অ্যান্ড্রয়েড ফোনের যে কোন ম্যাসেজ পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখবেন যেভাবে

বন্ধুরা কেমন আছেন সবাই ? আজ আমি আপনাদের টানে আবারও লিখতে বসলাম  টেকটিউনস এ, কারণ একটি মজার অ্যাপ্স এর সন্ধান পেয়েছি যা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, আমার আজকের লেখাটি শুধু মাত্র অ্যান্ড্রয়েড  ফোন ব্যবহার কারী সকল বন্ধুদের জন্য , আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা সকলেই কম বেশি ইন্টারনেট ব্যবহার করি আর যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সকলেই ফেসবুক ব্যবহার করি সুতরাং আমাদের সকলেরই একটি ইমেল আছে, ফেসবুকে বন্ধুদের সাথে টেক্সট ম্যাসেজের জন্য ফেসবুক ম্যাসেঞ্জার আছে, দ্রুত গতিতে ছবি শেয়ার এর জন্য WhatsApp আছে, অডিও বা ভিডিও কলিং এর জন্য  Skype আছে আর ছিম কোম্পানীর বা এক ছিম থেকে অন্য ছিমে ম্যাসেজ আদান প্রদানের জন্য Messaging তো আছেই কি উপরের কোন কথা কি ভুল বলেছি ? আমার মনে হয় একটিও ভুল বলিনি । আমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা সর্বদা যে বিপদের মধ্যে থাকি তাহলো কখন কে আমার গোপন কোন ম্যাসেজ দেখে ফেলে যা আমি ব্যতিত অন্য কেও দেখলে আমার জন্য বিপদের কারণ হতে পারে তাই এ সকল বিপদের হাত থেকে আমাদের সকলের বাচার পথ দিখিয়ে দেওয়ার জন্য আমার আজকের এ লেখা, ও হা আপনাদের তো বলায় হয়নি অ্যাপ্স টির নাম কি অ্যাপ্সটির নাম হচ্ছে Message Locker . অ্যাপ্সটির সাইজ মাত্র ২.৭৯ মেগা বাইট । আমাদের উপরল্লোখিত বিপদের হাত থেকে বাচাবে এই Message Locker

কি ভাবে ব্যবহার করবেন ?

সর্বপ্রথমে Message Locker অ্যাপ্সটি ডাউনলোড করে নিন এখান থেকে, যে কোন অ্যাপ্স কম্পিউটারে ডাউনলোড করার নিয়ম জানা না থকালে জেনে নিন এখান থেকে । তারপর এই অ্যাপ্সটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করে নিন , ইন্সটল করার পরে অ্যাপ্সটি অপেন করুন দেখুন নিচের মত দেখা যাচ্ছে সেখান থেকে আপনি আপনার মনের মত যে কোন একটি পাসওয়ার্ড দিন অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ড টি যেন ৪ থেকে ৮ ডিজিটের মধ্যে হয় ।   Message Locker Image

তারপর আমার দেখানো তীরে ক্লিক করুন, এবার আগের দেওয়া পাসওয়ার্ডটি আবার দিন তারপর আবার তীর বাটনে ক্লিক করুন, খেয়াল করুন Recovery Email দিতে বলছে সেখানে আপনার ইমেলটি দিন, এটি দেওয়ার কারন হচ্ছে আপনি যদি কখনো আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে এই ইমেল আবার আপনার পাসওয়ার্ডটি ফিরে পেতে সাহায্য করবেন , ইমেইল দেওয়ার পরে Done বাটনে ক্লিক করুন, এবার আপনি অ্যাপ্সটির ভিতরে প্রবেশ করেছেন, এখন আপনি আপনার E-mail, Messaging, Messenger, Skype, WhatsApp এর মধ্য থেকে যে গুলো Lock করে রাখতে চান সেগুলোর পাশে থাকা Lock বাটনে ক্লিক করে Lock করে ফেলুন, আবার দেখুন মজা আপনি এখান থেকে বের হয়ে আপনি যে অপশন গুলো Lock করেছে সেগুলো অপেন করার চেষ্টা করুন কেহুন আপনার কাছে পাসওয়ার্ড চাচ্ছে অতএব পাসওয়ার্ড দেওয়া ব্যতিত আর কেও আপনার কোন ম্যাসেজ দেখতে পারবে না ,

আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের টিউনে ইন শা আল্লাহ । আল্লাহ হাফেজ ।

ও হা টিউনটি কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু ।

পোষ্টটি পূর্বে প্রকাশিত এখানে

সোজন্যে ঃ- টেকটুইট ২৪ ডট কম

বিঃ দ্রঃ Media Fire এ সফটওয়্যারটি আপলোড করতে সমস্যা হচ্ছিলো তাই উক্ত ডাউনলোড লিঙ্কটি দিলাম ডাউনলোড করতে সমস্যা হলে জানাবেন ঠিক করে দিব ।

Level 0

আমি কবির হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস