নিয়ে নিন আপনার এন্ড্রুইড মোবাইলের জন্য TechTunes App -এখন থেকে অতি সহযে ভিজিট করবেন টেকটিউনসে এবং টিউন করবেন মোবাইল থেকে। প্রয়জন না হলেও অন্তত টিউনটি দেখুন আপনার কাজে দিবে ১০০%।

আচ্ছালামুআলাইকুম

 

আজ আমি আমার ৫ম টিউন নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য একটা একটা অ্যাপ নিয়ে।

নামঃ Tech Tunes.apk

তৈরি করেছি আমি। আর এটা পরিক্ষা করেছি আমার মোবাইলে সফল ভাবে।

এমনকি এই অ্যাপ দিয়েই আমি এই টিউন লিখছি এখন।

আমি টিটি তে ভিজিট করা শুরু করেছি যখন আমি ৯ম শ্রেণীতে যখন আমি মোবাইল ব্যবহার করা শুরু করি ২০১১ সালে। আর টিটিতে আইডি খুলি প্রায় ৩ মাস আগে।

প্রকিদিন না হলে ৫-৯ বার টিটিতে ভিজিট করি যতবার আমি ফেসবুকেও যাইনা।

এখানে আসার একটাই উদ্দেশ্য নতুন কিছু শেখা। এখানে সব অভিজ্ঞদের টিউন পড়ার মাদ্ধমে নিজের অভিজ্ঞতাটা কে বৃদ্ধি করা,প্রযুক্তির সাথে নিজেকে জরিয়ে রাখা।

 

আমার অ্যাপ তৈরি করার কোন জ্ঞান নেই। কে শেখাবে আমাকে? থাকি গ্রামে। তবুও মনের ইচ্ছা একদিন না একদিন আমি অনলাইনে ইনকাম ও Android app development করা শিখবই ইনশাআল্লাহ।

 

আমার সেয়ার করা অ্যাপ আমি অন্য কিছু অ্যাপের সাহায্য নিয়ে তৈরি করছি আমার নিজের সুবিধার জন্য। কিন্তু আমি চাই এই সুবিধা অন্যরাও ভোগ করুক তারাই যারা আমার মতো মোবাইএ ব্যবহার করে ভিজিট করতে চায় এবং টিউন করতে চায়।

টিটির অ্যাডমিনদের এর ফলে কোন ক্ষতি হবেনা কারণ এই অ্যাপ দিয়ে তাদের কোন অ্যাড ব্লক হবেনা।

আর কথা না বাড়িয়ে অ্যাপ সম্পর্কে কিছু জেনে নেইঃ

App  এর আইকন ↓

 

এই এপ দিয়ে শুধু মাত্র টেকটিউনস্ ভিজিট করা যাবে।

 

হোমপেজ↓

 

 

এই অ্যাপ দিয়ে টিউন দেখবেন খুব সহজে↓

 

টিউনের লেখা জুম করে  দেখতে পারবেন↓

 

এই অ্যাপ দিয়ে আপনি টিউনার হলে মোবাইল দিয়ে খুব সহজে আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন↓

 

আপনি এখান থেকে খুব সহজে মোবাইল থেকে টিউন লিখতে পারবেন ↓

 

টিউন লিখতে পারবেন অনায়াসে। আমি এই টিউন লিখার সময় এই স্কিনসট নিছি↓

 

 

অ্যাপ সম্পর্কে প্রায় মৌলিক সব সুবিধার কথাই বললাম এবার ডাউনলোড দিনঃ

এখান থেকে ডাউনলোড করেন techtunes.apk

 

★★

মোবাইল দিয়ে টিউন করছি কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে চাইলে যোগাযোগ করতে পারেনঃ ফেসবুকে আমি

 

আমার আগের টিউন দেখতে চাইলেঃ ভিজিট করুন এখানে

 

আর হা এই টিউনের মাদ্ধমে উপকৃত হলে অশ্যই প্রিয়তে যোগ করবেন,টিউমেন্ট করবেন এবং সেয়ার  করতে ভুলবেন না।

Level 1

আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তে লাভ টা কি হইলো?

মোবাইলে আনঅফিসিয়াল এপ ইন্সটল করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যদি বিরক্তিকর সেই ডেক্সটপ ভার্ষন আর বস্তাভর্তি এড দেখা লাগে, তাহলে আপনার এপ ইন্সটল দিয়ে বাড়তি কি সুবিধা পাচ্ছি?

ওয়ার্ডপ্রেস সাইটের মোবাইল এপ তো ক্লাস 2 এর বাচ্চারাও বানাতে পারে। কাজের কাজ কিছু করেন।

আমার জানা মতে টেকটিউনসের অফিসিয়ার কোনো এপ্স নাই

মন্তব্য করার জন্য ধন্যবাদ # টেক পাগলা

#Bootable Ishraque
ভাই নেট জগতে আসি ক্লাস 2 নয় ক্লাস ওয়ানের বাচ্চা এ কথা পোষ্টেই বলেছি। আর আমি এ্যাপ এ টিটি র এ্যাড কেন ব্লক করতে যাবো?
টিটির এ্যাডমিনদের কেন ক্ষতি করবো?
তারা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে আজ ২কোটি+ মানুষকে আজ এক যায়গায় করছে আমাদের কিছু জানার জন্য শেখার জন্য। তাদের পারিশ্রমিক কে দেবে?
এড থাকলে প্রবলেম কই?
আপনি এড না দেখলেই হলো।

তবুও আপনাকে স্পেশালি ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

#Bootable Ishraque
আরেক টা কথা জানিয়ে রাখি Uc browser.apk দিয়ে এ্যাড ব্লক করে খুব সুন্দরভাবে যেকোন সাইট ভিজিট করা যায়। এ কথা আপনি হয়ত অনেক আগে থেকেই জানেন তবুও বললাম।

আপনি যা করেছেন তা অবশ্যই ভালো। কেননা আপনি যতটুকু সময় এর পেছনে খরচ করেছেন ,তা না করলেও পারতেন।কিন্তু আপনি করেছেন।ধন্যবাদ।

আর হ্যা আপনি যা করেছেন ততোটুকুতেই খুশি,পরেরবার আর ও ভালো কিছু পাবার আশা রাখছি।

#রানা সরকার ভাই সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এর পিছনে সর্বচ্চ ১০ মিনিট সময় লাগছে। অবসর সময়ে এটা করেছি।

Level New

এইডা কোন অ্যাপ হইলও নাকি? এইটা সুধু https://www.techtunes.io/ পেজটাকে লোড করে …
কোন মৌলিক সুবিধাই তো নাই।

হুম এটা কোন এপই না। আমি এটা পোষ্টে বুঝিয়েই বলেছি। #মুন

Level New

আরেকটা কথা, এডব্লক করা অনেক কঠিন কাজ। যেভাবে বলতাছেন যে এডব্লক করতে পারেন? যদি তাই হয় তাহলে আমাদের কে সেই অ্যাপ টা শেয়ার করেন, আমারা টাকা দিয়ে কিনব। আর যদি সাধু/ক্ষতি করার চিন্তা না থাকে তাহলে ১ দিনের ট্রায়াল ভার্সন সেট করে শেয়ার করেন। দেখি ১ দিনের/ঘনটার জন্য এডব্লক করতে পারেন নাকি? Thank you 🙂

vai, ei app er cheye der valo opera , esob na kore dekhen kisu userfriendly system bahir kora jay kinsa,

#নাছের মিয়াজী আমিও সবসময় ওপেরা mini browser ব্যাবহার করি। আর এই এ্যাপ দিয়ে পোষ্ট করি। ওপেরা দিয়ে পোষ্ট করা খুবই কষ্ট কর

playstore এ এমন এপ্প আগেই ছিলো। আজাইরা।