিরক্দিকর ফোন ও মেসেজ ব্লক করতে পারবেন।আবার কেও আপনার মোবাইলের লক তিনবারের বেশি ভুল দিলে নিজে নিজে ছবি তুলে আপনার ইমেইলে পাঠীয়ে দিবে।আরও অনেক সুবিধা রয়েছে এপসটিতে।ট্রায় করে দেখুন
এখান থেকে ডাউনলোড করুন
image

Barcade Scanner: বারকোড স্ক্যান
করার জন্য। এটি QR বার কোড ও
সাপোর্ট করে এবং সেই সাথে উক্ত
কোডের পন্য টি অনলাইনে খুজে বের
করার কাজটিও করে দিতে পারে।
এখান থেকে ডাউনলোড করুন
image

Camcard: ভিজিটিং কার্ড হতে
স্ক্যান করে মোবাইলের এড্রেসবুকে
যুক্ত করা জন্য। প্রথম ১০ টি কার্ড
ফ্রী এবং এর পর প্রতি সপ্তাহে ২টি
করে স্ক্যান করার সুযোগ দেয়।
রেগুলার সাভির্স এর জন্য ক্রয় করে
নিতে হবে।
এখান থেকে ডাউনলোড করুন
image

Bluetooth file transfer: ব্যবহার
করেই দেখুন , মনে হবে যেন windows
এর explorer ব্যবরহার করে ফাইল কপি
করছেন।
এখান থেকে ডাউনলোড করুন
image

XE Currency: বর্তমান বিশ্বের
মুদ্রার মূল্য দেখতে ব্যবহার করুন। দেশ
সিলেক্ট করে কেবল একাট ঝাকি
মারলেই রেজাল্ট সামনে চলে আসে।
এখান থেকে ডাউনলোড করুন

Yahoo Messenger: নতুন করে কিচ্ছু
বলার নাই। তবে ভয়েস এবং webcam
ফ্যাসিলিটির জন্য এর প্লাসইনটি
আলেদা করে ডাউনলোড করে নিতে
হবে। একই কথা ইয়াহু মেইল
সার্ভিসের বেলায়ও।
এখান থেকে ডাউনলোড করুন
image

Rom Manager: আপনার বর্তমান ও এস এর ব্যাকআপ এবং রিস্টোর করতে
কিংবা মেমরী কার্ড হতে ভিন্ন
ভার্সনের ও এস লোড করে এটা
ব্যবহার করতে পারেন। তবে রুট করা
থাকতে হবে।
আমি নিজে এটা ব্যবহার করতে যেয়ে
বেশ কিছু সমস্যার সম্মূখীন হয়েছি,
তাই যা করার নিজ দায়িত্বে করুন।
আমার দোষ দিতে পারবেন, আমি
নিরীহ টাইপের মানুষ।
এখান থেকে ডাউনলোড করুন

আজ আর না।দেখা হবে পরের টিউনে।ততক্ষণ ভালো থাকুন,সুস্থ্য থাকুন। আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইরাস এ ভরা…