নিয়ে নিন Android মোবাইলের জন্য Bangla talking clock pro। এটাতে আছে Sleeping mode ও own sound sestem। Bangla Voice clock প্রেমিরা এই টিউন অবশ্যই দেখবেন কাজে লাগবে ১০০%

আচ্ছালামুআলাইকুম

আজ আমি আমার ৯ম টিউনে নিয়ে এসেছি আমার মুডিফাই করা Bangla Talking clock pro।

যারা Bangla voice clock এর ভক্ত তাদের জন্য এটা সকল ধরনের সুবিধা দিবে।

যেমনঃ এর রয়েছে নিজস্ব সাউন্ড সিস্টেম। নির্দিষ্ট সময়ে সময় বলানোর সেটিংস সহ আরো অনেক কিছু।

কেন এই অ্যাপ ব্যবহার করবেনঃ

অনেক সময় দেখা যায় সময়ের প্রতি খেয়াল না থাকাতে আমরা আমাদের অনেক মুল্যবান কাজ সঠিক সময়ে করার কথা ভুলে যাই।

এই অ্যাপ তা হতে দেয়না ১৫ মিনিট,৩০মিনিট,৪৫মিনিট ও ৬০ মিনিট পরে পরে সময় বলে দিবে কম্পিউটারের মত করে।

গুগল প্লেতে বাংলা ভয়েস ক্লক আছে বাট সেইটাতে নিজস্ব সাউন্ড সিস্টেম ও স্লিপিং মুড নেই এতে অনেকেরই সমস্যা হয়। এইটা সেই সব সমস্যা থেকে আপনাকে দেবে মুক্তি।

 

আমি কেন এটা মুডিফাই করে তা সেয়ার করলামঃ

 

নিচে কিছু স্কিনসটে দেখুন গুগল প্লেতে অনেকে বলেছে নিজস্ব সাউন্ড সিস্টেম ও স্লিপিং মুড এড করতে। কিন্তু তারা অ্যাপ এ আজো এই অপসন দুটো এড করে নাই।

 

আমার সেয়ার করা Bangla Talking clock pro এর কিছু স্কিনসটঃ

 

Bangla Talking clock pro হোম পেজ↓

Bangla Talking clock pro এর সেটিংস পেজ↓ এখানে আপনি  start time ও stop time এ কয়টা থেকে কয়টা পর্যন্ত সময় বলবে তা সিলেক্ট করতে পারবেন। যেমনঃ ভোর ৪ টা থেকে রাত ১২ টা। এতে করে ঘুমের সময়ে সময় বলে ঘুম নষ্ট করবেনা।

এই অপসনের মাদ্ধমে আপনি সপ্তাহের কোন কোন দিন সময় বলবে তা নির্দিষ্ট করে দিতে পারবেন↓

এই তিনটি অপসন অবশ্যই সিলেক্ট করে রাখবেন↓

Time formate আপনি অবশ্যই 24-hour দিয়ে রাখবেন ↓

এই  অপসনের মাদ্ধমে কত সময় পরে পরে সময় বলবে তা নির্দিষ্ট করতে পারবেন। আপনি অবশ্যই ১৫ মিনিট,৩০ মিনিট, ৪৫ মিনিট ও ৬০ মিনিট এর যে ককোন একটা সিলেক্ট করবেন।নয়ত মিনিট সহ সময় শুনতে পাবেন না।↓

Volume অপসনের মাদ্ধমে আপনি এই এপ এর নিজস্ব সাউন্ড দিতে পারবেন,এতে করে আপনার মোবাইলের সাউন্ড কম বেশি থাকলেও কোন সমস্যা ছারাই আপনার নির্দিষ্ট করে দেওয়া Volume এ সময় বলবে ↓

Work in অপসনে সিলেক্ট করে দিকে পারবেন মোবাইল সাইলেন্ট থাকলে এবং মোবাইল গান শোনা বা ভিডিও দেখার সময় সময় বলবে কি না↓

 

সুন্দরভাবে অতি সহজে গুছিয়ে লেখার চেষ্টা করলাম। তবুও বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করবেন আর যারা টিউমেন্ট করতে পারবেন না তারা আমাকে ফেসবুকে মেসেজ করবেন।

 

ডাউনলোডঃ Bangla talking clock pro  size: 2.30MB

 

 

★★★

টিউনটি মোবাইল দিয়ে লিখে টিউন করছি কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তবুও কোন বাজে টিউমেন্ট করে পরবর্তী টিউন লিখার ইচ্ছা নষ্ট করে দিবেন না।

আমার পূবের সকল টিউন দেখতে ভিজিট করুনঃ এখানে

 

আমার পূর্বের সর্বশেষ টিউনঃ

নিয়ে নিন আপনার Android ফোনের জন্য ডিলেট করা ফাইল ফিরিয়ে নিয়ে আসার Dumpster এর Premium ভার্সন একদম বিনামূল্যে। সেই সঙ্গে পান lock ও ad free সুবিধা।

 

ফেসবুকে যোগাযোগঃ ফেসবুকে আমি (masum)

 

 

 

Level 1

আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

#ফেরী ওয়ালা এবং মাসুম আহমাদ কাফিল

আপনাদের দুজনকে টিউমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।